“জল জোছনা” : বুক রিভিউ

গালিবা ইয়াসমিন ১০ জুন ২০১৮, রবিবার, ০১:২৭:৪৪পূর্বাহ্ন বুক রিভিউ ১১ মন্তব্য

বই : জল জোছনা
লেখক : হুমায়ূন আহমেদ
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশনা : পার্ল পাবলিকেশন্স
মোট পৃষ্ঠা: ৭৮
মূল্য: ১২৫ টাকা

পাঠ্য প্রতিক্রিয়া :
লেখক সম্পর্কে কিছু না বললেই নয় – ” হুমায়ূন আহমেদ”কে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তার লিখিত বই এখন আমাদের অবসরে সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়ে থাকে । আমার মনে হয় স্যার এর লিখায় আমাদের বাস্তব জীবনের চিত্র সহজ ভাষায় ফুটে উঠেছে তাই তিনি এতোটা জনপ্রিয় হয়ে উঠেছেন এবং সবার মনে বেঁচে আছেন – থাকবেন সব সময় ।
“জল জোছনা” বই সম্পর্কে বলি – “জল জোছনা ” আসলে উপন্যাস না, এটা একটা ছোট গল্প । মাত্র ৪টা চরিত্রে তিনি একটা গল্পটা ফুটিয়ে তুলেছেন , চরিত্র গুলো – মনজুর , নীতু , রেবেকা এবং জহির । গল্পটায় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরা , স্বামী সারাক্ষণ তার অফিস – মিটিং – কাজ নিয়ে বেস্ত থাকায় স্ত্রী তাদের একমাত্র মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে । একটা সময় দু’জন দু’দিকে সুখ খুঁজতে বাধ্য হয় । এর ফলে কিছুটা সুযোগ নেয় তৃতীয় বেক্তি । এভাবেই একদিন সবাই মিলে জোছনা দেখার জন্য ভ্রমনে বেড় হয় , এ শহরের চিরচেনা বেস্তময় রাস্তা দিয়ে তারা গন্তব্যের দিকে এগোতে থাকে কিন্তু ঢাকা ছাড়বার আগেই খুব ঝামেলা বেঁধে যায় । সে অবস্থায় আমাদের দেশের চিরচেনা চিত্র গুলো প্রকাশ পায় । অতিবিপদে পরস্পরের প্রতি সুপ্ত ভালোবাসাও প্রকাশিত হতে থাকে । আমার কাছে “জল জোছনা” দাম্পত্য জীবনের শিক্ষামূলক গল্প মনে হয়েছে। মাত্র ২ ঘন্টা লেগেছে বইটা পড়ে শেষ করতে অর্থাৎ আমার ১দিনে পড়ে শেষ করা চতুর্থ বই “জল জোছনা”।
শেষটা নির্মম , আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন । তো দেড়ি না করে “জল জোছনা” বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন।

শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ