বই : জল জোছনা
লেখক : হুমায়ূন আহমেদ
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশনা : পার্ল পাবলিকেশন্স
মোট পৃষ্ঠা: ৭৮
মূল্য: ১২৫ টাকা
পাঠ্য প্রতিক্রিয়া :
লেখক সম্পর্কে কিছু না বললেই নয় – ” হুমায়ূন আহমেদ”কে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তার লিখিত বই এখন আমাদের অবসরে সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়ে থাকে । আমার মনে হয় স্যার এর লিখায় আমাদের বাস্তব জীবনের চিত্র সহজ ভাষায় ফুটে উঠেছে তাই তিনি এতোটা জনপ্রিয় হয়ে উঠেছেন এবং সবার মনে বেঁচে আছেন – থাকবেন সব সময় ।
“জল জোছনা” বই সম্পর্কে বলি – “জল জোছনা ” আসলে উপন্যাস না, এটা একটা ছোট গল্প । মাত্র ৪টা চরিত্রে তিনি একটা গল্পটা ফুটিয়ে তুলেছেন , চরিত্র গুলো – মনজুর , নীতু , রেবেকা এবং জহির । গল্পটায় দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরা , স্বামী সারাক্ষণ তার অফিস – মিটিং – কাজ নিয়ে বেস্ত থাকায় স্ত্রী তাদের একমাত্র মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে । একটা সময় দু’জন দু’দিকে সুখ খুঁজতে বাধ্য হয় । এর ফলে কিছুটা সুযোগ নেয় তৃতীয় বেক্তি । এভাবেই একদিন সবাই মিলে জোছনা দেখার জন্য ভ্রমনে বেড় হয় , এ শহরের চিরচেনা বেস্তময় রাস্তা দিয়ে তারা গন্তব্যের দিকে এগোতে থাকে কিন্তু ঢাকা ছাড়বার আগেই খুব ঝামেলা বেঁধে যায় । সে অবস্থায় আমাদের দেশের চিরচেনা চিত্র গুলো প্রকাশ পায় । অতিবিপদে পরস্পরের প্রতি সুপ্ত ভালোবাসাও প্রকাশিত হতে থাকে । আমার কাছে “জল জোছনা” দাম্পত্য জীবনের শিক্ষামূলক গল্প মনে হয়েছে। মাত্র ২ ঘন্টা লেগেছে বইটা পড়ে শেষ করতে অর্থাৎ আমার ১দিনে পড়ে শেষ করা চতুর্থ বই “জল জোছনা”।
শেষটা নির্মম , আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন । তো দেড়ি না করে “জল জোছনা” বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
বই রিভিউ লেখা খুব কঠিন।
আপনি সেই কঠিন কাজটি অল্প কথায় করলেন।
ধন্যবাদ আপনাকে -{@
নিয়মিত বই এর রিভিউ দিন, আরো চাই আমরা।
শুভকামনা।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
হুম! জিবনের কঠিন সময় হচ্ছে সংসারে দুইজনের ঘুঞ্ঝুটি।
এটা খুব মারাত্বক। আরো রিভিউ দিন।
গালিবা ইয়াসমিন
ইনশাল্লাহ , আরও পাবেন 🙂
মোঃ মজিবর রহমান
অপেক্ষায় রইলাম।
অপার্থিব
হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম বই ভার্সিটি লাইফেই পড়ে শেষ করেছি, এখন ওনার লেখা পড়া সময়ের অপচয় বলে মনে হয়। এই বইটা মনে হয় বাদ পড়ে গেছে , নেক্সট উইক এন্ডে পড়তে হবে।
গালিবা ইয়াসমিন
আমি নিউ রিডার তো তাই কোন লেখকের কোন বই পড়া আর সময় অপচয় করা এক মনে হয় না । বই মানুষের ভালো বন্ধু , বন্ধু যদি সময় অপচয়ের কারণ হতো তো বন্ধুত্ব শব্দটাই সৃষ্টি হতো না ।
ধন্যবাদ 🙂
মায়াবতী
একটা সময় হুমায়ূন আহমেদের বই মন্ত্রমুগ্ধের মত এক নিশ্বাসে পড়ে ফেলতাম, স্যারের কেকে টা বই অসংখ্যবার পড়েছি আমি । আপনার রিভিউ টা পড়ে নস্টালজিক হয়ে গেলাম। খুব মনোযোগ সহকারে পড়েছেন বই টা বুঝা ই যায় , ভাল লাগলো খুব, ভাল থাকবেন আপনি ।
গালিবা ইয়াসমিন
আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ 🙂
নীলাঞ্জনা নীলা
হুমায়ুন আহমেদের কয়েকটা বই ভালো লেগেছিলো। এছাড়া উনার লেখা আমার ঠিক পছন্দ না। কেমন জানি একঘেঁয়ে।
তবে ভালো লিখেছেন আপনি।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂