ইছামতী নদীর ধারে ছোট্ট দুখানা ঘর
জলাঙ্গীর ঊর্মিতে ঘর দুখানা করিত যে নড়বড়
স্নান ভোজ করে ওরা ইছার জলতে
ধান নষ্ট, বীজ নষ্ট, নষ্ট ক্ষেতের পর ক্ষেত
আরও নষ্ট জমিলার জীবন সংসার
কেঁড়ে নিল ওর স্বামী সন্তান এক ভাঙনে
নদীর ধর্ম এক কূল ভাঙা
অপর কূল গড়া
এই তো নদীর খেলা
জগৎ জুড়ে গেছে ভরে
ধনী দরিদ্রের ভেলা।
নিঃস্ব হয়ে বিষাদ মনে
বসে ইছার ধারে
দু দন্ড চুপ থেকে জমিলা
কাঁপছে থরথরে
বলছে কোথায় আছে ছৈল স্বামী
দেওনা ওদের ডেকে
দেখব আমি ছৈল স্বামীরে
দুনয়ন ভরে
পতিপুত্র শোকাতুরা জমিলা
বলছে বলছে বারে বারে
নিংস্ব করে নিয়ে গেছে সব
ইছামতি আমার।
৭৮৮জন
৬৩২জন
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
সুললিত কথামালা, নিপুণতায় সৃজনশীল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
ভালো থাকুন
জিসান শা ইকরাম
ভাইরে লিখলেন জমিলার কথা, ছবি দিয়েছিলেন সোনেলা ব্লগের একজন নারী ব্লগারের। তাকে কি আপনার জমিলার মত মনে হয়েছিল বলে তার ছবি ফিচার ছবি করেছিলেন?
শুধু লিখলেই চলে ব্লগে? ব্লগারদের ব্লগগুলো একটু মন দিয়ে দেখতে হয়। যদি দেখতেন, তাহলে কোনো নারী ব্লগারের ছবি এই লেখায় দিতেন না।
নিয়মিত লিখুন,
অন্যদের লেখা ভালো ভাবে পড়ে মন্তব্য করুন লেখার বিষয় নিয়ে।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আল্লা জানে কার ছবি। আমার চেহারা জমিলার সাথে যায়। দিছিল নাকি ভাই। বহুত টেনশান😜😜
জাহাঙ্গীর আলম অপূর্ব
না আপু
আমি আপনার ছবি কেন দেব
জাহাঙ্গীর আলম অপূর্ব
মিছ হয়েছে ছবিটি
ক্ষমা করবেন।
সুপর্ণা ফাল্গুনী
জমিলার জীবন নিয়ে চমৎকার কবিতা। নদী ভাঙনে কত শত জমিলার জীবন নিঃস্ব হয়ে যায়। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
নদী ভাঙনের শিকার হয়ে অনেক জীবন ধ্বংস হয়েছে
শুভকামনা রইল প্রিয় পাঠক
ভালো থাকুন সদা
রোকসানা খন্দকার রুকু
নদীপাড়ের মানুষের জীবন অনেক কষ্টকর। তারপরও তারা বসবাস করে। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবশ্য নদীর তীরের মানুষের অনেক কষ্ট
তবুও তারা সে খানে বসবাস করে
অনেক সুন্দর হয়েছে মন্তব্য
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতির প্রকাশ কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো থাকুন সদা
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
আরজু মুক্তা
এভাবেই নিঃস্ব হয় অনেকেই
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
শুভকামনা রইল