জন্মদিন—/অরুণিমা মন্ডল দাস
আজকাল জন্মদিনে আপন মানুষ বন্ধুটির মনে মরচে পড়েছে
বই
যতবার গোছানোর চেষ্টা করছি
ততবার ঝড় উঠে সব এলোমেলো করে যায়
কেন বোঝে না
প্রকৃত ভালোবাসায় ভুল বোঝাবোঝি থাকেই
তঁাকে ইগোর প্রচন্ড কামড় দিয়ে যন্ত্রণা দিও না
ভালোবেসেছিলে ফুলটিকে
ফুলের কঁাটাকেও আপন করো–?
“ জন্মদিন” আমাকে কঁাদিয়ে দেয়
রং পেনসিল গুলো ছবি আঁকতে চেষ্টা করেও পারে না—
মাথায় একরাশ বোলতার হূল ফোটানা—
অস্থির অসহ্য নরক বেদনা—!
২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভাল লেগেছে লেখা।
কিছুটা একটিভিটি বাড়ানো দরকার ব্লগে।
মোঃ মজিবর রহমান
ভালোবেসেছিলে ফুলটিকে
ফুলের কঁাটাকেও আপন করো–? ভালো লাগা রইল।