নীল পেয়ালায় রাখা ছিলো নিহিলা বিষের আরক –
তাকে বলা হলো, এই মুহূর্তে দুইটা পথ খোলা তোমার সামনে । আটপৌড়ে একঘেয়ে জীবন , জ্বালা যন্ত্রনা নাই নিরুপ্রদব বেঁচে থাকবে । খাবে , ঘুমাবে , বংশবিস্তার করবে । অথবা নীল বিষের পেয়ালা তুলে নাও … সমগ্র জীবনের তুলনায় পলকমাত্র তুমুল বেঁচে – তারপর আজীবন যন্ত্রনা ভোগ করবে ।
–
–
–
সে নিশ্চিন্তের হাসি হেসে নীল পেয়ালায় দীর্ঘ চুমুক দিল। তারপর ভাগ্যদেবীকে টেনে চোখ মেরে শিস দিতে দিতে হেটে চলে গেলো সেই পথে … যে পথের শেষ গন্তব্যের নাম – সুদূর ।
২৩টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
সোনেলার সবাইকেই মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। একে একে সবাই মন খারাপের উদ্ভট আর অদ্ভুত আবেগী সব পোস্ট দিয়ে যাচ্ছে…
আগুন রঙের শিমুল
🙂
নীতেশ বড়ুয়া
^:^
জিসান শা ইকরাম
এমন হলে নীল পেয়ালাই বেঁছে নিতাম 🙂
ভালো লেগেছে
আগুন রঙের শিমুল
আমিও দাদা 🙂
নাসির সারওয়ার
সুদূরটা কত দূর?
আগুন রঙের শিমুল
একজন যতদূর যেতে পারে ততদুর 🙂
ছাইরাছ হেলাল
এ সাহস সবার হয় না, সবাই পারেও না টেনে চোখ মারতে……
আগুন রঙের শিমুল
হ্যাঁ দাদা 🙂
নীলাঞ্জনা নীলা
সুদূরে যাবার পথটায় কি কিছু ফেলে রেখে যায়নি?
খুঁজে এনে তারপর আমাদের দিন। 🙂
আগুন রঙের শিমুল
না , কিছুই ফেলে যায়নি
অরুনি মায়া
যারা ভাগ্য বদল করার ক্ষমতা রাখে বা ভাগ্যের সাথে লড়াইয়ে সাহস রাখে, কেবল তারাই পারে এমন পদক্ষেপ নিতে,,,,
আগুন রঙের শিমুল
তাদের সবাই ও পারেনা 🙂
আবু খায়ের আনিছ
একঘেয় জীবনের চেয়ে নীল পেয়ালা গ্রহন করাই ভালো।
আগুন রঙের শিমুল
হু , সেই ভালো 🙂
মেহেরী তাজ
এখানে দেখি সবাই বিষ,ত্রিশ খাচ্ছে। থাকবো না এখানে। ভাগবো। 🙁
অদৃশ্য মডুদের দৃষ্টি আকষর্ন করছি। দৌড়ে পালানোত ইমো কই? স্রটা জলদি চাই।
আগুন রঙের শিমুল
;? :p
শুন্য শুন্যালয়
এই তাকে টা কে? তার জন্যই আজকে আমাদের সমগ্র মানব জাতীর এই অবস্থা 🙁
জগজ্জীবন, আহা! শিমূল ভাইয়া, লেখা শেখান। এরকম একটা হলেই চলবে, ঈমানে বলছি।
আগুন রঙের শিমুল
আমি শিখামু ;?
মাফ কইরা দেওন যায়না
লীলাবতী
কেমন করে এমন লেখা লেখেন ভাইয়া? (y) -{@
আগুন রঙের শিমুল
জীবন যা দেখায় আমি তাই লিখি লীলাবতী 🙂
ব্লগার সজীব
পাঁচ তারকার উপরে আর কিছু আছে ভাইয়া?সব দিতে চাই আপনার এই লেখায়।
আগুন রঙের শিমুল
সজীব ভাই (3