জগজ্জীবন

আগুন রঙের শিমুল ২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৯:১৪:০২অপরাহ্ন গল্প ২৩ মন্তব্য

12049163_706883672789528_8723335819156756849_n

নীল পেয়ালায় রাখা ছিলো নিহিলা বিষের আরক –
তাকে বলা হলো, এই মুহূর্তে দুইটা পথ খোলা তোমার সামনে । আটপৌড়ে একঘেয়ে জীবন , জ্বালা যন্ত্রনা নাই নিরুপ্রদব বেঁচে থাকবে । খাবে , ঘুমাবে , বংশবিস্তার করবে । অথবা নীল বিষের পেয়ালা তুলে নাও … সমগ্র জীবনের তুলনায় পলকমাত্র তুমুল বেঁচে – তারপর আজীবন যন্ত্রনা ভোগ করবে ।



সে নিশ্চিন্তের হাসি হেসে নীল পেয়ালায় দীর্ঘ চুমুক দিল। তারপর ভাগ্যদেবীকে টেনে চোখ মেরে শিস দিতে দিতে হেটে চলে গেলো সেই পথে … যে পথের শেষ গন্তব্যের নাম – সুদূর ।

৬৩৪জন ৬৩৪জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ