আমি আর তুমি ,
দুজনেই হাঁটি সমান্তরাল পথে..
রেললাইনের মতো।
দু-প্রান্ত কখনোই পারেনা দুজনকে ছুঁতে।
আমিও পারিনা তোমায় ছুঁতে…
শুধু ছুঁয়েছি তোমাকে না পাবার বিষন্ন বিকেল,
একলা একা ঝাপসা কাঁচের দেয়াল।
তোমার মন খারাপের কাগজের নৌকো…
যা ভাসিয়েছিলে পদ্ম পাতার জলে।
আমি আর তুমি ভেসেছি বহুকাল মেঘে…
হঠাৎ হঠাৎ তুমি বৃষ্টি হয়ে নামতে।
গোটা শহর ঝিমিয়ে যেতো…
জ্যামে আটকা পড়তাম আমি ,
তোমাকে খুঁজতাম বৃষ্টির প্রতিটি বিন্দুতে।
আমি আর তুমি,
কতোবার হয়েছি রাস্তার ল্যাম্পপোস্টের বাতি,
দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে।
মাথার উপর যৌবনা চাঁদ আলো বিলায়,
আমাদের ভ্রুক্ষেপ নেই তাতে।
আমরা শুধুই দাঁড়িয়ে থেকে রাস্তার এ প্রান্তে ও প্রান্তে___
দেখেছি কতো ঘরফেরা মানুষ স্বপ্ন বেঁচে ঘরে ফিরে।
আমি আর তুমি হয়েছি রমনার বটমূল…
আমাদের সাজিয়ে প্রতি বৈশাখে,
চারুকলার শিল্পীরা গান ধরে__
“এসো হে বৈশাখ এসো এসো ”
সারাদিন মাতামাতি, রমনীরা বাসন্তী সাজে সাজে,
যেমনটি তুমি সাজতে গাছ হবার আগে।
আমি আর তুমি কতোবার হয়েছি কাশবন…
তুমিও তো তাই চেয়েছিলে….
কাশফুলে দুলে দুলে বাতাসের প্রেমে
আমি দিয়েছি বিসর্জন আমাকে খুলে।
তুমিও নিলে সবটুকু কুঁড়িয়ে।
বুকে জড়িয়ে চুমু খেলে___
পরক্ষণেই লজ্জায় লাল তুমি;
ইস ! কি করেছি যদি কেউ জেনে ফেলে!
আমি অবাধ্য প্রেমিক মানিনী কিছুই.. ..
হাওয়ার তরে চিঠি লিখেছি লাজ লজ্জা ভুলে।
লিখেছিলাম ___
আমাদের যেন কখনই মিলন না হয়….
পেয়ে গেলে ফুরিয়ে যায় সব,
ফিকে হয় পাওয়ার উৎসব।
হাওয়া কথা রেখেছিলো…
আমাদের মিলতে দেয়নি কোনদিন।
এই দেখো!
আজ তুমি আমি কতো কাছে ,
কিন্তু ছুঁতে পারিনা কেউ কাউকে।
অনুভূতিরা ছুঁতে পারে একে অন্যকে,
নামহীন মানুষ কি ছুঁতে পারে দুজন দুজনকে?
◼১৩ ই ফেব্রুয়ারী ২০২১ ইং।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
২৪ ঘন্টায় একটি লেখা ই দেয়া যায় নীতিমালা আনুযায়ী।
খসড়ায় রাখুন, এবং সঠিক সময়ে পোস্ট দিন।
মনিরুজ্জামান অনিক
এরপর থেকে নীতিমালা মানার চেষ্টা করবো।
ভালোবাসা জানিবেন।
পপি তালুকদার
আমি আর তুমি কখনো হয়েছি এক আকাশের তারা
কিন্তু রয়েছে যোজন যোজন দূরে..
আমি হয়েছি মেঘ, তুমি হয়েছো বৃষ্টি
ছুতে গেলেই মিলিয়ে গেছো শুন্যতার তরে…
আমি আর তুমি পাশাপাশি হেঁটে ও
দু’জনার পথ গেয়েছে বেঁকে…….
অসাধারণ একটি কবিতা পড়লাম।তাই মনের মধ্যে কিছু কথা চলে আসলো।
শুভকামনা জানাই।
শুভরাত্রি।
মনিরুজ্জামান অনিক
বাহ! কি সুন্দর বললেন।
সতত ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
দুজন পাশাপাশি থেকেও যখন দুজনের কাছে অধরা রয়ে যায় এ ব্যথা , আকুলতা বোঝার সামর্থ্য সবার হয়না। শুধু ভুক্তভোগীরাই জানে এ ব্যর্থতা। এ এক প্রেমের অদ্ভুত অনুভূতি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন।
গোপন ব্যকুলতা কেউ টের পায়না।
ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
শেষ পর্যন্ত হাওয়ারই সব দোষ, সেই মিলতে দিল না। কাছাকাছি থেকেও না ছুঁতে পারার মর্মস্পর্শী হাহাকার যার হয় সেই বোঝে।
কবিতায় মুগধ্তা রেখে গেলাম। শুভ কামনা।
মনিরুজ্জামান অনিক
সতত ভালোবাসা জানিবেন সুহৃদ।
সব দোষ হাওয়ার।
ভালো থাকবেন।
শুভ রাত্রি।
আরজু মুক্তা
পাশাপাশি হেঁটেও বুঝিনা মনের খবর। শূন্যতা থেকেই যায়।
মনিরুজ্জামান অনিক
মন বড়ই আজব।
মনকে বুঝা বড় দায়।
ভালোবাসা জানিবেন।