চেনা ফ্রেম থেকে সরে যেতে থাকে
বিকেল গড়ানো রোদ
ছায়াপাতের অক্ষরে শিলালিপি
যাপনের অধিকারজুড়ে অশোক হয়ে ওঠা
গুহামুখী রিংটোনে শরীর ইতিহাস খেলছে।
কমনীয়তা ও রমণীয়তা পাহাড়ের শরীরজুরে
খোদাইয়ের খাঁজে গান্ধার!
এবার চাঁদ ছড়িয়ে যাবার ভয়।
নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা
২৪ জুলাই, ২০১৫
৭টি মন্তব্য
অনিকেত নন্দিনী
মুগ্ধতা জানাচ্ছি।
সাতকাহন
ধন্যবাদ অনিকেত নন্দিনী।
নীলাঞ্জনা নীলা
অদ্ভূত সুন্দর উপমায় সাজানো কবিতা যেনো নরম ওমের পরশ। -{@
সাতকাহন
ধন্যবাদ আপু।
মোঃ মজিবর রহমান
অল্পতেই অনেক পাওয়া।
ভাল লাগা লো
সাতকাহন
ধন্যবাদ।
হিলিয়াম এইচ ই
ভাল্লাগছে