ছায়াপাতের অক্ষরে শিলালিপি

সাতকাহন ২৪ জুলাই ২০১৫, শুক্রবার, ০২:২১:৫৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

চেনা ফ্রেম থেকে সরে যেতে থাকে
বিকেল গড়ানো রোদ
ছায়াপাতের অক্ষরে শিলালিপি
যাপনের অধিকারজুড়ে অশোক হয়ে ওঠা
গুহামুখী রিংটোনে শরীর ইতিহাস খেলছে।

কমনীয়তা ও রমণীয়তা পাহাড়ের শরীরজুরে
খোদাইয়ের খাঁজে গান্ধার!

এবার চাঁদ ছড়িয়ে যাবার ভয়।

নর্থ সার্কুলার রোড
ধানমন্ডি, ঢাকা
২৪ জুলাই, ২০১৫

৪৮৭জন ৪৮৬জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ