চিলেকোঠার স্বপ্নগুলি
আধ অন্ধকারে ভেসে যাচ্ছে–
সিঁড়িগুলির ধীর পায়ে পায়ে উঠে আসা–
ছায়াগুলি ছুঁয়ে আছে অন্য ছায়ায়।
এখনও লুকোনো কার্নিশ ঘেঁষে,
সেই হাত পা ছুঁয়ে আছে শৈশব,
চিল উচ্চতার ভাবনাগুলি একান্ততা খোঁজে–
ফিরে আসার ভাষ্যগুলি চুপচাপ শুয়ে আছে
২২১২জন
২২১২জন
১৬টি মন্তব্য
খসড়া
আসলে ঠিক বুঝিনি, আবার বুঝেছিও , জানিনা, তবে ভাল বেশ ভাল।
তাপসকিরণ রায়
ভাবনার কবিতা এ ভাবেই বুঝতে হয়–ধন্যবাদ
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে খুব ছোট কবিতা।
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
স্বপ্ন নীলা
ছোট কবিতা কিন্তু ভীষণ সুন্দর—— ভীষণ সুন্দর
তাপসকিরণ রায়
আপনার মন্তব্য খুব ভাল লেগেছে–ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
অল্পকথায় সুন্দর মনবাসনার ভাঙ্গা স্বপ্ন তুলেধরেছেন দাদা।
তাপসকিরণ রায়
ধন্যবাদ রইল ।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা।
তাপসকিরণ রায়
ধন্যবাদ–মন্তব্যে খুশি হলাম।
নুসরাত মৌরিন
চিলেকোঠা- শব্দটাই কেন যেন ভাল লাগে।ভরদুপুরে কিংবা নিঃসীম অন্ধকার রাতে…শুনশান নীরবতায় চিলেকোঠায় বোনা হাজারো স্বপ্ন,শৈশবের লুকোচুরি খেলারর দিনগুলো সব মিলেমিশে থাকে চিলেকোঠায়।
ভাল লাগল খুব কবিতাটি… 🙂
তাপসকিরণ রায়
আপনার মনের মাঝে ভাবনা কবিতাকে ফিরে দেখেছেন–এটাই কবিতার সার্থকতা–অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে আসলেন সুন্দর একটি কবিতা নিয়ে।
তাপসকিরণ রায়
সুন্দর কথা শুনে ভাল লাগল–অনেক ধন্যবাদ।
পুষ্পবতী
চিলেকোঠা নিয়ে কবিতা ভালো হয়েছে। -{@
তাপসকিরণ রায়
ধন্যবাদ জানবেন–