চিলেকোঠা

তাপসকিরণ রায় ৫ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ১১:২৭:১৯পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

চিলেকোঠার স্বপ্নগুলি

আধ অন্ধকারে ভেসে যাচ্ছে–

সিঁড়িগুলির ধীর পায়ে পায়ে উঠে আসা–

ছায়াগুলি ছুঁয়ে আছে অন্য ছায়ায়।

এখনও লুকোনো কার্নিশ ঘেঁষে,

সেই হাত পা ছুঁয়ে আছে শৈশব,

চিল উচ্চতার ভাবনাগুলি একান্ততা খোঁজে–

ফিরে আসার ভাষ্যগুলি চুপচাপ শুয়ে আছে

২২১২জন ২২১২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ