প্রেমিকার চুম্বন চাই না।
চাই এক কাপ ধোয়া উঠা চা।
চুম্বন পেলে আবার পেতে ইচ্ছে হবে,
একবার পেলে বারবার পেতে ইচ্ছে হবে।
প্রেমিকার স্পর্শ চাই না।
চাই অবিরত বৃষ্টি,
জোড়া শালিকের অনুভব করা দৃষ্টি
আর কচুপাতার ঝড়া ‘প্রকৃতির সৃষ্টি।
আমার বুকে তোমার নিশ্বাস চাই না।
চাই ছাতিফাটা রোদ,
পায়ে পিচগলা লেগে হোক বোধ
নেই বাধা,নেই আজ অবরোধ।
শুধু চাই শ্রাবণের শেষ বৃষ্টির রাত
চাই শুধু তোমার ও দু’চোখ
তাই আজ করবো না,
কোন অতৃপ্ত অনুরোধ।
২১.০৬.১৬
-ইয়াসির রাফা।
১৬টি মন্তব্য
সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে
প্রিয় ব্লগার, আপনি এখানে নতুন, তাই সোনেলার নীতিমালা পড়া উচিৎ আপনার। নীতিমালার ধারাঃ ৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।
নীতিমালা এখানে পড়ুন > https://sonelablog.com/tac/
নিজে লেখুন, অন্যদের লেখা পড়ুন। শুভকামনা, শুভ ব্লগিং।
ইয়াসির রাফা
ধন্যাবাদ। আসলে অনেক কিছুইই শিখতে হবে আমাকে।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
সোনেলায় স্বাগতম,
নিজে লেখুন, অন্যদের লেখা পড়ে লেখককে উৎসাহিত করুন।
ইয়াসির রাফা
ধন্যাবাদ।
ব্লগে নতুন আমি।
আশা করি ভূল ত্রুটি ক্ষমা করবেন।
শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
নতুন হলেও এখানের সবাই আন্তরিক।
যে কোন কিছুর জন্য আপনি যে কারো পোষ্টে মন্তব্য করে প্রশ্ন করবেন, কেউ না কেউ আপনার উত্তর দিয়েই দেবেন।
শুভেচ্ছা আপনাকেও -{@
ইয়াসির রাফা
অনেক অনেক ধন্যাবাদ।
ইঞ্জা
দারুণ লিখণ, সোনেলায় স্বাগতম। 🙂
ইয়াসির রাফা
ধন্যাবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
ভালো লিখেছেন।
স্বাগতম সোনেলায়। জিসান ভাই এর মতই একই কথা বলব, লিখুন, পড়ুন।
ইয়াসির রাফা
ধন্যাবাদ ভাইয়া। শুভেচ্ছা নিবেন।
মোঃ মজিবর রহমান
ভাল লাগলো অনুভুতি গুলো প্রকাশের জন্য।
শুভেচ্ছা অবিরত।
ইয়াসির রাফা
ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা।
লীলাবতী
স্বাগতম সোনেলায় -{@
প্রথম কবিতায় বুঝিয়ে দিলেন যে আপনি ভাল লেখেন। নিয়মিত লেখুন, সহ ব্লগারদের লেখা পড়ুন।
ইয়াসির রাফা
হাহা।
অনেক ধন্যাবাদ।
শুভেচ্ছা রইলো।
নীলাঞ্জনা নীলা
সোনেলায় স্বাগতম।
পড়ুন
লিখুন
মন্তব্য করুন
নিজে উৎসাহিত হোন এবং অন্যকেও উৎসাহিত করুন।
ইয়াসির রাফা
অনেক অনেক ধন্যাবাদ।