সাধু ধ্যানে বসে আমাবস্যায়
আমি বসেছিলাম ভরা পূর্নিমায়,
যৌগাসনে মুদিনু নয়ন
ভেসে উঠে গত চন্দ্রের যৌবন।
পাশাপাশি তুমি আমি,
হাতের উপর হাত,
চন্দ্র তখন নিমিত এলো স্বর্নালী প্রভাত,
কত সময় কেটে গেলো,
তবু মনে হল কিছুক্ষণ
এবারের প্রথম ধ্যানেও আমার হয়নি ব্যাতিক্রম।
ধ্যান টা হয়েছিলো ত্রুটি ছাড়া
এসেছিলে কল্পনায় বাস্তব হারা,
তবু ধ্যানে পেয়েছি আমি সুখ স্বর্গের ছোয়া
কাটিয়েছি সময় আপন করেছি মায়া।
যদি পূর্নিমা ছেড়ে,
তোমার হাত খানি স্পর্শ করি আমাবস্যার রাতে,
জেনে রাখো বন্ধু, সাধু হবো
যাব সাধুসঙ্গে,
সন্যাসী এ জীবন করবো পার
তোমার হাত ছোয়ার ঢংগে।
আর যদি কভু আসো ফিরে
অর্ধচন্দ্রের মাসে,
অর্ধচন্দ্রাসন এ যোগী হবো
আহার নিদ্রা ছেড়েই দেবো
ব্রতচারী হবো তোর জীবনে।
আর যদি কোনো কালে,
না আসিস ফিরে
ধংসাত্মক হবো আমি
শীতলক্ষ্যার তীরে।
জলে জ্বলবে আগুন,
ডাঙ্গায় বাচবে মাছ
বন গুলো সব মরুভূমি হবে
চাতকিনী অন্ধ হয়ে যাবে তবু মেঘ হবেনা আর.
হয়তো কল্পনায় আমি করবো ছাড়খার।
যদি ফিরে আসিস কোনো সাধারণ দিনে,
তোকে দেবী বানাবো আমি,
পূজা করবে সকল প্রেমিক,
আফ্রোদিতি তুই
ছলনাময়ী বিভত্স শিকারি
আফ্রোদিতি তুই
আমার ভালোবাসার দেবী
১৪টি মন্তব্য
প্রহেলিকা
বরণের প্রস্তুতি নিন, এবার না এসে আর উপায় নেই। মাঝখানে হুমকি বেশ হয়েছে।
হৃদয়ের স্পন্দন
কিছু হুমকি না দিলে কেমনে? আসুক মজা দেখাবো
স্বপ্ন নীলা
সুন্দর আর সাবলীল
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ, পড়ার জন্য
শুভেচ্ছা নিবেন
অরণ্য
ভাল লাগলো। একটা লাইন মনে পড়ছে, অনেক প্রাচীন – “নষ্ট হতে চাই নতুবা তোমাকে”।
হৃদয়ের স্পন্দন
নষ্ট হওয়া প্রয়োজন ছিলো পারলাম না
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আর যদি কোনো কালে,
না আসিস ফিরে
ধংসাত্মক হবো আমি
শীতলক্ষ্যার তীরে।
চমৎকার অনুভূতি তবে শীতলক্ষ্যা কেনো সেতো শীতল। -{@
হৃদয়ের স্পন্দন
শীতল শীতলক্ষ্যার বুকে কজন আগুন জ্বালাতে পারে, আমি চেয়েছি :p শুভেচ্ছা জানবেন ভাইয়া
শুন্য শুন্যালয়
সাধু অমাবস্যায় ধ্যানে বসে, কিন্তু কি ভাবে? আমার কিন্তু এখন সেই চিন্তাই হচ্ছে।
সাধুকে রেগে গেলে হবেনা, হতে হবে শান্ত। শুধুই ফিরে পাবার ধ্যান। ভালো লেগেছে কবিতা… 🙂
হৃদয়ের স্পন্দন
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে, সাধু ধ্যানে বসে কি করে জানিনা, সাধুসঙ্গে যেতে হবে যদি কিছু পাই
ভালো থাকুন
মেহেরী তাজ
ভালো লেগেছে ভাইয়া (y)
হৃদয়ের স্পন্দন
জেনে আমারো ভালো লাগছে,
মরুভূমির জলদস্যু
চন্দ্রবন্দনা ভালো হয়েছে।
হৃদয়ের স্পন্দন
শুনে ভালো লাগলো জলদস্যু