একটি বেজোড় রেণুতে,
এক বিন্দু বৃষ্টি
এক ছটা কাঁদা
এক ফালি মেঘ
এক চিমটি ধুলো।
একটি পা মাড়ায়,
একটু নিখাদ বাতাস
একটু উপাদেয় খনিজ
একটু খানি আলো
একটু বাঁচতে চায়।
একটি চড়ুই তারপর,
একবার বয়ে নেয়
একটি আরো রেণু
একের অধিক রেণু
একটি কুটির গড়ায়।
একদল তরুণের প্রবেশ,
একটি লোলুপ নিশানা
একটি চড়ুই বক্ষ
একটি আরো চড়ুই
একটি চড়ুই ভাতি।
একটি আদিম চক্র,
একটি রেণু সৃষ্টি
একটি রেণুর নাশ
একটি ঘায়েল চড়ুই
একটি তরুণে উল্লাস।
একটি শকুন ওড়ে
একটি তরুণের লাশ।
১৫টি মন্তব্য
ইমন
বাহ! খুব ভালো লিখেছেন। স্পেশালী শেষের প্যারাটা। 🙂
সাবরিনা
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
নিজের জন্য দুঃখ হয়, কেন কবি হলাম না?
নিদেন পক্ষে একজন কাব্য প্রেমিক
এত সুন্দর সুন্দর শব্দের বুনন তাহলে বুঝতে পারতাম (y)
সাবরিনা
এর আক্ষরিক ব্যাখ্যাটা খুব সোজা। আমি চেষ্টা করছি বুঝিয়ে দিতে।
এটি অনেকটা Ecological Pyramid এর মত। এখানেও উৎপাদক রূপী রেণু, প্রাইমারি খাদক হিসেবে চড়ুই, সেকেন্ডারি খাদক রূপে তরুণ ও সর্বোচ্চ খাদক হিসেবে শকুনকে দেখানো হয়েছে। এই উর্ধ্বমুখী খাদ্যস্তর দ্বারা সমাজের অতি নিম্নস্তর থেকে শুরু করে মধ্যস্তর ও অতি উচ্চস্তরের মানুষে মানুষে বৈষম্যের দিকটি দেখানো হয়েছে।
সীমান্ত উন্মাদ
শব্দ চয়নে বেশ ভালই লিখেছেন। অনেক অনেক ভাললেগেছে।
শুভকামনা জানিবেন নিরন্তর।
সাবরিনা
ধন্যবাদ আপনাকে 🙂
নীলাঞ্জনা নীলা
কি বলবো!
অসাধারণেরও থেকেও অসাধারণ।
ভাবনার বিস্তৃতি
দারুণ সৃষ্টি।
লিখুন আরোও আরোও আরোও এমন লিখুন। -{@ (3
সাবরিনা
চেষ্টা করেছি রে একটু আপু। পাশে পেয়ে ভালো লাগছে।
প্রহেলিকা
ব্যাখ্যা না পাইলেতো মাথার ভেতরে নিয়া ঘুমাইতেই কষ্ট হতো। শিখি শিখি
সাবরিনা
শিখাশিখির টানে কাছে আনে। ব্যাখ্যার জন্য ঘুমে ব্যাঘাত ঘটবে আপনার। এইটা আমি হতেই দিব না। \|/
মেহেরী তাজ
সুন্দর শব্দ চয়ন
গভীর ভাবার্থ
ভালো কবিতা। -{@
আফসোস আমি কবি নয়। 🙁
সাবরিনা
ধন্যবাদ। তবে আমিও কবি না। ছন্দ টন্দ মেলাতে পারি না তো। ;(
শুন্য শুন্যালয়
Echological pyramid বাহ বেশতো আপনার ভাবনা বিস্তৃতি। খুব সুন্দর, পড়তেও মিষ্টি লাগলো।
সাবরিনা
চেষ্টা করলাম আরকি। ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
‘সাইকেল অফ লিভিং লাইফ’ দারুণ -{@