চড়ুইভাতি

সাবরিনা ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ০৪:৫৩:৩৮অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

একটি বেজোড় রেণুতে,
এক বিন্দু বৃষ্টি
এক ছটা কাঁদা
এক ফালি মেঘ
এক চিমটি ধুলো।

একটি পা মাড়ায়,
একটু নিখাদ বাতাস
একটু উপাদেয় খনিজ
একটু খানি আলো
একটু বাঁচতে চায়।

একটি চড়ুই তারপর,
একবার বয়ে নেয়
একটি আরো রেণু
একের অধিক রেণু
একটি কুটির গড়ায়।

একদল তরুণের প্রবেশ,
একটি লোলুপ নিশানা
একটি চড়ুই বক্ষ
একটি আরো চড়ুই
একটি চড়ুই ভাতি।

একটি আদিম চক্র,
একটি রেণু সৃষ্টি
একটি রেণুর নাশ
একটি ঘায়েল চড়ুই
একটি তরুণে উল্লাস।

একটি শকুন ওড়ে
একটি তরুণের লাশ।

৬৫৫জন ৬৫৩জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ