নির্জলা বারান্দায় রোদ নেই,
তবুও তাতে ঢলে পড়ে যকৃৎ,
বাস , ট্রেন,দৌড়- ঝাঁপ,
ক্লান্তি আর বিবর্ণ প্রতীক্ষা,
যাই হোক,
তুবও দিলে নাকো একখানা এঠো হাত!
বাইনোমিয়াল ধোঁয়ায় চোখ গলে
জবা লাল,
খসে পড়ে দুই বর্ণের ভাত!
দেওয়ালে আলপিনে হ্যাং করে,
ফ্রেমে ভাঙা দরজার বিশ্বাস!
এক গোয়ালে দুই গরু গ্রীষ্ম,
বর্ষা,আত্ম-লীন নোনা ভরসা!
চাকা ,ডেস্কটপ, উরু-দ্বয়ের যুগ্ম
সন্ধি,উচু নিচু,আস্তিক নাস্তিক,
কাম সমকাম প্যারালাল পথে হাঁটে ত্রিকাল দর্শি…
ব্যারিকেড মোহনায়,
ভায়োলিনে জেগে ওঠে সুর,পাড় ঘেঁষে,
বেড়ে ওঠে পাতিত জলের সাত সমুদ্দুর…
@বাড়ি,
তারিখ-১২/০৭/১৩
সময়-১১ঃ২৬ দুপুর
৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বেশ কয়েকদিন পর আপনার কবিতা পড়ে
আনন্দিত হলাম ।
বনলতা সেন
আপনার লেখা বেশ কঠিন লাগে ।
মিসু
অনেক দিন পর পর লেখা কেনো ? ভালো লেগেছে খুব । (y) -{@
এজহারুল এইচ শেখ
Bisad
হতভাগ্য কবি
খুব ব্যাস্ত নাকি ভাইয়া? আত্ম-লীন নোনা ভরসা নিয়েই বেঁচে আছি। চমৎকার লেগেছে
জিসান শা ইকরাম
এজাহারুল সব সময়ই ভালো লিখেন 🙂
ব্লগার সজীব
খুব ভালো লাগলো (y)