
শীতের খেজুর রস,
দেখলে কে না হয় খুশিতে
চঞ্চলা সরস?
থাকলে সাথে মুড়ি,
আর কি খাটে কথার মাঝে
হিমের জারি-জুরি!
খুব সকালে দেয় যদি মা
গরম ভাপার থালা,
আর কে থাকে কালা?
লালি যদি দেয় খুলে তার
গন্ধে মনের তালা?
রসে ডোবা চিতই পিঠা
খায় যদি বা খুকি,
সূর্য কি রয় লুকি!
’আয় রোদে আয়’ ছোট্ট সোনা
দেয় সে ডেকেই উঁকি!
গ্রামীণ শীতের ভোর,
এমনি ভাবেই রোজ খুলে তার
শিশির ঝরা দোর!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা শীত উষ্ণ শুভেচ্ছা রইল
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
রসের পিঠা আর খেজুর রসের কথা মনে করিয়ে দিলেন।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
শীতের সকালের জয়গান খুব মিষ্টি ছন্দে লিখে গেলেন ধন্যবাদ ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল মজিবর ভাই সুন্দর মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল অবিরত শুভেচ্ছা।