charulota

অসামাজিক হয়ে বাচা বড্ড গোলমেলে –
আমি তো অসম্ভব দুরত্ব পেরিয়ে যেতে পারি নিমেষ মাত্রে,
ব্যাক্তিগত স্বর্গের কাছাকাছি যেতে পারি আলোকবর্ষসম দুরত্ব পেরিয়ে
ভেঙে দিতে পারি চাইলেই সামাজিক আটপৌড়ে ব্যবহার ,তুচ্ছ রীতিনীতি সকল
তোমার অশ্রুজলের সাথে মিলিয়ে দিতে পারি আমার দুঃখ নোনাজল ।

– কিংবা দিতেই পারি, সরু পাড়ের নীচের উঁকি দেয়া পদযুগলে
আমার উষ্ণ নিঃশ্বাস , সৃষ্টি ও ধংসের একাকার পরশ
সে আমার শ্রেষ্ঠ সময় হবে –
যখন শরীরের কৌটায় বন্দী ভোমরার ,
এলাচগন্ধা শ্বাসবায়ুর কথা মনে পরে যাবে।

– সে বরং সামাজিক নিয়মেই বাঁচুক
আমি থাকি তার গোপন উল্লাস আর দুঃখের যুগলবন্দীতে।

৬০৬জন ৬০৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ