তিন মোহনার জীবন আমার
কষ্টে কষ্টে করলাম পার
ওপারেতে দোজখের ভয়
কেন তুমি দেখাও আবার
কবরেতে আজাবের ভয়
হাসরেতে সূর্য তাপ
কী করিলে মিটবে বল
বিধি তোমার মনস্তাপ
তোমার সৃষ্টি পুড়বে তুমি
কষ্ট কী আর বল আমার
বানাইলা মানব রতন
সেজদা দিল ফেরেস্তা
কোন কারণে করবে তুমি
আবার তারে শায়েস্তা
দিশে পায় না রকিব লিখন
আজব তোমার প্রেম লীলার
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন লাগলো ভাই
আপনার গানের তুলনা নাই
শুধু একজন সুরকার চাই
আমার চেনা জানা কেউ নাই 🙁
রকিব লিখন
ধন্যবাদ জিশান ভাই।। আমার গানগুলো আপনার ভাল লাগার জন্য আমি গর্বিত।। (3
খসড়া
দারুন লাগলো , লেগে থাকুন একদিন সফল হবেন।
রকিব লিখন
দোয়া করবেন।। (3
আদিব আদ্নান
দেহ তত্ত্ব নাকি !
কথাগুলো বেশ ।
রকিব লিখন
বাউল গান।। দেহতত্ত্বের ছোয়া আছে।। (3
শুন্য শুন্যালয়
অনেক দারুন কথা গানগুলোর লিখন ভাই …কবে যে শুনবো !!!
রকিব লিখন
আপনাদের প্রেরণা আমার আগামীর যাত্রার শক্তি হোক।।
তাপসকিরণ রায়
সাধারণ কথায় লেখা গান– ভাল লাগল।
রকিব লিখন
ধন্যবাদ ভাই।।