শুধু জেনে রেখো তুমি স্তম্ব হয়ে না দাঁড়ালে
আমার সামনে পেছনে পাশে , ডানে অথবা বায়ে
আমি এলোমেলো হয়ে যাই
প্রগাড় যুক্তির সামনে
প্রগাড় বাস্তবতার সামনে ।
শুধু জেনে রেখো তুমি ছায়া হয়ে না দাঁড়ালে
আমি পুড়ে যাই গ্রীষ্মে , হেমন্তে , বসন্তে , শীতে
আমি ক্ষয়ে ক্ষয়ে যাই
অনুভবের দহনে
ফাল্গুনী আহবানে ।
শুধু আমাকে তুমি চিনে রেখো
তোমার নিজের মতো করে
শুধু আমাকে তুমি ঢেকে রেখো
তোমার মমতার আঁচলে
আমার আর কিছু নেই
আমার নিজের কিছু নেই
তুমি ছাড়া
তুমি ছাড়া
একটা স্বপ্ন একটা আকাশ ছুঁয়ে গেছে
একটা দৌড় তেপান্তর ছুঁয়ে গেছে
কবিতা হয়ে
তোমার স্পর্শে ।
উৎসর্গ – আশিক ভাই
উনি অনেক দিন ধরেই বাংলা হারিয়ে যাওয়া ব্যান্ড গান গুলো নিয়ে কিছু করার চেষ্টা করছেন । যারা বাংলা ব্যান্ড গান ভালবাসেন তাঁরা ফেসবুকে https://www.facebook.com/AshikMusic এই লিঙ্কে গেলেই পাবেন পেজটা ।
৪টি মন্তব্য
রিমি রুম্মান
সুন্দর লেখা… এটা গান হলেও মন্দ হবে না…
প্রিন্স মাহমুদ
শুভেচ্ছা আপু আপনাকে
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা।। এই পেজটা লাইক আছে আমার, ভালো লাগে তাদের কাজ।।
উৎসর্গের মানুষকে শ্রদ্ধা …
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ