গনতন্ত্রের মানে কি?
জনগনের শাসন।
হয় যদি তাই
তবে কেন হবে একাংশের সরকার?
তাই হয়েছে গঠিত
নির্বাচিত প্রতিনিধিগনের
সরকার ।
পাবে জনতার হাততালি
হয় যদি সুশাসন।
আর তা না হলে
যেতে হবে ডাস্টবিনে
পরিনত হয়ে নর্দমার কিট।
এখানে একাংশ বলতে একদলীয় শাসন মানে নির্বাচনে জয়ী হয় এক দল তাহলে এক দল মানে একাংশের সরকার আর বহুদলীয় মানে যারা বিভিন্ন দল থেকে নির্বাচিত তাঁরা সম্মিলিত সরকার গঠনই হবে জনগনের শাসন।
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
শান্তি চাই , তা যে কোন কিছুর বিনিময়ে হলেও ।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন।
ছাইরাছ হেলাল
বই এবং বাস্তবতা মেলাতে পারছি না ।
অপেক্ষা করতেই হচ্ছে ।
শুন্য শুন্যালয়
রাজনীতির চালে গণতন্ত্র বেচাল…
হতভাগ্য কবি
গণতন্ত্রের আয়ু কামনা করছি