বলেছিলাম তোমাকে লিখবো খুব শীঘ্রই—তাই আজ থেকেই শুরু করলাম তোমাকে চিঠি লিখা—চিঠির শুরুতে সম্বোধন-এমনকি নানা উপমাও থাকে—কিন্তু আমি কোনো কিছু ছাড়াই শুরু করলাম তোমাকে লিখা—কারণ তোমার জন্য আমি কোনো উপমাই খুঁজে পাচ্ছি না—কি বলে সম্বোধন করি বলো?—প্রথমে তোমার ১টা নাম রাখা দরকার কি বলো?—না ১টা না-প্রতিটা মানুষেরই ২টা নাম থাকে—তাই তোমার জন্যও ২টা নাম দরকার—বুদ্ধু আর ড্যামিশ—এই ২টা নাম কেমন বলোতো?—আমার খুব পছন্দ হয়েছে নাম ২টা—আমি তোমাকে এই ২টা নামেই ডাকবো—
জানো বুদ্ধু আজ আমার মনটা অনেক খারাপ কোনো এক অজানা কারণে—আর এমনটা আমার প্রায়ই হয়—আর যখনি আমার মনটা খারাপ থাকে তখন আমি অন্ধকারে বারান্দায় বসে ঐ দূর আকাশের সপ্তর্ষিদের সাথে অনেক কথা বলি—কিন্তু আজ আমাদের এইখানে ঝুম বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে—এখনোও হচ্ছে—তাই আজ আর সপ্তর্ষিরা নেই আকাশের বুকে—হয়তো আছে-কিন্তু আমার চোখে ধরা দিচ্ছে না—যখনি অজানা কোনো কারণে আমার মনটা খারাপ থাকে তখন তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে—কিন্তু সেটাতো সম্ভব না—তাই এখন থেকে যখনি মন খারাপ থাকবে তোমাকে আমি চিঠি লিখবো—কারণ আমার মন ভালো করার একটা সহজ উপায় হচ্ছো তুমি………..
জানো আমি অনেকগুলো খাম বানিয়েছি—আর সুখ সেগুলোতে রেইনবোউ কালার করে দিয়েছে—তোমাকে আমি যখনি কোনো চিঠি লিখবো—সেগুলো আমি রেইনবোউ খামে করে অজানা ঠিকানায় পোষ্ট করে দিবো—আর তার ১টা কপি আমার এফবি নামক ডায়েরীতে স্মৃতি করে রাখবো…………….
আরো অনেক কিছু লিখতে ইচ্ছে করছে তোমাকে—কিন্তু আমিতো তোমাকে শুধু ১টা চিঠি লিখবো না—আরো অনেক লিখবো—
ভালো থেকো ড্যামিশ————
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)
৪৮টি মন্তব্য
মেহেরী তাজ
খেয়ালী মেয়ের চিঠি পড়লাম। খুব আবেগ আর মমতা দিয়ে লিখেছেন বুঝা যাচ্ছে। লিখুন আপনার ড্যামিশকে এমন অনেক চিঠি। খেয়ালী মেয়ের আবেগকে আমরা একটু বুঝি। ঈদের শুভেচ্ছা।
খেয়ালী মেয়ে
মনটা যখনি খারাপ হবে তখনি লিখে ফেলবো ড্যামিশকে–
ঈদ শুভেচ্ছা আপনার জন্যও রইল—
হাসি আর আনন্দে কাটুক ঈদ—
হিলিয়াম এইচ ই
আবেগের ধারণা নেবার চেষ্টায় নিয়োজিত।
ঈদ মোবারক 🙂
খেয়ালী মেয়ে
চেষ্টা চালিয়ে যান——
ঈদ মোবারক 🙂
হাসি আর আনন্দে কাটুক ঈদ—
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
অজানা অচেনা কাউকে অজানা ঠিকানায় চিঠি লেখা কিন্তু কঠিন
একজনকে কল্পনা করে লিখতে হয়
সেই কঠিন কাজে হাত দিয়েছেন আপনি।
রেইনবো কালারের খামে ভরা চিঠি আরো পড়তে চাই।
শুভ কামনা
ঈদ মুবারক।
খেয়ালী মেয়ে
মনটা যখনি খারাপ হবে তখনি লিখে ফেলবো ড্যামিশকে–
তারপর সেটা রেইনবো খামে করে অজানা ঠিকানায় পোস্ট করে দিবো-
ঈদ মোবারক-
বনলতা সেন
বুদ্ধু আর ড্যামিশ কে সহ আপনাকে ঈদের শুভেচ্ছা।বেশ আবেগি চিঠি। আমরাও চিঠির ভাগ পাচ্ছি এতেই আনন্দিত।
খেয়ালী মেয়ে
ঈদ মোবারক–
হাসি আর আনন্দে কাটুক ঈদ 🙂
নাটোর শূন্য কিলোমিটার
বাহ রে বা ! আমি অনেক দিন থেকেই কিছু চিঠি লিখব ভাবছিলাম , তার আগেই আপনি কাজ তা সেরে ফেলেছেন । ধন্যবাদ । ভালো থাকবেন । ঈদ মুবারাক
খেয়ালী মেয়ে
আমিতো আমার ভাবনা থেকে লিখেছি, আপনিও লিখে ফেলুন যা ভাবছেন..
ঈদ মোবারক–
হাসি আর আনন্দে কাটুক ঈদ 🙂
নুসরাত মৌরিন
খুব সুন্দর চিঠি।
অজানার ঠিকানায় লেখা চিঠি আরো বেশি বেশি সোনেলায় নিয়ে আসুন।
শুভ কামনা।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ,সেই সাথে ঈদ মোবারক..
স্বপ্ন
বুদ্ধু নামটা জোস হয়েছে। শুধু মন খারাপ হলে চিঠি কেনো লিখবেন আপু? মন ভালো হলেও লিখতে হয়। নিজের সব কিছু জানাতে হয় প্রিয় মানুষকে। মন খারাপ হওয়া আপুটাকে যেনো দেখতে পাচ্ছি চিঠিতে। মন ভালো হয়ে যাক। নিয়মিত চিঠি চাই।
খেয়ালী মেয়ে
নামটা পছন্দ করার জন্য ধন্যবাদ..আর চিঠি আমি লিখবই কারণ চিঠির প্রতি আমার দারুণ দূর্বলতা রয়েছে………
ঈদ মোবারক 🙂
মিজভী বাপ্পা
হৃদয় ছুঁয়ে যাওয়া লেখনি। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক
খেয়ালী মেয়ে
ঈদ মোবারক–
ব্লগার সজীব
আ্মাকে নিয়ে কেউ কোনোদিন কিছু ভাবেনি, কেউ কোনোদিন আমাকে চিঠিও দেয়নি। এমন চিঠি, এমন করে কেউ ভাবলে আমাকে নিয়ে তাঁর জন্য আমি মরে যেতেও রাজী। অজানা বুদ্ধুর কাছে পাঠানো আপনার পরবর্তি চিঠি পড়ার অপেক্ষায় আছি আপু। ঈদের শুভেচ্ছা।
খেয়ালী মেয়ে
আমাকে নিয়েও কেউ কখনো এমন কিছু ভাবেনি,কেউ আমাকে কখনো চিঠিও লিখেনি..এই একটা জিনিসের খুব অভাববোধ করি..
ঈদ মোবারক–
হাসি আর আনন্দে কাটুক ঈদ 🙂
ব্লগার সজীব
হাসি আনন্দের মাঝে আপনিও থাকুন। আপু আমার পোষ্ট পড়ার আমন্ত্রন জানাচ্ছি
খেয়ালী মেয়ে
ধন্যবাদ আমন্ত্রনের জন্য 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ আমন্ত্রন গ্রহনের জন্য 🙂
প্রজন্ম ৭১
খুব আবেগি চিঠি। কতদিন কাউকে চিঠি দেইনা। আমরা আরো চিঠি পড়তে চাই। ঈদ মুবারক আপু।
খেয়ালী মেয়ে
কতদিন কাউকে চিঠি দেইনা-তার মানে আপনি একসময় কাউকে চিঠি দিতেন?
ঈদ মোবারক..
কৃষ্ণমানব
নীল খামের
গোলাপী পাতার
মেরুন কালির
আড়ালে হারিয়ে
যাক আমার
১৫৮ টি দ্বীর্ঘশ্বাস !!!
আজ আকাশে সপ্তর্ষীরা নেই ,, হয়ত আছে ।।
কিন্তু আমার চোখে ধরা দিচ্ছে না ।
কিছু রহস্য সবসময়ে চোখের সামনেই থাকে , তবুও অনিশ্চিয়তা , সংশয়ে অবকাশ হয় না ।
তবু ও বেখেয়ালী মন যে , অজানে হেয়ালে শুধুই খুজে …
আদৌ জানা নেই ,, কি সে চাইছে ?
কেন চাইছে ?
ভালো ভাবেই উপস্থাপন করেছেন !!!
খেয়ালী মেয়ে
নীল খামের
গোলাপী পাতার
মেরুন কালির
আড়ালে হারিয়ে
যাক আমার
১৫৮ টি দ্বীর্ঘশ্বাস !!!
কিছু রহস্য সবসময়ে চোখের সামনেই থাকে , তবুও অনিশ্চিয়তা , সংশয়ে অবকাশ হয় না ।
তবু ও বেখেয়ালী মন যে , অজানে হেয়ালে শুধুই খুজে …
আদৌ জানা নেই ,, কি সে চাইছে ?
কেন চাইছে ?
অকারণ কষ্ট পাচ্ছে..?কেনো পাচ্ছে..?কার জন্যে পাচ্ছে..?
ধন্যবাদ কৃষ্ণমানব এতো সুন্দর করে বলার জন্য………
কৃন্তনিকা
“হোয়াইট ভ্যালেন্টাইন” নামের একটি ফিল্মে একলোক কবুতরের মাধ্যমে তার মৃত প্রেমিকার উদ্দেশ্যে চিঠি দিতেন, কখনোই উত্তর আসতো না। কবুতরটি তার লেখা চিঠিই ফেরত আনত। হঠাৎ একদিন তিনি চিঠির উত্তর পান। বাকি কাহিনী বলবো না।
আপনার চিঠিটা পড়ে আমার ঐ লোকটির কথা মনে পড়ল।
অনেক আবেগী চিঠি আপনার। পড়ে মায়া হয়…
আচ্ছা, “বুদ্ধু” নাম দেওয়ার কারণ বুঝলাম। কিন্তু “ড্যামিশ” নাম দেওয়ার পিছনে কারণ কি- জানতে ইচ্ছে হচ্ছে।
ঈদ মোবরক। 😀
খেয়ালী মেয়ে
বাকি কাহিনীটুকু জানতে চাই প্লীজজজজজজজজজজজজজজজজজজজজজজজ
কেনো নাম দুটো রেখেছি সেটা আমি নিজেও জানি না–সব কিছুর নাম থাকতে হয় সেই ভাবনা থেকেই এই নামদুটো..এমনকি বুদ্ধু নামটার পেছনের কারণটাও আমি জানি না….নামদুটো মাথায় ঘুরঘুর করছিলো,ভাললাগলো,তারপর মায়া,তারপর ভালবাসা………………..আর সবচেয়ে বড় কথা আমার কন্ঠে নামদুটো দারুন শোনায় 🙂
লীলাবতী
খেয়ালী মেয়ের আরো অনেক অনেক চিঠি পড়তে চাই। প্রশ্নটি আমারো এসেছিলো, কৃন্তনিকা আপু করেছেন। ড্যামিশ কেনো ? মন শান্ত হোক আপু। ঈদের শুভেচ্ছা।
খেয়ালী মেয়ে
কেনো নাম দুটো রেখেছি সেটা আমি নিজেও জানি না–সব কিছুর নাম থাকতে হয় সেই ভাবনা থেকেই এই নামদুটো..এমনকি বুদ্ধু নামটার পেছনের কারণটাও আমি জানি না….নামদুটো মাথায় ঘুরঘুর করছিলো,ভাললাগলো,তারপর মায়া,তারপর ভালবাসা………………..আর সবচেয়ে বড় কথা আমার কন্ঠে নামদুটো দারুন শোনায় 🙂
ঈদের শুভেচ্ছা আপনার জন্যও রইল…
সীমান্ত উন্মাদ
আবেগি চিঠিতে উন্মাদীয় ভাললাগা
খেয়ালী মেয়ে
ধন্যবাদ-
কৃষ্ণমানব
হা হা হা ।
তেমন কিছু নয় ।
খেয়ালে আছি তাই বলতে পেরেছি …
আরেকটা হেয়ালী চিঠির প্রত্যাশায় রইলাম ,,
অণ্য কোন লেখা থাকলেও তার আগে আমার জন্যে হলে ও জলদি আরেকটি এরকম চিঠি খুজছি ।।
আশা করি , প্রত্যাশাটুকু পূরণ করতে সক্ষম হবেন !!!
পাশে থাকুন ।
খেয়ালী মেয়ে
হুমমমম খুব তাড়াতাড়িই দ্বিতীয় চিঠি পোস্ট করবো…………
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
তিনবার পড়লাম চিঠিটি। শুধু কল্পনায় এমন চিঠি লেখা যায় ! বিশ্বাসই হতে চাচ্ছে না আপু। আপনি খেয়ালি এবং আবেগি মেয়ে 🙂
খেয়ালী মেয়ে
ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য,,,,,আমি আসলেই অনেক বেশী আবেগি,অনেক বেশী খেয়ালী……
বন্য
স্বপ্নীল চিঠিতে আর একটু আবেগ চাই যদিও এই চিঠি পড়তে খারাপ লাগেনি, তবে পরের চিঠিগুলো আরো ভাল হবে আশা করছি।
খেয়ালী মেয়ে
দেখা যাক কি হয় পরের চিঠিতে-
ব্লগার সজীব
আমাদের খেয়ালী আপুটা গেলো কোথায় ? নতুন চিঠি পড়বো 🙂
খেয়ালী মেয়ে
মেহমান সেবায় নিয়োজিত আছি………তাই নিজের জন্য সময় বের করতে পারছি না…….বছরে ২টা ঈদেই আত্মীয়স্বজন সবার সাথে দেখা হয়,সবার একটু সেবাযত্ন করার সুযোগ হয়……..বাই দ্যা ওয়ে ঈদ কেমন কাটলো?….
ব্লগার সজীব
ঠিক আছে আপু, মেহমানদারী করুন। ঈদ ভালোই কেটেছে। আপনার ভালো কাটছে তা মেহমানদারী করেন শুনেই বুঝতে পেরেছি।
ব্লগার সজীব
হে আল্লাহ আপুর বাসা থেকে মেহমান সব বিদায় করে দাও। মেহমান থাকলে আপু বুদ্ধুর কাছে চিঠি লিখবে কি করে ? 🙂
খেয়ালী মেয়ে
আমি এসে গেছি 🙂
মোঃ মজিবর রহমান
আবেগ মাখা চিঠি,
কেউ নেই চিঠি লিখার।
শুন্য এই পাতায়।
ভাল লেখেছেন আপু।
শুভেচ্ছা অবিরত।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ,কষ্ট করে সময় নষ্ট করে পড়ার জন্য 🙂
নওশিন মিশু
তবুও তো একজন আছে যাকে এতটা আবেগ নিয়ে কিছু বলা যায়,
হোক সে বাস্তব অথবা পরাবাস্তব। খুব গুছিয়ে লিখেছেন চিঠিটা …. 🙂
খেয়ালী মেয়ে
🙂
অরণ্য
দারুন লিখেছেন। খুব ভাল লাগলো। (y)
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂