একটু সিনেমায় বাস্তব কাহিনী ফুটানো যাক 😛
সুপ্রিয় মডুদের দৃষ্টি আকর্ষণ এবং সহব্লগারদের জানানোর জন্য অভিযোগ
আমি অপেরা মিনি ব্রাউসার দিয়ে বেশ কিছুদিন নেট চালাচ্ছি, এটা থেকে পিসি ভিউ কিংবা মোবাইল ভিউ কোনোভাবেই মন্তব্যের জবাব দেয়া যায়না, সরাসরি লগ ইন ও করা যায়না,কিন্তু মন্তব্য করা যায়, নতুন ট্যাব খুলে লিঙ্ক গো করে ও লাভ হয়না
লগ ইন করার জন্য কারো পোস্ট অপেন করে মন্তব্য করার জন্য লগ ইন করুন নামে লিঙ্ক ক্লিক করা লাগে
আমি সাইরাস হেলাল ভাই, মনির হোসেন মমি ভাই সহ সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি কেননা আমি আপনাদের মন্তব্যসমূহ পড়েছি এবং খুশি হয়েছি মন্তব্য পেয়ে, পোড়া কপাল জবাব দিতে পারিনি, ইনশাল্লাহ কাল থেকে পিসি :8 কোনো ঝামেলা নাই কাল থেকে ফিরবো সাথে আসছে যাযাবর….
আরেক কথা ভাই আর আপুরা
আমি সত্যি যাযাবর না, নিছক বানানো কিছু লেখছি, বানান ভুল যেমন তেমন সেটা যে অখাদ্য সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই
তবু যে পড়ছেন এতে আমি আনন্দিত নই শুধু তার সাথে গর্বিত
শুভ কামনা রইলো
১৩টি মন্তব্য
কৃষ্ণমানব
আমি ও ক্ষমাপ্রার্থী । কেণনা আমি ঐ দলের লোক. .
Opera mini via mobile…
হৃদয়ের স্পন্দন
😀
ছাইরাছ হেলাল
আমরা অপেক্ষা করব।
হৃদয়ের স্পন্দন
ফিরেছি
ব্লগার সজীব
অপেরা মিনি দিয়ে আমি সবই করতে পারি। সেটিংস এ গিয়ে মোবাইল ভিউ অফ করে দিলেই ফুল সাইট।
হৃদয়ের স্পন্দন
আমরা ভাই 🙁 গরীব মানুষ মেগাবাইটের দিকেও একটু নজর দিতে হবে তো
শুন্য শুন্যালয়
যাযাবরের জন্য অপেক্ষা করেই আছি।
হৃদয়ের স্পন্দন
পোষ্ট করেছি
শিশির কনা
আচ্ছা আচ্ছা ক্ষমা করে দিলাম, এবার কিছু খাওয়ান 🙂
হৃদয়ের স্পন্দন
কি খাবেন?
খেয়ালী মেয়ে
ক্ষমা মহত্বের লক্ষণ,তাই ক্ষমা করে দেওয়া হোক 🙂
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
যতটা জানি, সোনেলায় পাঁচটা মোবাইল থিম ব্যবহার করা হয়, যাতে যে কোন মোবাইল দিয়ে সব কাজ করা যায়। এখানে অনেকেই কিন্তু মোবাইল দিয়ে পোষ্ট, কমেন্ট, জবাব দিচ্ছেন।
মডুদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।