ক্ষমা প্রার্থী

হৃদয়ের স্পন্দন ১৬ নভেম্বর ২০১৪, রবিবার, ১১:৩৭:১৫অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

একটু সিনেমায় বাস্তব কাহিনী ফুটানো যাক 😛
সুপ্রিয় মডুদের দৃষ্টি আকর্ষণ এবং সহব্লগারদের জানানোর জন্য অভিযোগ
আমি অপেরা মিনি ব্রাউসার দিয়ে বেশ কিছুদিন নেট চালাচ্ছি, এটা থেকে পিসি ভিউ কিংবা মোবাইল ভিউ কোনোভাবেই মন্তব্যের জবাব দেয়া যায়না, সরাসরি লগ ইন ও করা যায়না,কিন্তু মন্তব্য করা যায়, নতুন ট্যাব খুলে লিঙ্ক গো করে ও লাভ হয়না
লগ ইন করার জন্য কারো পোস্ট অপেন করে মন্তব্য করার জন্য লগ ইন করুন নামে লিঙ্ক ক্লিক করা লাগে
আমি সাইরাস হেলাল ভাই, মনির হোসেন মমি ভাই সহ সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি কেননা আমি আপনাদের মন্তব্যসমূহ পড়েছি এবং খুশি হয়েছি মন্তব্য পেয়ে, পোড়া কপাল জবাব দিতে পারিনি, ইনশাল্লাহ কাল থেকে পিসি :8 কোনো ঝামেলা নাই কাল থেকে ফিরবো সাথে আসছে যাযাবর….

আরেক কথা ভাই আর আপুরা
আমি সত্যি যাযাবর না, নিছক বানানো কিছু লেখছি, বানান ভুল যেমন তেমন সেটা যে অখাদ্য সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই
তবু যে পড়ছেন এতে আমি আনন্দিত নই শুধু তার সাথে গর্বিত

শুভ কামনা রইলো

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ