শিশুসাহিত্যিক শাহ আলম বাদশা এবং প্রখ্যাত ছড়াকার দেলওয়ার বিন রশিদের সম্পাদনায় প্রকাশিতব্য চলতি সংখ্যায় লিখতে আগ্রহীগণ আগামী ৫ জুলাইয়ের মধ্যে গল্প-প্রবন্ধ, ছড়া-কবিতা, রম্য, বই আলোচনা ইত্যাদি লেখা পাঠান নিম্ন ঠিকানায়–
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
লিখতেই তো পারিনা তবে পড়তে পারি 🙂 লিন্ক দেয়া যাবে ভাইয়া?
শাহ আলম বাদশা
এখন কাজ চলছে—অফলাইন-প্রকাশ হলেই এখানে লিঙ্ক দেয়া হবে।
জিসান শা ইকরাম
ক্রন্দসী সাহিত্য পত্রিকা কি অনলাইন ? অন লাইন হলে আমাদের সোনেলাকে নিয়ে একটা লেখা দিয়েন সেখানে ভাই ।
শাহ আলম বাদশা
সোনেলার অনেক সীমাবদ্ধতা আছে–যেমনঃ নিজপাতায় ইনবক্স বা নোটিফিকেশন থাকা জরুরি যাতে লগিন হলেই দেখা যায়–কতোটা মেসেজ আছে এবং প
ড়া যায়।
এটা না থাকায় সব পোস্টে সাঁতরাতে হয়–
যাহোক, আপনারা লেখা দিতে পারেন।
ব্লগার সজীব
ইনবক্স তো আছে সোনেলায় । নোটিফিকেশন নেই । এটি এড করার জন্য ব্লগ টিমের কাছে অনুরোধ করছি ।
শাহ আলম বাদশা
আমি খুঁজে হয়রান-ইনবক্স থাকতে হবে আমার ব্লগে বা পাতায় এবং নোটিফিকেনও সেখানেই থাকতে হবে