জানি তুমি আসবে না ফিরে
তবুও শুধু ভাবছি তোমায় নিয়ে ।
আমার মনের আকাশে
বাদল গর্জে উঠে ।
আধার রাতে বসে আমি
ভাবছি শুধু তোমায় ।
আধারের এই পথে আমি হেটে যাই ।
কিছুটা হারিয়ে আমি হয়তো তোমায় ফিরে পাই ।
জানি না কি তোমার স্বপ্ন
কিন্তু আমার স্বপ্ন তুমি ।
কত আপন তুমি ছিলে
কেন আমাকে কাদালে ।
জানি না কি অভিমানে
কেন আমায় রেখে চলে গেলে ।
জানি তুমি আসবে না ফিরে
বাসবে না ভাল এই আমাকে ।
মন কাকে যেন খুঁজে নির্ঝরতায় ।
আমার আবেগি মন শুধু তোমায় খুঁজে বেরায় ।
এই হৃদয়ের এত কাছে
ছিলে তুমি মনে কি পরে।
ছন্নছাড়া এই আমি আছি তোমার প্রতীক্ষায় ।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর
নীল প্রান্তর
ধন্যবাদ ভাইজান ।
আফ্রি আয়েশা
ভালো হইছে 🙂
নীল প্রান্তর
সত্যি আপু ?
নিশিথের নিশাচর
মনের কথা গুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছি মামু।
কিন্তু হতাশায় আর কত নিজে কে ডুবিয়ে রাখবি ???
এইবার না হয় একটু নিজের জন্য না হয় মানুষের জন্য বাঁচার চেষ্টা কর।
শুভ কামনা তোর জন্য।
নীল প্রান্তর
ধন্যবাদ মামু ।
মনের কথা গুলো কতোটুকু ফুটিয়ে তুলতে পারছি তা জানি না ।
জানি না মামু এভাবে থাকব ।
এত দিনতো মানুষের জন্য বেচে ছিলাম। এখন একটু নিজের জন্য বাচার চেষ্টা করছি ।
কৃন্তনিকা
অভিমান… বড় কঠিন অনুভূতি। ভাঙ্গতে তো সময় লাগবেই…
(y)
নীল প্রান্তর
কৃন্তনিকা আমি আপনার সাথে সহমত প্রকাশ করিলাম।
বনলতা সেন
চেষ্টায় থাকুন ।
সুবিধে হবে বলে মনে হচ্ছে না ।
নীল প্রান্তর
ঠিকই বলেছেন বনলতা সেন ।
আমিও জানি সুবিধে হবে না ।
তবুও চেষ্টা করে যাচ্ছি । -{@
মিসু
ভালো লেগেছে ভাইয়া -{@ (y)
নীল প্রান্তর
ধন্যবাদ ভাইয়া । -{@
খসড়া
আমি জানি গো জানি সে আসিবে না।
নীল প্রান্তর
আমিও জানি গো যে আর কোন দিন আসিবে না ফিরে ।
ছাইরাছ হেলাল
না আসলে না আসুক , চুলোয় যাক , সমস্যা কী ?
না এলে সূর্য্য কি পশ্চিমে উঠবে ?
নীল প্রান্তর
ছাইরাছ ভাইজান আপনার কমেন্টস পরে অনেক ভালো লাগলো ।
না আসলে না আসুক এই কথাটাই মেনে নিতে পারছি না কেন যে তা জানি না ।
তবে না আসলেও সূর্য পূর্ব দিকেই উঠবে ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
তওসীফ সাদাত
শুভ্র ভাই, আগেই পড়েছি, আবার পড়লাম 🙂 অবশ্যই বেশ ভাল লাগা এই কবিতাটির জন্য।
নীল প্রান্তর
ধন্যবাদ ভাইয়া তোমাকে রাতুল ।