ছাত্র সমাজ আজ দিচ্ছে ডাক,
কোটা প্রথার নিপাত যাক।
হঠাও কোটা সরাও সব রেশ,
মেধাবীরাই হবে আগামীর বাংলাদেশ।
স্বাধীন বাংলার মুক্ত হাওয়ায়,
চলবো মোরা সব আপন মায়ায়।
৫২ বা ৭১ এর আন্দোলন কিবা সংগ্রামে,
ভূলেনি বাঙ্গালী তখন কেপেছিলো রাজপথ গর্জনে।
দাবি হবে মোদের একটাই,
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা প্রথার ঠায় নাই।
চলবে আন্দোলন হবে অনশন আশোক হাজার বাধাঁ,
কোটার দাবি মানতেই হবে মেধাবীদের আশা।
সময় আবার এসেছে মাগো ডাকছে মোদের রাজপথ,
কোটার দাবি মিটিয়েই মোরা মা ফিরবো ঘরে এই মোদের স্বপথ।
লিখেছেন,
কবি হাসান মাহমুদ শাহাদাত
সংগ্রহ ফেসবুক মেসেঞ্জার থেকে।
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জীবন দানে দেশ স্বাধীন
তাদের দাবী ছিল দেশ স্বাধীন
বিনিময়ে দান নয় কোন
দেশকে ধ্বস্বভঙ্গ করে ন।
নিতাই বাবু
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মন্রব্যের রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা। আর এই কবিতাটা আমার নয়। এটি একজন তরুণ লেখকের লেখা কবিতা। আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে সোনেলায় দেওয়ার জন্য, তাই পোস্ট করেছি।
অতএব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ দাদা।
মোঃ মজিবর রহমান
জীবন দানে দেশ স্বাধীন
তাদের দাবী ছিল দেশ স্বাধীন
বিনিময়ে দান নয় কোন
দেশকে ধ্বস্বভঙ্গ করে ন।
কিন্তু তাদের অমর্যাদা
হয়না যেন কামনা।
নিতাই বাবু
ঠিক বলেছেন শ্রদ্ধেয় দাদা।
মোঃ মজিবর রহমান
-{@ (y)
জিসান শা ইকরাম
যে আন্দোলন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর এর উত্তরাধিকারী জামাত শিবির এর ছাত্র সংগঠন ছাত্র শিবির এর নেতৃত্বে পরিচালিত হয়, সে আন্দোলনে প্রশ্ন উঠবেই। আমি এই ধরনের আন্দোলনের বিরোধিতা করি।
মোঃ মজিবর রহমান
সবাই কি জামাত শিবির???
নিতাই বাবু
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মন্রব্যের রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা। আর এই কবিতাটা আমার নয়। এটি একজন তরুণ লেখকের লেখা কবিতা। আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে সোনেলায় দেওয়ার জন্য, তাই পোস্ট করেছি।
অতএব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ গুরু। আশা করি ভালো থাকবেন।
আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত সোনেলায় থাকার আপ্রাণ চেষ্টা করবো আশা করি। আপনার আশীর্বাদ কামনা করি।
মোঃ মজিবর রহমান
সবাই কি জামাত শিবির??? তাহলে তো ছাত্রলীগের সংখ্যা কমে যাবে দেশে।
নিতাই বাবু
না, সবাই জামাত শিবির বললে ভুল হবে দাদা। সময় সময় কথিত জামাত শিবির ছাড়াও শিবির হয়ে কাজ করে। তা একশো পার্সেন্ট প্রমাণিত।
নীলাঞ্জনা নীলা
দারুণ একটা কবিতা।
ধন্যবাদ দাদা কবিতাটি শেয়ার করার জন্য।
নিতাই বাবু
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মন্রব্যের রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা। আর এই কবিতাটা আমার নয়। এটি একজন তরুণ লেখকের লেখা কবিতা। আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে সোনেলায় দেওয়ার জন্য, তাই পোস্ট করেছি।
অতএব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ দিদি। আশা করি ভালো থাকবেন সবসময়।
আর হ্যাঁ, এই সোনেলায় আমার পোস্ট করা দুইটা পর্ব এখনও অসমাপ্ত আছে। আমি অচিরেই অসমাপ্ত পর্ব দুটো সমাপ্ত করার চেষ্টা করবো বলে আশা রাখি।
নীলাঞ্জনা নীলা
ওহ হ্যাঁ এখন দেখলাম।
ওই ভদ্রলোক নিজেই তো সোনেলায় দিতে পারতেন।
আপনার লেখার অপেক্ষায় রইলাম দাদা।
ভালো থাকুন।