আমি নির্ঘুম রাত,
আজ তোমার প্রার্থনায়,
আমি কাঁকন পড়া দু’হাত
তোমার বৃষ্টি হয়ে ঝরায়
আমি হিমাদ্রির শিখর,
তোমার ঝরনা ধারায়,
আমি সাগরের লবণাক্ত
তোমার আঁখি অশ্রু ঝরায়।
আমি মেঘমুক্ত আকাশ
তোমার মুক্ত হয়ে ওড়ায়
আমি তোমার আঁখি নিদ্রা
যখন বিধাতা সপ্ন দেখায়।
আমি নিকষ কাল রাত
যখন তুমি বস্ত্রহীনা ,
আমি সিক্ত শিশির কনা
কেন???? তুমি তা জাননা??
আমি শুভ্র বিনার ঝংকার
যখন তোমারও হাত বাজায়
আমি অবাধ্য চুলের ঝাকন
যখন বাতাস তোমায় ওড়ায় ।
আমি তীব্র ভয়ার্ত
তোমার চোখের বিভীষিকায়
আমি ছিন্ন পাপড়ি,
তোমার হাসির মুক্তা ঝরায়।
আজ আমি রিক্ত , তবুও মুক্ত
বল নিস্পাপ নয় কি?
তুমিই বল ঘাতকিনী
কে অপরাধী????
মাসুদ আলম।
কবি, লেখক, ব্লগার।
ফেসবুক প্রোফাইল :https://www.facebook.com/masud.alam.752861
ই-মেইল :[email protected]
৫টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
ছন্দে ছন্দে বিরহ-বিষাদ-ক্ষোভ। ভালো লাগলো। (y)
মাসুদ আলম
ধন্যবাদ। আপি। আপনি প্রশংসা করলে আসলেই ভাল লাগে।
নীলাঞ্জনা নীলা
🙂
মরুভূমির জলদস্যু
-{@ আমি নিকষ কাল রাত
যখন তুমি বস্ত্রহীনা ,
আমি সিক্ত শিশির কনা
কেন???? তুমি তা জাননা?? -{@
সুন্দর
মাসুদ আলম
লাইন টা কি খুব ভাল লাগছে???