খুব মন খারাপ হয়ে আছে যেন বাকরুদ্ধ হয়ে গেছি, এতোগুলো নিরীহ মানুষ মেরে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না আর ভাবছি সেই জঙ্গিদের কথা যারা এই ঘৃন্য এই কাজগুলো করেছে, ভাবছি কেন আজ তারা এই ঘৃন্য পথ বেছে নিয়েছে যার পরিণতিতে তারা কি পেলো মৃত্যু ছাড়া, তাদের জান্নাতে যাওয়ার যেই উদ্দেশ্য তা কি তারা পাবে মনে হয়না কারণ যেখানে আমাদের রাসুলে করিম হজরত মোহাম্মাদ (সঃ) (রঃ) মক্কা জয়ের পরে কাফেরদের কোনো রক্তপাত ছাড়া মক্কার বাইরে পাঠিয়ে দিয়ে ছিলেন সে রাসুলের উম্মত আজ কেন বিপথগামী। আজ এই জঙ্গিদের পিতা মাতারা নতমস্তক কেন? তাদের পিতা মাতারা আর কি কখনো এই সমাজে মাথা তুলে চলতে পারবেন, পারবেননা কারণ সবাই তাদের জঙ্গির জম্মদাতা, জম্মদাত্রী বলবেন, সবাই তাদের আড় চোখে তাকাবে, কি যে দুঃসহ যন্ত্রণাময় জীবন তারা যামে অতিবাহিত করবেন তা ভাবতেই গা শিউরে উঠছে।
করুণাময় আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করছি যেন তিনি সকল সন্তানদের মনে রহমত বর্ষিত করেন যেন তারা তাদের ভুল বুঝতে পারে, তারা সবাই যেন নিজ তাদের মা বাবার আশ্রয়ে ফিরে গিয়ে আল্লাহ্ রাব্বুল আলামীনের ইবাদত করে তাদের গুনাহ মাফ চাইতে পারে।
যে সব নিরীহ মানুষ মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি আর সকল মুসলিম ভাই বোন ও জগতের সকল মানুষের গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই কেন এর কোন জবাব নেই ভাই।
ধীরে ধীরে এক অতল অন্ধকার গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছি আমরা।
ইঞ্জা
দুঃখজনক হলেও সত্য আমাদের কিছু বলদের কারণেই দেশের এই অবস্থা, যদি তারা আরো আগেই সচেষ্ট হতো তাহলে এই বিপদ হতো বলে আমার মনে হয়না।
ছাইরাছ হেলাল
আর কত রক্তাক্ত হব!
আল্লাহ আমাদের মাফ করে দিক,
ইঞ্জা
আমাদের উচিত প্রথমেই আমাদের সন্তানদের খবর নেওয়া আর নিজেরা সচেতন হওয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই সেটি আমাদের করাই উচিৎ,
ইঞ্জা
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
“কাফের” এই শব্দটির অর্থ হচ্ছে ইসলামধর্মে অবিশ্বাসী বা ইসলামবিরোধী লোক। এর আরেকটি অর্থও আছে নিষ্ঠুর ব্যক্তি।
এদেরকে জঙ্গি না বলে কাফের বলা হয়না কেন তাহলে?
ইঞ্জা
জানিনা, বুঝিনা, শুধু বুঝি এদের আর সময় না দিয়ে তাদের জরুরি ভাবে ধরা।
আবু খায়ের আনিছ
এই কেন এর উত্তর নেই। শুধু অভিবাবক নয় সামগ্রীক ভাবে আমরাও দায়ী, এই দায় থেকে মুক্তি পাব কিভাবে।
ইঞ্জা
নিজেদের বাচ্চাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলুন, তাদের বুঝান এই সবের কুফল নিয়ে আর কিভাবে এইসব থেকে আলাদা থাকা যায়।
আবু খায়ের আনিছ
সহমত
মেহেরী তাজ
আল্লাহর দরবারে কবুল হোক আপনার দোয়া!
আমিন।
ইঞ্জা
সুম্মা আমীন
মৌনতা রিতু
সন্তান পালনে আমাদের ব্যর্থতা আছে বলেই আজ পিতামাতার মাথা নতজানু।
সবকিছু আল্লাহ ভালকরুক এই কামনা। সহায় হোন আল্লাহ্।
ইঞ্জা
আমীন
লীলাবতী
এই ট্রাজেডির পর কিছুই ভাললাগছেনা ভাইয়া, ফেইসবুকে আসাই বাদ দিয়ে দিয়েছি।
ইঞ্জা
একি অবস্থা আমারো আপু।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
এই কেন এর কোন জবাব নাই।
কিছুই ভাল লাগছে না আর
ইঞ্জা
আসলেই কিছুই আর ভালো লাগছেনা।
শুন্য শুন্যালয়
একটা নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও বাবা-মা কি করে বুঝতে পারবে এসব? তারপরেও বলবো একমাত্র বাবা-মাই পারে কাছ থেকে সন্তানের পরিবর্তন লক্ষ্য করতে। কিন্তু বাবা-মা যদি ভুলের মধ্যে থাকে তাহলে কি হবে বুঝতে পারছিনা আসলে। অসহায় লাগছে সবকিছু ভেবে।
ইঞ্জা
যে পিতা মাতা জম্মদান করেছে তারাই যদি সন্তানদের মতিগতি বুঝতে না পারে তাহলে এই পৃথিবীর কারো সাধ্য নেই এদের বিপদ মুক্ত রাখা।