
তোমাকে পুঁতে রাখি বুকে।।
কৃষক যেভাবে পুঁতে বীজ কাঁদা মাটিতে।
তারপর মাটি ফেড়ে বেরিয়ে আসে সবুজ শস্য।
তুমিও আমার বুক ফেঁড়ে বেরিয়ে আসো___
ছড়িয়ে দাও ভালোবাসা, আমার বুকে জেগে থাকা চাষাবাদ কৃত জমিতে।।
তোমাকে হয়তো পাবোনা, হয়তো তুমি মিশে আছো,
বহুদূর,অন্যকোন আত্মায় অস্তিত্বের মশাল জ্বালিয়ে।
আমি এ ঘরে পড়ে থাকি একা, সন্ধ্যা প্রদীপ নিভে গেছে কবে, বুকের এই বিরানভূমি তে।
রোজ দেখি পাখি নীড়ে ফিরে, তার জন্যও তো অপেক্ষায় থাকে গোটা কয়েক চোখ।
আমার কোন ফেরার তাড়া নেই, অপেক্ষায় নেই কোন সাহারার দগ্ধ বুক।
তবু বাড়ি ফিরি;কেন ফিরি?
হয়তো বাড়ি ফেরাটাই মানবের অসুখ।
এভাবেই হয়তো পাড়ি দিবো পথ।
যেভাবে পাড়ি দেয় সূর্য, দিনের পর রাত।
তার কোন অভিযোগ নেই, নেই সঙ্গী পাবার ব্যকুলতা,
মানুষ কেন একা বাঁচেনা, কেন সে ধরতে চায় কোমলমতি কারো হাত?
১০টি মন্তব্য
বন্যা লিপি
ঐ সুদূরের নীলে থাকা গরবিনী চাঁদও জানে
তার গরব বড় দুষ্প্রাপ্য।
আমি ছুঁতে চাই, ঘোচাতে এক বিরল নিঃসঙ্গ মুহুর্তের দুর্মূল্য সঙ্গ!
হয়ত পাবো নয়ত ঘরে ফিরে যাব….
আমার কোথাও যাবার তাড়া নেই
তবু ফিরেই আসি দিনান্তে ঘরে…..
এক কাব্যে কবি রেখেছেন পরাবাস্তবের টুকরো টুকরো বাস্তবতা। যা রোমান্টিক ধাঁচ ছুঁয়ে গেছে পুরো কাব্যের শরীর জুড়ে।
কি না কী বললাম কে জানে!
ইদানীং মন্তব্য করতে ভয় পাচ্ছি, কিচ্ছু হচ্ছেনা। কবিতা ভালো লেগেছে খুব।শুভ কামনা সবসময়।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
সতত শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
কেউ থাকেনা অপেক্ষার আঁচল বিছিয়ে | তবু ঘর আমায় টানে | দিন শেষে ফিরতে হয় | একাকিত্বের ছোট্ট নীড়ে | এটাই বাস্তবতা | খুব ভালো লাগলো কবিতা | শুভেচ্ছা রইলো |
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
সতত শুভ কামনা রইলো।
পপি তালুকদার
জীবনের নিয়মে মানুষ ঘরে ফিরে…
জীবনের সুখ – দুঃখ, ভালো – মন্দ ভাগাভাগি করার জন্য সঙ্গী খুঁজে কারন এটাই হয়তো জীবনের নিয়ম।
নিয়মের বেড়াজাল আবদ্ধ হয়ে থাকাটাই আমাদের জীবনের ছন্দ।
বেশ কয়দিন পড়ে আপনার কবিতা পড়লাম।
খুব ভালো লাগলো কবিতা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
সতত শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
কেউ অপেক্ষার প্রহর পাড়ি দেই। কেউ মাড়িয়ে আসে দিগ্বিদিক। কেউ জীবন থেকে পালিয়ে বেড়ায়। কেউ ফলায় শস্য। জীবন এমনি।
অন্যদের পোস্ট পড়েন এবং কমেন্ট করেন। অনেক ব্লগার খুব ভালো লিখেন। হয়তো আপনার মূল্যবান কমেন্ট ওনাদের উৎসাহ যোগাবে।
ধন্যবাদ
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
সতত শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
মানুষ আমরা একা থাকতে পারিনা, চলার পথে সঙ্গী বড্ড বেশি প্রয়োজন। কবিতার প্রথম অংশটি খুব বেশি ভালো লেগেছে। ভালোবাসা বুঝি এভাবেই শাখা-প্রশাখায় ডানা মেলে সুগন্ধি ছড়ায়! চমৎকার কবিতা । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
সতত শুভ কামনা রইলো।