কিছু কিছু ব্যথা

বোরহানুল ইসলাম লিটন ২৮ আগস্ট ২০২২, রবিবার, ০৬:৪৪:৪৩পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

কিছু কিছু ব্যথা মেঘ হয়ে জমে
ডাকলে বাজের মতো,
তবু তা পারে না অন্যের মনে
জাগাতে ক্ষণিক ক্ষত।

অতল পিয়াসে কুলু কুলু রবে
চলা এ নিশুতি নদী,
কে বা পায় তার ক্রন্দন ধ্বনি
যাচলেও নিরবধি!

পাশাপাশি থেকে আজীবন দেখা
পায় না কখনও চোখ,
পারে কি করতে এ’ কানের দুখে
ও’ কান আড়ালে শোক?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৮২জন ২৮৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ