কালো মেয়ে,,
কালো বলে’ই ডেকেছি ঘরে/পেয়ছ তুমি স্হান-
হৃদয় মাাঝে রেখেছ আমি/কালো তুমি মহান-
কালো বলে’ই বেসেছি ভালো/তোমায় করেছি সম্মান –
তুমি আমার আলো আশা/ নেই অন্য কোন অবস্থান -!
কালো বলে’ই আজ করেছি আপন/সাজিয়েছি আমার মন-
কালোর কখনো হয়না বদনাম/জেনেনিয় সর্ব জন-
কালোর মনে নেই কোন খুঁট /বাঁদিয়ে রাখে মন-
সাজিয়ে বলে ঘরে এসো/আমার প্রিয় জন-!
কালো বলে’ই ও’গো আয়না খুঁজি নি/আয়না রেখেছি মনে,
তুমি আছ বলে’ই আলোর পৃথিবী /অন্ধকারে ভাসে,
সব চাওয়াকে মানিয়ে নেই/ তোমার মুখ’টা দেখে.-
জ্যোৎস্না আমি ছড়িয়ে দেই/তোমায় ভালোবেসে-!
তুমি আছ বেলে’ই এই পৃথিবীতে/স্বপ্ন চোখে আসে
কালো হলে’ই কি, মন্দ নয়ত/ তুমি চোখের মণি –
জগৎ আলোয় বাঁদিবো ঘর/তোমাকে ভালোবেসে-!
সঞ্জয় মালাকার//
২১টি মন্তব্য
সুরাইয়া পারভিন
কালো মেয়ের প্রতি এমন সম্মান ভালোবাসা কেয়ারিং বোধহয় কবিতায় সম্ভব তাই না! বাস্তবেও কি কালো মেয়েরা এতো গুরুত্বপূর্ণ হয়?
হয়তো হয় কারো কারো কাছে।
চমৎকার লিখেছেন দাদা
সঞ্জয় মালাকার
সবার কাছে কেমন হয় ঠিক তা জানিনা, তবে আমান কাছে খুব প্রিয়।। ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা।
এস.জেড বাবু
ভিন্ন দৃষ্টিকোন থেকে চমৎকার লিখা-
সবচেয়ে ভালো লেগেছে নিচের কয়টা লাইন
কালো বলে’ই ও’গো আয়না খুঁজি নি/আয়না রেখেছি মনে,
তুমি আছ বলে’ই আলোর পৃথিবী /অন্ধকারে ভাসে,
সব চাওয়াকে মানিয়ে নেই/ তোমার মুখ’টা দেখে.-
জ্যোৎস্না আমি ছড়িয়ে দেই/তোমায় ভালোবেসে-!
অসাধারণ অনুভুতি বাস্তবতা পেলে রংয়ের জন্য কোন নারী পুরুষ মনোকষ্ট পেত না।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা দিয়ে গেলাম, ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা রইল।
এস.জেড বাবু
অনেক ভালো লিখেন,
আমি আপনার রেগুলার পাঠক হয়ে যাচ্ছি ভাই।
সঞ্জয় মালাকার
আমি মোহিত হলাম দাদা,আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ওভালোবাসা ,
কামাল উদ্দিন
সুরাইয়া আপুর সাথে সুর মিলিয়ে আমিও বলি অনেক কালোর কদর আছে, কিন্তু কালো মেয়েদের কদর সাধারণত এতোটা হয়না। তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে………
কবিতায় ভালোলাগা
সঞ্জয় মালাকার
তার ও অনেক ইচ্ছে আছে, আছে অনেক চাওয়া,
কালো হলেও সে ভুলিয়ে দেয় শত শূন্যতা।
কালো হলেও সে আমার খুব প্রিয়, আমারও অনেক পাওয়া ,
মানব জীবনে দুটি চোখের তাঁরা।
ধন্যবাদ দাদা অনেক অনেক ভালো লাগা ও ভালোবাসা নিবেন।
অনন্য অর্ণব
চমৎকার কৃষ্ণ বন্দনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময় শুভ কামনা।
আরজু মুক্তা
কালোই যদি মন্দ হতো চুল পাকিলে কাঁদো কেনো?
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
রেহানা বীথি
কিছু ব্যতিক্রম ছাড়া কালো রঙ উপেক্ষাই পায় সবসময়।
আপনার অনুভূতিকে সম্মান জানাই দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো লাগা ও ভালোবাসা,
মাছুম হাবিবী
কালোই জগতের আলো এটা ভুলে গেলে চলবে নাহ। কালো আছে বলেই আলোর এত দাম।
লেখাটি সুন্দর হইছে
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হলাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ধন্যবাদ আপনাকে।
নিতাই বাবু
ভালোবাসার জয় হোক। কবির কবিতা সার্থক হোক।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
নিতাই বাবু
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTW9y3FTH6ifHNwJ88MHPBlNYOK1ps-MQ3GosH9AqKgSyL5pm0z&s
চাটিগাঁ থেকে বাহার
কালো মেয়েদের নিয়ে ভালই লেখেছেন। লেখা ভালো লেগেছে। বাস্তবিকই যদি কালো মেয়েরা এত গুরুত্ব পায় তাহলে আমি খুবি খুশি হবো।
একটি আঞ্চলিক গানের কথা মনে পড়েছে।
‘‘কালো মেয়ের অন্তর ভালা
সুন্দরীর মন জিলাপীর প্যাচ
প্রেমত পইড়লে ছাড়াই
বাপর দেশ……’’
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।