কালো মেয়ে

সঞ্জয় মালাকার ১ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:৫৭:৪২পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

কালো মেয়ে,,
কালো বলে’ই ডেকেছি ঘরে/পেয়ছ তুমি স্হান-
হৃদয় মাাঝে রেখেছ আমি/কালো তুমি মহান-
কালো বলে’ই বেসেছি ভালো/তোমায় করেছি সম্মান –
তুমি আমার আলো আশা/ নেই অন্য কোন অবস্থান -!

কালো বলে’ই আজ করেছি আপন/সাজিয়েছি আমার মন-
কালোর কখনো হয়না বদনাম/জেনেনিয় সর্ব জন-
কালোর মনে নেই কোন খুঁট /বাঁদিয়ে রাখে মন-
সাজিয়ে বলে ঘরে এসো/আমার প্রিয় জন-!

কালো বলে’ই ও’গো আয়না খুঁজি নি/আয়না রেখেছি মনে,
তুমি আছ বলে’ই আলোর পৃথিবী /অন্ধকারে ভাসে,
সব চাওয়াকে মানিয়ে নেই/ তোমার মুখ’টা দেখে.-
জ্যোৎস্না আমি ছড়িয়ে দেই/তোমায় ভালোবেসে-!

তুমি আছ বেলে’ই এই পৃথিবীতে/স্বপ্ন চোখে আসে
কালো হলে’ই কি, মন্দ নয়ত/ তুমি চোখের মণি –
জগৎ আলোয় বাঁদিবো ঘর/তোমাকে ভালোবেসে-!
সঞ্জয় মালাকার//

২৫৪৮জন ২৪০৪জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ