
তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে দ্বিধার প্রাচীর ভাঙ্গতে চেয়েছি-তা কেবল আমাদের দুরত্ব জানে।
তোমাকে ভালোবাসতে গিয়ে যে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি,
তোমার উঠোনে রোদ্দুর এনে দিতে গিয়ে সব আলো নিবে গিয়েছে আমার আঙ্গিনায়!
তোমাতে হারিয়েছি বারংবার, সহস্রবার!
অবশেষে আমি তোমাতেই নিখোঁজ!
তোমাতে ঘৃণা করতে গিয়ে আমি নিজেকেই ঘৃণা করতে বসেছি,ঘৃণার অনলে পুড়তে পুড়তে আমি ছারখার হচ্ছি রোজ।
নিষিদ্ধ প্রেমে,বিষাক্ত চুম্বন ঠোঁটে মেখে,
নিষিদ্ধ যাত্রায় অন্তিম পথযাত্রায় আমি পথভ্রষ্ট অবাধ্য প্রেমিকের ন্যায় ঘুরে বেড়াই শহরের অলি গলিতে।
বিষাক্ত চুম্বনে তোমার ঘন নিঃশ্বাস প্রচন্ড উত্তপ্ত হয়ে আমার বুকে লাগার পরেই বুঝেছি,
আগুনে আর কতটুকু পুড়ে,যতটা না তোমাতে পুড়েছি।
তোমার হাত ছুঁয়েই বুঝেছিলাম, কামনার চেয়ে যে প্রেম অধিক শ্রেয়।
তোমার চুলের গন্ধ,হাতে শোভা পাওয়া কাঁচের চুড়ি,
আর গায়ে জড়ানো নীল শাড়ির প্রেমে পড়ে বুঝেছি,
কামনার উর্ধ্বে আরো অনেক কিছুতে তৃপ্তি পাওয়া যায়।
আমি তোমাতে হারিয়ে বুঝেছি,
প্রেমিকার শরীরের ভাঁজে প্রেম খোঁজার চেয়ে, প্রেমিকার হাসি মুখটা দেখতে পারার মাঝে যে এক পৃথিবীর সুখ মিশে আছে।
~ফাহাদ
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শরীরের ভাঁজে যে সুখ খুঁজে সেখানে আনন্দ, ভালোলাগা, স্বর্গীয় অনুভুতি কাজ করে না। আপনার অনুভূতি গুলোই আসল সৌন্দর্য, ভালোবাসা পবিত্র প্রেমের ক্ষেত্রে। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা রইলো
ফাহাদ মিয়া
আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা জানা নেই আমার।
আপনার মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রাণিত করে।
পপি তালুকদার
পবিত্র ও সত্যিকার ভালোবাসায় যে স্বর্গীয় সুখ থাকে।
তা সবাই উপলব্ধি করতে পারেনা।
পারেনা এতোটা সুন্দর ভাবে উপস্থাপন করতে।
সুন্দর কবিতা।
শুভকামনা রইলো নিরন্তর।
ফাহাদ মিয়া
আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা সত্যিকারের হলে তাতে কামনা ও লালসা থাকে না।
কবিতা ভালোলাগলো। শুভ কামনা সবসময়।
ফাহাদ মিয়া
কৃতজ্ঞতা সমেত ধন্যবাদ
আরজু মুক্তা
সত্যিকারের ভালোবাসা এমনি।
তসলিমার একটা কবিতা পড়েছিলাম, ” আমাকে যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে গালের কাটা দাগ দেখবে কেনো? ”
স্বর্গীয় অনুভূতি চমৎকার উপস্থাপনা কবিতায়।
ভালো লাগলো। শুভ কামনা
ফাহাদ মিয়া
ধন্যবাদ আপু
হৃদয়ের কথা
তোমাতেই বিলীন হয়ে যাওয়া কবিতা। সুন্দর লিখেছেন।