কাদের ডাক শুনা যায়?

সৈয়দ আলী উল আমিন ১৪ জুলাই ২০১৭, শুক্রবার, ০৮:৪৫:৫৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

চারি দিকে থৈ থৈ পানি– লক্ষ লক্ষ আর্তস্বর-

ঝরে পড়ছে পতঙ্গের মতো- চলছে জীবন ,

তাহারা বারবার তাকায় আকাশের পানে

ধান ক্ষেতে মাঝী এপার ওপার বৈঠা বায় ।

 

তারা ঝরা ফসলের ভাষার সূর, বুকে গেঁথে ফিরে যায়

একমুঠো ভাত- শত সহস্র হাত, স্থির চক্ষু-রক্ত ঝরে

কাঁকন- কাঁদানো কণ্ঠ,ক্লান্ত বুড়ো- জোয়ান, ঝিমায় শিশু কাঁধে

আধার ঘনায়- একটি দুটি প্রদীপ কাঁপে, ঘৃণ্য লোলুপ দৃষ্টি হাসে।

 

মানুষ আর নদী, তারা স্থান থেকে স্থানচ্যুতও হয়ে,

এ নদীর জল কোন নদীর কোলে? গোলকধাঁধায় ঘুরে-

চেয়ে চেয়ে দেখে ঘরবাড়ির আসবাব,কলসি- হাড়ি ভাসে

ছুটে যায়, শত শত শীর্ণ হাত- ডাক দেয় মাঝীরে ।

ধান ক্ষেতে মাঝী এপার ওপার বৈঠা বায়,কাদের ডাক শুনা যায় ?

১জন ১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ