একটা গোলাপ উড়ে এসে
ফুলদানি থেকে,
ছুঁয়ে দেয় তোমার ঠোঁট, গাল
উদ্ধত অহংকারে।
তুমি গলে গলে যেতে থাকো,
মোমের আহ্লাদে।
ভুলে যেতে থাকো ক্রমাগত,
এ গোলাপ মৃত।
শুধু কাঁটা গুলোই নির্মম জ্যান্ত,
মসৃণ খুনীর মত।
অবশেষে গোলাপ চলে গেলে,
জেগে ওঠ তুমি।
কাঁটার আঁচড় গালে নিয়ে নিশ্চুপ,
তুমিও মরে যাও।।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
হুম , এটিও বাস্তব
মেনে নিতেই হবে ।
ভালো লিখেছেন জিয়া ভাই ।
বোকা মানুষ
🙂
আগুন রঙের শিমুল
আমি দূরে যাই …
তুমি মেখে নাও চোখে ব্যথা চন্দন চুয়া 🙂
পঞ্চ তারকা দিতাম
আপাতত চাইট্টা লন ,একটা কম কেন আপ্নে জানেন ভাউ 😉
বোকা মানুষ
হ, জানি ভাউ :'(
ব্লগার সজীব
কেনো যে স্বপ্ন গুলো কাটার আঘাত পায় 🙁
বোকা মানুষ
সেটা জানা থাকলে তো হতোই!
আদিব আদ্নান
দারুণ লেখা মনে হচ্ছে ।
বোকা মানুষ
ধন্যবাদ 🙂