কাঁটা গোলাপ

বোকা মানুষ ১০ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০৮:৩৫:৩৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

একটা গোলাপ উড়ে এসে
ফুলদানি থেকে,
ছুঁয়ে দেয় তোমার ঠোঁট, গাল
উদ্ধত অহংকারে।

তুমি গলে গলে যেতে থাকো,
মোমের আহ্লাদে।
ভুলে যেতে থাকো ক্রমাগত,
এ গোলাপ মৃত।

শুধু কাঁটা গুলোই নির্মম জ্যান্ত,
মসৃণ খুনীর মত।
অবশেষে গোলাপ চলে গেলে,
জেগে ওঠ তুমি।

কাঁটার আঁচড় গালে নিয়ে নিশ্চুপ,
তুমিও মরে যাও।।

 

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ