
আমার ধূসর/ছাইরঙা আকাশেও
পড়েছে কালো মেঘের আস্তরণ।
এই তো এখনই তা বৃষ্টি হয়ে ঝরবে,
আমার শুষ্ক রুক্ষ পৃথিবীকে ভিজাবে,
ধূলোমাখা উতপ্ত পথকে করবে সু-শীতল।
পড়ি
পড়ছি
পড়বো
করেও কেনো যে পড়ছে না এখনও?
হয়তো এখনও সময় হয়নি বৃষ্টির স্রোতে-
ভাসাতে পৃথিবীর বুক।
এই পড়ছে….
পড়ছে……
ইয়াহু পড়েছে…!
গুরুম গুরুম শব্দে মেঘের নূপুর বাজছে
টুপুর টাপুর ছন্দে সুর তুলিয়ে গান গাইছে
সুরের তালে কোমর দুলিয়ে বৃষ্টিমেয়ে নাচছে
বৃষ্টির শীতল স্পর্শে গাছের নিস্তেজ পাতারা-
হয়ে উঠেছে সতেজ প্রাণবন্ত।
ইশ্! চড়ুই দুটো ভিজছে যে
এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে কাকভেজা হয়ে-
একে অন্যের গা-ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে।
আহা! ভিজছিস কেনো তোরা?
শরীর খারাপ করবে যে, ঘরে ফিরে যা
কি হলো তোরা অমন মিটমিটিয়ে হাসছিস কেনো?
তুমি না বড্ড বেরসিক!
বৃষ্টির এমন মন মাতানো ছন্দে ঘরে থাকতে ইচ্ছে করে?
তুমিও আসো না ভিজবে আমাদের সাথে।
নাহ বাবা আমি ভিজবো না,
শেষে অসুখ করলে কেলেঙ্কারির শেষ থাকবে না। জানিস তো করোনাকাল চলছে।
তবে তুমি থাকো ঘরে,
আমরাই ভিজি মনের সুখে!
তোদের যা খুশি তাই কর গিয়ে।
২৬টি মন্তব্য
তৌহিদ
আমাদের এখানে সেই পহেলা বৈশাখ থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আসুক আপনার ওখানেও এটাই কাম্য।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আজ এসেছিলো
আর তখনই তা মনে এসেছে লিখেছি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
করোনা কালের বৃষ্টি কয়েকদিন ধরেই এখানে হচ্ছে। আপনার অনুভূতি প্রকাশ দারুন। শুভ কামনা ও শুভ সকাল
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
এই করোনাকাল সকল আনন্দটুকুই যেন ছিনিয়ে নিয়ে গেলো, এ সময় কারোরই মন ভালো থাকার কথা নয়।
দারুণ লিখলেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন
ইঞ্জা
শুভকামনা আপু
ছাইরাছ হেলাল
আকাশ যেমন ই হোক মেঘে মেঘে বৃষ্টি হয়েই নেমে আসে,
একটু অপেক্ষায় রেখে।
এই তো চারিদিকে চোখ ফেলে লিখুন। যা মনে আসে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
করোনাকালের বৃষ্টি ভাল লেগেছ।
সত্যি সত্যি এক সূচিতার বৃষ্টি এসে ধূয়ে নিয়ে যাক এ- করোনাকাল।
শুভেচ্ছা রইল।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
দারুন লিখছেন আপু করোনা কালের বৃষ্টি।
তবে বৃষ্টিতে ভেজার অনুভূতি অন্যরকম আমারও বৃষ্টিতে ভিজতে দারুন লাগে।
শুভ কামনা রইল আপু।
সুরাইয়া পারভীন
বৃষ্টিতে আমিও ভিজি প্রত্যেক বছরই
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
করোন কালের বৃষ্টি
না আনুক বহে ডেঙ্গু আর মহামারী।
ভাল লাগলো।
ভাল থাকবেন শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
গতকাল সকালে বৃষ্টিতে কয়েকটা চড়ুই পাখির উড়াউড়ি দেখে আমি অন্য একজনকে বলেছিলাম ওদের ঠান্ডা লাগতে পারে, আর ঠান্ডায় করোনার ভয়। পরে অদূরে দেখলাম একটি দোয়েল নপাখি একাকী নিশ্চুপ বসে ভিজছে, আপনার কবিতা আর ছবিতে সেই অনুভুতিটা ফিরে পেলাম আপু।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
শুভ রাত্রী
সঞ্জয় মালাকার
করোনাকালের বৃষ্টি ভাল লেগেছ।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বয়স হয়ে গিয়েছে, এখন আর বৃষ্টিতে ভিজতে পারিনা ইচ্ছে হলেই।
করোনা কালে বৃষ্টিতে ভিজে অসুস্থ না হওয়াই ভালো।
কবিতা সুন্দর হয়েছে খুব।
চড়ুই পাখির ছবিটা দারুন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
নেমে আসুক শান্তির বৃষ্টি
সুরাইয়া পারভীন
এসেছিলো ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়