
চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি
আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী,
এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি
করাল করোনা তুমি বড়োই মহামারী।
করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি
আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি,
বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি
হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।
একবার ভেবেছো কি করোনা তুমি
আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি,
বুকে নিয়ে সাহস তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি
সেবার ঝাণ্ডা নিয়ে হাতে সুস্থ পৃথিবী গড়ি।
১৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর তারাতারি মহামারী শেষ হয়ে যাক কবি দা অনেক শুভেচ্ছা রইল
সাখাওয়াত হোসেন
তা-ই যেন হয় হে সুপ্রিয়। ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমতকার প্রকাশ।
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই হে সুপ্রিয়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন ভাই।
আরজু মুক্তা
পৃথিবী আবার আগের মতো হোক।
সাখাওয়াত হোসেন
আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমিন।
ফয়জুল মহী
করোনায় কেড়ে নিয়েছে মানুষের অনেক আপনজন। হয়েছে বেকার হয়েছে দিশাহারা ।
সাখাওয়াত হোসেন
আমরা আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ।
ভালো থাকবেন ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
করোনার করালগ্রাসে কত শত জীবন হারিয়ে গেল চোখের নিমেষে। এমন মহামারী থেকে মুক্তি মিলুক শীঘ্রই এই কামনা রইলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সাখাওয়াত হোসেন
ইনশাআল্লাহ আমরা এই মহামারী থেকে অচিরেই কাটিয়ে উঠব । ভালো থাকবেন আপু।
রোকসানা খন্দকার রুকু
আমরা আবার আগের মত হতে চাই । শুভ কামনা রইলো।
সাখাওয়াত হোসেন
আমরা মানুষগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ পারব।
ভালো থাকবেন আপু।
সাখাওয়াত হোসেন
করোনার থাবায় আজ আমরা হতভম্ব। তবে আমর
সাখাওয়াত হোসেন
করোনার থাবায় আমরা হতভম্ব। তবে আমরা অচিরেই এই মহামারী কাটিয়ে উঠব, ইনশাআল্লাহ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
জিসান শা ইকরাম
করোনার থাবা থেকে আমরা যেন সবাই মুক্ত থাকি।
সাবধানে থাকবেন ভাই।
শুভ কামনা।
সাখাওয়াত হোসেন
আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। ভালো থাকবেন ভাইয়া।