
কবিতা ভালোবাসি!
কবির প্রতি ও অগাধ অনুরক্তি!
আমি মনে করি কবি মানে ‘বিশুদ্ধ আত্মা’।
বিশুদ্ধতার দর্পণ প্রথমত কবিতা,
দ্বিতীয়ত কবিতা,
শেষ পর্যন্ত কবিতা!
ছোট বেলায় লোকে জানতে চাইতো, বড় হয়ে কি হতে চাও?
আমার খুব ইচ্ছে করতো বলি, ” কবিতা হতে চাই “।
না বলতে পারিনি ; এমন খামখেয়ালি চাওয়া লোকের হাসির খোরাক হবে।
তবে আক্ষেপটা রয়েই গেছে সংগোপনে,
একজীবনে গাধা, ঘোড়া আরো কতকিছুর সদৃশ্য হলাম,
কবিতা হতে পারলামনা!
হয়তো ব্যাপারটা অত সহজ ও নয়।
আজকাল একলা লাগার রোগ হয়েছে খুব!
যদি ও চারিদিকে ঘিরে আছে সহস্র জনপদ।
ভরসা এটুকুই,
খুব নিরালে পেলেই পাশে এসে বসেন ‘শামসুর রহমান’।
শুনিয়ে যান ‘ফিনিক্সের গান’।
আরও খানিকটা দূরে দাঁড়িয়ে রবী ঠাকুর গেয়ে উঠেন,
“যদি তোর ডাক শুনে কেউ না আসে…
একলা চলরে….”
একাকীত্ব হয়ে ওঠে নন্দনকানন!
নেপথ্য গুনগুন স্বরটাতো কাদম্বরী দেবীরই!
ক্রমশঃ তার পায়ের আওয়াজ ঘন হয়ে আসে, তিনি চুপিসারে সই পাতাতে চান।
আর কী লাগে?
ওহো!
জীবনানন্দের কথা না বললে ঘোর অন্যায় হবে।
তিনি হচ্ছেন সুশ্রী শ্রাবস্তীর একলার জন!
আমার মতো কাঠখোট্টার জন্য একটু বেশিই ঠেঁকে!
ছেলে বেলায় মাথায় ঝেঁকে বসা ক্ষুদিরাম আর কৈশোরের সুকান্ত গেঁথে থাকলে,
স্বদেশভূমির রুপের চেয়ে ক্ষুব্ধতাই বেশি চোখে পড়ে!
“জল পড়ে, পাতা নড়ে ” শব্দগুলো হয়ে উঠে বিদ্ঘুটে!
জীবনানন্দও কিছুটা বিলাসিতাই বটে!
বুক সেলফে তাকে যত্নে সাজিয়ে রাখি,
মনে মনে বনলতার পোট্রের্ট আঁকি!
আহা!
যদি অমন কোমল নরম কবিতা হতে পারতাম!
৬টি মন্তব্য
বন্যা লিপি
কবিতা আর হয়ে হয়না সহজে…তবু যদি,,,, কবিতা হওয়া যেত!! আহা বেশ বেশ…..
রেজওয়ানা কবির
কবিতা হতে পারলে হয়ত খুবই ভালো হতো,নিজের তীব্র ইচ্ছা আকাঙ্খা সব ঢেলে সবার অন্তরে গেঁথে যেতে পারতাম!এর চাইতে বড় সুখ হয়ত আর কিছু হতো না!!!? আমিতো মনে মনে এতো কল্পনা করি জন্যই নিজেকে একেকবার একেকরকম মনে হয়। খুব ভালো লাগল আপু। শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
মানতে পারলাম না। আমি মনে করি আমরা সবাই এক একটা জীবন্ত কবিতা।
কবি আর কবিতা বেঁচে থাকুক। শুভ কামনা।।
নার্গিস রশিদ
কবিতা লেখা সহজ নয়। একটু অন্য রকমের কবিতা এটি। ভালো লাগলো ।
হালিমা আক্তার
পাঠকের কবিতা নাই বা হলাম। কবির কবিতা ও কি কঠিন কিছু। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
কবি হতে পারে যে-কেউ, কিন্তু কবিতা হয় কেউ-কেউ। এই বিশেষ কেউ হতে পারলে গড়ে উঠতে পারে অযুত ইতিহাস!
লেখনি নিয়ে কিছু বলার নেই। তবে এটা বলতে বাধ্য হই, এই কবি যা লেখে তাই-ই অনবদ্যরুপে ফুঁটে উঠে।
শুভ কামনা 🌹🌹