কফির চুমুকে কবিতা

হালিমা আক্তার ১ জুন ২০২৪, শনিবার, ১১:৫১:৩৭অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

কবিতা ছুটে বেড়ায়

কবির খোঁজে,

কবি তখন নির্ঘুম চোখে

নিশি জাগে আকাশ পানে চেয়ে।

সেই কবে কেউ বলেছিল

মুখোমুখি বসি যবে

লিখ কবিতা প্রিয় তবে,

মুখোমুখি বসিবার চাহে

কতোরাত বিনিদ্র জাগে,

আসে নাই কেউ, আসে না আর

হেলায় হেলায় দিন কাটে।

খোলা হয়নি খাতার পাতা

সেকি দখিনা বাতাস

না কি শীতের ঝরা পাতা ,

ক্ষণিকের পরশে পলকে যায় হারিয়ে

ফাগুনের অপেক্ষায় রেখে,

দগ্ধ চৈত্র যদি আসে হিমেল হাওয়া

অথবা বৃষ্টি ভেজা কোন এক সন্ধ্যায়

পাখিরা যখন নীড়ে ফিরে যায়।

একটি বার যদি আসো ফিরে

মুখোমুখি বসিবার তরে

আমার কবিতার খাতায়

একটি কবিতা লেখা হবে।

শূন্য খাতা নহে রহিবে পরে

পিপাসিত কবি তৃষ্ণায় কাতর

ভালোবাসার অঞ্জলি নাহি দাও

মুখোমুখি বসি ধুমায়িত কফি হাতে

একটি কবিতা লেখা হোক।

২১৭জন ১৫৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ