কবিতা ছুটে বেড়ায়
কবির খোঁজে,
কবি তখন নির্ঘুম চোখে
নিশি জাগে আকাশ পানে চেয়ে।
সেই কবে কেউ বলেছিল
মুখোমুখি বসি যবে
লিখ কবিতা প্রিয় তবে,
মুখোমুখি বসিবার চাহে
কতোরাত বিনিদ্র জাগে,
আসে নাই কেউ, আসে না আর
হেলায় হেলায় দিন কাটে।
খোলা হয়নি খাতার পাতা
সেকি দখিনা বাতাস
না কি শীতের ঝরা পাতা ,
ক্ষণিকের পরশে পলকে যায় হারিয়ে
ফাগুনের অপেক্ষায় রেখে,
দগ্ধ চৈত্র যদি আসে হিমেল হাওয়া
অথবা বৃষ্টি ভেজা কোন এক সন্ধ্যায়
পাখিরা যখন নীড়ে ফিরে যায়।
একটি বার যদি আসো ফিরে
মুখোমুখি বসিবার তরে
আমার কবিতার খাতায়
একটি কবিতা লেখা হবে।
শূন্য খাতা নহে রহিবে পরে
পিপাসিত কবি তৃষ্ণায় কাতর
ভালোবাসার অঞ্জলি নাহি দাও
মুখোমুখি বসি ধুমায়িত কফি হাতে
একটি কবিতা লেখা হোক।
৯টি মন্তব্য
বন্যা লিপি
আপনি খুবই ডেডিকেটেড।
মন্তব্যে পরে আসব আবার…
বন্যা লিপি
অন্তপুর ভেদ করে বসে পড়া শব্দের আকার দেখে বুঝে যাই,,,, কবিতা আর কবির শুন্যতা রয়ে যায় দেয়া কথাদের ভীড়ে।
তবু বৈঠকি আমেজ বেঁচে থাকে দৃষ্টিতে।
হালিমা আক্তার
উৎসাহ ও অনুপ্রাণিত হলাম আপা। ধন্যবাদ ও শুভকামনা।
নাজমুল আহসান
কবিতা লিখতে বুদ্ধি লাগে, আর বুঝতে বুদ্ধি লাগে আরও বেশি। তবুও, চলুক কবিতা লেখা।
খাদিজাতুল কুবরা
এই শূন্যতা হচ্ছে কবির মূলধন। দাগ থেকে দারুণ কিছু হওয়ার মত। ভালো লেগেছে আপু
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
কবিতা হয় কিনা জানি না। দুই চার লাইন লিখে শখ পূরণ করি। শুভ রাত্রি।
নার্গিস রশিদ
আপনার শখ গুলো দেখতে চাই সোনেলার অঙ্গনে ।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা