তোমার নগরে পা রাখবার দিন –
খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে,
তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে –
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো।
অয়ি লাবণ্যপুঞ্জ – তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার,
আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার –
তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে,
ধুয়ে নেবে একবার ; কথা ছিলো।
তারপর,
চিরতরে বিলীন শুন্যতায় হারাবো –
ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।
অতঃপর,
যে ঠিকানায় ভালোবাসার বার্তা আসার কথা –
সেই ঠিকানা খেয়েছে কুরে সময় দানব।
এই ঠিকানায় আমার শেকড় নেই,
এইখানেতে আমি আগন্তুক –
এই এখানেই মধ্যরাতে হেটে বেড়াই, একা ; নির্বান্ধব।
আর তুমি, সময়ের মতো – অধরা এবং নির্বিকার ।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
কথা ছিল, কথা থাকবেও, কথা বিলীন হয়না কখনো।
‘ ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।’ — অদ্ভুত সুন্দর লাগলো।
ক্যামনে লেখেন এমন করে!
শুভ কামনা।
আগুন রঙের শিমুল
শুধু কথারাই থাকে দাদা, অবিনাশী।
আর সব বদলে যায় – বদলাতে থাকে প্রতিদিন 🙂
মায়াবতী
কথা দিয়ে কথা কেউ না রাখলে ও হৃদয় দিয়ে হৃদয় কিন্ত খুব সযতনে ই রেখে দেয়া হয় । দারুণ লিখেন আপনি। -{@
আগুন রঙের শিমুল
হৃদয় বলে কিছু নাই, সব ফটোশপ 🙂
মায়াবতী
হৃদয় নিরাকার আর অস্পৃশ্য তাই এটার অস্তিত্ব খুঁজতে নেই । :T
আগুন রঙের শিমুল
হ, হৃদয় দিয়া কি হবে?
শরীরমঃ 🙂
মায়াবতী
হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।
মায়াবতী
হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।
আগুন রঙের শিমুল
তাতে কি, টিকে থাকাই সব … অভিযোগ করাটাই বোকামি – আনন্দমঃ আনন্দমঃ
মায়াবতী
অভিযোগ টা করলো কে ?
আগুন রঙের শিমুল
আমি করি অভিযোগ 🙂
মাহমুদ আল মেহেদী
আনেক ভাল লাগার একটা কবিতা
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই 🙂
নীলাঞ্জনা নীলা
আমার কবিতা আছে, তাই আজোও তুমি র’য়ে গেছো আমার একাকীত্বের মধ্যে—-আপনার কবিতা পড়ার পর এই একটা লাইন আচমকা চলে এলো মনে।
আগুন রঙের শিমুল
বাহ বাহ, চমৎকার। একলাইনেই পুরোটা 😀
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
বোধ করি আগে অনুমতি নেন-নি।
তাই এই নির্বান্ধব অবস্থা।
আপনি সব সময়-ই ভাল লেখেন।
আগুন রঙের শিমুল
অনুমতি নিয়া হয় নাকি দাদা? হওয়ার হইলে এম্নিতেই হবে, না হওয়ার হইলে লিখিত দরখাস্ত দিলেও হয়না 🙁
মৌনতা রিতু
চমৎকার একটা কবিতা পড়লাম।
কথা রাখা না রাখার মাঝে এই তো একলা থাকা। একলাই থাকা আসলে। শুভকামনা রইলো।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ।
শেষ পর্যন্ত মানুষের সে নিজেই থাকে, আর কেউ না 🙂
তৌহিদ ইসলাম
দারুন ভালোলাগা ভাই, সব কিছু কথার মাঝেই থেকে যায়। বদলে যায় শুধু সময়।
আগুন রঙের শিমুল
কথারাও থাকেনা, মাঝেমধ্যেই হারায় যায় ভাই 🙂