কঠিন শব্দ

মোঃ মজিবর রহমান ২৩ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:৫৩:২২অপরাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

বলি ও কবি ভাই
শব্দ কেন এত কঠিন কর?
বলি ও লেখক সাহিত্যিক ভাই
কবিতায় কেন এত  অজানা
বেবুঝা শব্দ ব্যাবহার কর?

আর তো পারিনা পাঠক হতে
বুঝতেই যদি না পারি
তাহলে আমি কেমন পাঠক?
ক্ষমা করুন
সহজ শব্দ ব্যবহার করুন।

 

৯৪৭জন ৯৪৭জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ