ওরা একদিন মানুষ ছিল

জসীম উদ্দীন মুহম্মদ ২৬ জানুয়ারি ২০১৫, সোমবার, ১০:৪৩:০৩অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

কেউ আছো? কানে গুঁজে দিবে
এই প্রশ্নবোধক কাঁচুলি রাত! এঁকে দেবে
লালা গ্রন্থির—
শেষ প্রশ্ন? দেখো, ক্ষয়িষ্ণু চাঁদের শেষ
জল জোসনা;
কয়েক দানা শিশির বিন্দু মৃত পড়ে আছে
ফিউশন চক্র!
ধূলিকণার তবু একটা জাত-পাত আছে,
ওদের তাও নেই;
কয়লা পোড়া ফুসমন্তর! কে বলতে পারে?
ওরা
একদিন মানুষ ছিল!
দুয়ারে যম দাঁড়িয়ে থাকতে দেখেও
এতোটূকু হাত-পা কাঁপেনি; তাই বুঝি
ঈশ্বরের দেওয়া মাদুলি গলায় বেঁধে
ত্রিহুইলারের ভাঁজে ভাঁজে খুঁজে ফিরছিল
না ফেরার গল্প
শতজনমের তাজমহল!
কেউ জানো, কে হারলো আর কে জিতলো?
এই নন্দন কানন!
আসমানী এখনও তাকিয়ে আছে পোড়া কয়লার
দিকে, সে যে তার মা ছিল!
লতার মতো জড়িয়ে থাকা অচেনা হাত দুটি
সে যে তার ভাই ছিল!!

৫১০জন ৫০৯জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ