
শরতের আকাশে যখন রোদ ভরা গল্প নামে আমি তখন চলে যাই ময়ূরাক্ষীর তীরে।
এখানে আছে কেবল শান্ত বাতাস, লাল মাটির গন্ধ আর মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান।
বিকেল হলে শহরের রোদ যখন হাওরের বুকে এসে পড়ে তখন মনে হয় কেউ একজন তার মনের মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছে।
কি অপার প্রকৃতির মুগ্ধতা।
যেখানে জড়িয়ে আছে বনলতার শিল্পশালা।
শরতের প্রতিটি বিকেলে যখন একা বসে শিল্পীর সাজানো সাজসজ্জা দেখি তখন তুমি নামক মানুষটাকে বড্ড মনে পড়ে।
বড্ড মনে পড়ে তোমায় নিয়ে কাটানো কোন প্রান্তিক শহরের বিকেল বেলার কথা।
অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর।
না আছে সখ্যতা।
না আছে দুচোখ ভরে দেখার সুযোগ।
বিকেল শেষে আকাশ যখন দিগন্তে চলে যায়,
নেমে আসে ঘুটঘুটে এক সন্ধ্যা।
সে সন্ধ্যায় নদী পদ্মফুলের উপর সারাদিনের ক্লান্ততা ভুলে ভালোবাসার গল্প জমা রাখে।
কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরং একাকীত্বের কাছে বহুবার বিধস্ত হয়ে পড়ি!
অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর।
কেবল অপেক্ষা আবার দেখা হবে।
আর তোমার ছায়ামূর্তি এঁকে রাখব বুকের বাঁ পাশে।
যেখানে পবিত্র ভালোবাসার পরম তৃপ্তিতে তোমায় নিয়ে এ জন্ম কাটিয়ে দিতে চাই।
..
ছবিঃ সংগৃহীত।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব প্রকাশ কবি দা
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা, দাদা।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা এমনই অপেক্ষা করিয়েই ক্লান্ত হয় না শেষটায় একা করিয়ে তবেই শান্তি পায়। ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ।
প্রদীপ চক্রবর্তী
বেশ!
সাধুবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
❝ বিকেল শেষে আকাশ যখন দিগন্তে চলে যায়,
নেমে আসে ঘুটঘুটে এক সন্ধ্যা।
সে সন্ধ্যায় নদী পদ্মফুলের উপর সারাদিনের ক্লান্ততা ভুলে ভালোবাসার গল্প জমা রাখে।
কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরং একাকীত্বের কাছে বহুবার বিধস্ত হয়ে পড়ি!
অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর❞
প্রচন্ড ভালোবাসা হয়তো এভাবেই একা করে দেয়..
তুমি নামক মানুষটা ভালোবাসার সীমাহীন আকাশ হয়ে যায়। আর এক আকাশের নীচে একা আমি আরও একাকিত্বে তলিয়ে যাই।
আরও লিখো প্রদীপ।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
সুন্দর মতামত।
ভালো লাগলো, দিদি।
একরাশ শরৎ শুভেচ্ছা নেবেন।
ভালো থাকুন অনেক।
মোঃ মজিবর রহমান
অসাধারণ প্রদীপ দা। তুমিময়ে মিলে মিশে একাকার। যেখানেই থাকুক ভালো থাকুক।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
ভালো থাকবেন অনেক।
মোঃ মজিবর রহমান
ভালো থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
গভীর ভালোবাসা এভাবেই একাকী করে দেয়, নিঃস্ব করে দেয় পাওয়ার আকাঙ্খায় । খুব সুন্দর কবিতা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
একদম, দিদি।
আপনাদের ভালোলাগা আমার প্রাপ্তি।
সাধুবাদ জানাই।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপেক্ষার পালা শেষ হোক — ‘কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরং একাকীত্বের কাছে বহুবার বিধস্ত হয়ে পড়ি!
অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর”।
প্রদীপ চক্রবর্তী
একাকীত্ব দূরত্ব খুঁজে!
ভালো থাকুন, দাদা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন দাদা।
হালিমা আক্তার
ভালোবাসার মানুষটি থাক না যত দূরে। সব সময় মনে হয় রয়েছে যে কাছে। আঁখি পল্লবে নাই বা রইলে রয়েছো মনের মনিকোঠায়। চমৎকার কবিতা।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ বলেছেন, দিদি।
শুভেচ্ছা রইলো।