পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিরা
হারিয়ে গেছে!
এখন এই বিষাক্ত, কুতসিৎ পৃথিবীতে
বেঁচে নেই কোন নিরীহ প্রাণ।
ছোট্ট নিষ্পাপ একটি প্রাণ
বিষাদে,আঘাতে ক্ষত বিক্ষত!
হত্যাকারীকে দেখে জানিনা কতটা ভয় পেয়েছিলে,
কতশতবার খুঁজেছিলে আমায়!
আমার যেতে এত দেরী হবে,
তা কে জানতো!
পৃথিবী, তোমার কোলে ঘুমায়
কয়েকটি নিষ্পাপ পাখি শিশু।
সব দায়ভার আজ থেকে তোমার।
তাদের আগলে রেখো মহান স্রষ্টা।
৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্রষ্টা স্রষ্টা বলে জতই চিৎকার করি। ততই বলে নিচের দিকে তাকাও। তাঁরা ক্বেমন আছে। তাতেই শান্তি পাও । ভাল লাগেনারে আপু।
নীরা সাদীয়া
আহা, কেন যে এমন হয়! ;?
মোঃ মজিবর রহমান
আমাদের স্রস্টার আমাদের উপর তার অস্তিস্ব জাহির করার জন্যউ স্রিস্টি করেছে। যে তাঁর স্রিস্টি তাকে পুজা করুক।