এলিজি

নীরা সাদীয়া ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার, ১১:৩৭:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩ মন্তব্য

পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিরা
হারিয়ে গেছে!
এখন এই বিষাক্ত, কুতসিৎ পৃথিবীতে
বেঁচে নেই কোন নিরীহ প্রাণ।
ছোট্ট নিষ্পাপ একটি প্রাণ
বিষাদে,আঘাতে ক্ষত বিক্ষত!
হত্যাকারীকে দেখে জানিনা কতটা ভয় পেয়েছিলে,
কতশতবার খুঁজেছিলে আমায়!
আমার যেতে এত দেরী হবে,
তা কে জানতো!

পৃথিবী, তোমার কোলে ঘুমায়
কয়েকটি নিষ্পাপ পাখি শিশু।
সব দায়ভার আজ থেকে তোমার।
তাদের আগলে রেখো মহান স্রষ্টা।

১জন ১জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ