এমন একটি মুহুর্ত আমি চেয়েছি

কামরুল ইসলাম ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:২৫:৫৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

এমন একটি মুহুর্তই আমি চেয়েছি
যা আমাকে স্বাবলম্ভী করে দেয়
একাগ্রতায়,মননে,বিশ্বাসে

আকাশের নীলে,নিঃশ্বাসে
আমাকে ছুঁয়ে যাবে, আমার অস্তিত্বের ডানায়
হরেক স্বপ্নের, মুক্ত বাহানায়

প্রসারিত প্রান্তর, আলোক সম্ভার
মৃদু পায়ে হেঁটে চলা, পরম নির্ভিরতার
প্রত্যয়ে জেগে উঠা প্রতিটি ভোর
মাধুরী ছড়ানো অমানিশার ঘোর

দোয়েলের শিষে মনে দেওয়া দোল
কাঠাল পাতার ছায়ায় ছোবল
মায়ায় ঘেরা আবৃত বিলাস
পদ্ম পুকুরে ঢেউয়ের উল্লাস

স্বপ্ন বোনা প্রহর গুনা প্রহরে
নিজেকে খুঁজে পাবো, অচেনা শহরে
এমন একটি মুহুর্তই আমি চেয়েছি
উন্মুক্ত ধরায় বিমুগ্ধতা খুঁজেছি  ।।

 

 

রচনা কাল  ঃ ১৭/১২/২০২০

ঢাকা

৭২৭জন ৬৬২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ