
উত্তাল পদ্মায় সেতু হবে এটা ছিল আমাদের কল্পনার অতীত। কল্পনা নয় আমরা পদ্মা সেতুর স্বপ্ন দেখতে শুরু করলাম। একসময় তা বাস্তবে রূপ নিতে লাগল। আমরা এখন আমাদের স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছি। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে গ্রামের বাড়ি যাওয়ার কত স্মৃতি এখনো ভেসে বেড়ায়। সেই স্মৃতি কোন একসময় লেখা যাবে।
কোটি কোটি মানুষের স্বপ্নে কে বা কারা যেন বারবার আঘাত হানছে। মনে হচ্ছে স্বপ্ন গুলোকে কেউ পদ্মায় ভাসিয়ে দিতে চায়। পদ্মা সেতুর পিলার বসানো হয়েছে তিন বছর হয়ে গেছে। এতদিন কোনো পিলারে ধাক্কা লাগে নাই। বর্ষার সময় প্রতি বছরই নদীতে তীব্র স্রোত থাকে। তাছাড়া দুই পিলারের মাঝে বিশাল জায়গা। এরপরে ও ধাক্কা লাগছে। ফেরি চালকরা বলছেন তীব্র স্রোতের কারণে তারা নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এ উত্তর কতটুকু যৌক্তিক। সংবাদে প্রকাশ ফেরি চলাচলের রুট হচ্ছে দুই থেকে ছয় নং পিলার। ধাক্কা লাগছে ১০ ও ১৩ নং এ। এ ব্যাপারে কতৃপক্ষ কি বলবেন। কেনই বা যথাযথ নির্দেশ মানা হচ্ছে না। জুলাই মাসের ৯, ১৬,ও ২৩ তারিখ। এ মাসের ৯ ও ১৩। এক মাসে পাঁচ বার ধাক্কা। ব্যাপারটা কেমন যেন কাকতালীয় মনে হচ্ছে। কাকলির চালক জুলাই মাসের ১৮ তারিখ থেকে এ রুটে ফেরি চালনা করছেন।
বারবার পিলারে ধাক্কা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমরা জানি না। আমরা জানি পদ্মা সেতু রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিবারই ধাক্কার পর তদন্ত কমিটি হয়, চালক বরখাস্ত হন। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। পদ্মা সেতু রক্ষায় এবং সেতুর নিরাপত্তার কারণে প্রয়োজনে ফেরি ঘাট পরিবর্তন করতে হবে। এটা কোনো নাশকতা মূলক কাজ কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
আসলেই খুব দুখজনক ঘটনা ———-
হালিমা আক্তার
সত্যিই বলেছেন। খুবই দুঃখজনক। আশা করি অচিরেই সমস্যার সমাধান হবে। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধাক্কার পক্ষে/বিপক্ষে অনেক আলোচনা হয়েছে/হচ্ছে। লাস্ট আপডেটে জানলাম ধাক্কা নিরসনের পদক্ষেপ নেয়া হচ্ছে। পদ্মাসেতু আমাদের গর্বিত স্বপ্নের বাস্তব রুপ। কতৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবেন এটাই গোটা জাতির প্রত্যাশা।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
হ্যা, আপা। আজকে আপডেট দেখলাম। আমরা সবাই চাই এ সমস্যার সমাধান হোক। শুভ কামনা রইলো।
রিতু জাহান
এ ধাক্কা একদম পরিকল্পিত।
সেদিন শুনে আমি একদম হা হয়ে গেছিলাম।
ফেরি ঘাট থেকে প্রতিদিন আয় হয় কোটি কোটি টাকা।
স্পিডবোট এর একটা সিন্ডিকেট দল আছে।
ফেরি চালু হলে ঘাট বন্ধ হবে মানে এতো আয় হবে না এতো। তাই তারা চাচ্ছে ঘাটের জন্য আলাদা বাজেট।
যা কয়েকশো কোটি টাকার বাজেট। যা দিতে হবে আবার আমাদেরই পকেট থেকে।
ফেরির টোল তো দিবই।
হালিমা আক্তার
বাংলাদেশের সবই চলে সিন্ডিকেটে। তাদের ইচ্ছে পূর্ণ হল।ঘাট সারানোর ব্যবস্থা হল। টাকা আমাদের পকেটে ভরবে তাদের। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
এই ধাক্কা মেনে নেওয়া যায় না। সরকার বা সেতু বিভাগের উচিত দুই বা তিন টি পথ করা লঞ্চ চলাচলের জন্য সেখানে নতুন করে পিলারকে প্রটেক্ট দেওয়া থাকবে যাতে পিলারে থাক্কা না লাগে।
হালিমা আক্তার
এটা আসলেই মেনে নেওয়ার মতো নয়। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
প্রকৃত সত্য আমারা কেউ ই জানিনা, সবাই সব কিছু অনুমান করে বলে যাচ্ছি।
চাই আসল সত্য বেড়িয়ে আসুক। দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে।
এখন কী কী ব্যাবস্থা নিচ্ছি নেব, স্টি ঠিক আছে, কিন্তু এগুলো কেন ঘটলো তা আমরা জানতে চাই।
হালিমা আক্তার
আসল সত্য আমরা সবাই জানতে চাই। কেন বারবার পিলারে ধাক্কা লাগে। প্রাকৃতিক কারণে হলে,
সেটার ব্যবস্থাও নিতে হবে। সমস্যা সমাধান করতে হবে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সরকার বা সেতু বিভাগের উচিত দুই বা তিন টি পথ করা লঞ্চ চলাচলের জন্য সেখানে নতুন করে পিলারকে প্রটেক্ট দেওয়া থাকবে যাতে পিলারে থাক্কা না লাগে। আর লাগলেও নতুন যে গার্ড দেওয়া হবে তাতে পিলারে যেন না লাগে।
হালিমা আক্তার
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আরজু মুক্তা
সরকার এ ব্যাপারে নিশ্চয় পদক্ষেপ নিবেন। স্বপ্নের সেতু পদ্মা নদীতে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ্।
তবে, আসল কারণ জনসমক্ষে আসা উচিত।
সমসাময়িক পোস্ট ভালো হয়েছে।
শুভ কামনা
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ আপা। সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা অবিরাম।
মনির হোসেন মমি
আসলে ঘটনাগুলো দুঃখজনক।আশা করছি প্রশাসন সতর্ক হবেন। গুডপোস্ট।
হালিমা আক্তার
দেখা যাক প্রশাসন কতটুকু কি করে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
ঘটনা সত্যি হলে দুক্খজনক। সঠিক তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া জরুরী। ব্যাপার আবার এই তদন্ত আর ব্যবস্থা গ্রহনে যা কোনকালেই হয় না। তবুও দেখা যাক,,
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।