এডাল্ট জোকস

আনন্দধারা বহিছে ভুবনে ৫ আগস্ট ২০১৫, বুধবার, ০৫:১৬:২২অপরাহ্ন রম্য ৬৪ মন্তব্য

tawfiqtuhin_1304610820_1-leech21

এটি একটি প্রাপ্তবয়স্ক জোকের ফটো। কিন্তু এই লেখাটি কোন জোকের কাহিনী নয়।বা প্রানী বিজ্ঞান বিষয়ে কোন লেখা নয়। তবে লেখাটি বাচ্চা কাচ্চার বুঝতে সমস্যা হতে পারে।তাই এটি প্রাপ্ত বয়স্কদের জন্য লেখা।

মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিল এমপ্লয়ি খুঁজছেন।
প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন। … বিল গেটস বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে… হারানোর তো কিছু নাই আমার…আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব। দাড়িয়েই থাকি বরং বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।

১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিস!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা! বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘উইন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না… চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব। বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন… তারা থাকবেন… আর বাকিরা, দয়া করে আসতে পারেন।

২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক।
বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিব। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি”
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন’ ?
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছি… আফনে?

লেখাটি ফেইসবুকের Adult Jokes গ্রুপ থেকে নেয়া। প্রাপ্ত বয়স্ক হলেই কেবল ঐ গ্রুপের সদস্য হতে পারবেন।আমি যে প্রাপ্ত বয়স্ক একজন মানুষ এই পোষ্টে তারও প্রমান দিলাম   :p

আচ্ছা লেখাটি ভালো লেগেছে তো আপনার?

২৯৯৬জন ২৮৯৯জন
0 Shares

৬৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ