
পরিত্যাক্ত……//
চেতনার ভেতরে উঁকি দিয়ে দেখি নিজেরই অবক্ষয়ের চিত্র!
নির্বাসনের আগেও এমন করে ছিলাম না পরিত্যাক্ত। পরিনতির আগাম কোনো পুর্বাভাসের বিজ্ঞপ্তির ওয়াকিবহাল হওয়া যায়নি; হলে ভালো হতো ঢের! ভালো হতো উদ্ভূত কারনের ব্যাকরনে পটু হতে।অগোছালো লাইনগুলো কঠিন ইস্পাতের বুকে বসিয়ে দেয়া যেত ভঙ্গুর হতে রক্ষা পেতে। সাহজিক ব্যাখ্যায় প্রতিশব্দের বড্ড আকাল। নইলে…… হতে পারতাম ধ্বংসের প্রত্যক্ষ সাক্ষী…….
জেনে গেলাম তবু সেই বা কম কী?
যতই ভিড়িয়েছি তরী ভেতর বন্দরে নোঙড়! ততই বেড়েছে অজানা দিকের কোলাহল! সেও বড় প্রয়োজনীয় ছিলো।
ঠিক পৌঁছে যাব//
কখনো ভীড় ঠেলে বেরোতে পারলে! ঠিকঠাক পৌঁছে যাব পাহাড়ের কাছে।
বলে দেব নালিশের সবটুকু তালিকা।
বিস্ময়ের ঠোঁট সেদিনও কি থাকবে চুপ?
বিস্মৃতির অতলে ডুব দিয়ে ফিরে এসে দেখো! এখনো ফুরায়নি ফুলদানীটার গোলাপের গন্ধ।হেমন্তের শেষদ্বারে দেখা ওয়া ফিঙে পাখির পালকের তলায় জমা থাকা কিছু উষ্ণতা লুকানো ছিলো।খুঁজে পেতে এখানেই রাখা হলো নির্বাচনী স্থান ভেবে। দুপুরটা গড়িয়ে যেইনা পা পড়লো ঢলে-পড়া বিকেলের দুয়ারে! প্রাপ্তবয়স্কা রোদের ঝিলিক উথলে এলো চারদেয়ালের জানালার শার্শিতে।
ঠিকরে পড়া ঝিলিক নাচছে ভীষণ; বাগান বিলাসী অপরাজিতার পাতা ছুঁয়ে আছে নিরবধি প্রচ্ছন্ন ইচ্চায়।
মৌণতার পাহাড়ে প্রতীক্ষার পেন্ডুলাম বেজেই যাচ্ছে ক্লান্তিহীন……..
ছবিঃ ছোটভাই শফিউল ইসলাম সৈকত।
১০টি মন্তব্য
তৌহিদ
নিজেকে পরিত্যক্ত ভাবলেই হবে না। মনে রাখবেন কারো কারো কাছে আপনি অনেক মূল্যবান। হয়তো তার বিনাশ ঠেকানোর একমাত্র মাধ্যম আপনিই।
চাইলেই শৈশবে ফিরে যাওয়া যায় না, বয়সের বেড়াজালে সামাজিকতা বন্দি করে রেখেছে পেন্ডুলামের ঘূর্ণিতে আমাদের সকলকে।
ভালো থাকুন আপনিও। চমৎকার লেখা পড়লাম আপু।
বন্যা লিপি
দুঃখিত, দেরি করে রিপ্লাই দেয়াতে। পড়েছেন দেখে খুশি হলাম। ধন্যবাদ।শুভ কামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
দারুন! যেন কঠিন শিলা ভেদ করে নিভৃত কোন থেকে শব্দগুলো ঝর্ণার মতো বয়ে এসেছে! আমরা যতক্ষণ অচেতন হয়ে থাকি ততক্ষণেই ভালো থাকা যায়, চেতনার মুখোমুখি দাঁঁড়ানোর মতো দুঃসাধ্য কাজ আর নেই। পরিত্যক্ত সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকা লাগে।
আমি একটা ঘর বানাবো,
মাটির দেয়ালে ছায়া দিবে নারকেল পাতা
অঝোর বৃষ্টিতে সয়লাব হবে শুকনো মেঝে
ভেজা মাটির সুগন্ধিতে ভরে উঠবে ঘর,
মৌ-গন্ধ ছড়িয়ে পড়বে আমার অণু-পরমাণুতে!
বন্যা লিপি
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া…..সে মাট
তোমার মন্তব্যের পরোএই গানটা ঠিকঠাক গেয়ে দেয়া যায়।
ভালবাসা ময়না❤❤❤❤❤
জিসান শা ইকরাম
পরিত্যক্ত হবার কারন জেনে যাওয়াও অনেকটা শান্তির,
নিজেকে উপলব্দি করে এমন লেখা কঠিন বৈকি।
প্রতিক্ষার ঘন্টা যতই বাজুক, তার অবসান হয়না।
একান্ত কথান বেশ সহজ, আবার বেশ কঠিনও 🙂
ছবিটা খুবই সুন্দর,
শুভ কামনা।
বন্যা লিপি
খালি বদ্দোয়া করেন ক্যা? একটু শান্তনাও তো দেয়া যায় নাকি? দোয়া করে বলাও যায়….. প্রতীক্ষার অবসান ঘটুক অচিরেই! তবু তো একটা আশা নিয়ে বেঁচে থাকা যায়!
মন্তব্যে ধন্যবাদ।
আরজু মুক্তা
আস্তে আস্তে জেনে ব্যাকরণের শাব্দিক অর্থ জেনে কেউ কি পথ পাড়ি দেয়। অবস্থান বা সময় সবকিছু শেখায় সামাল দিতে। প্রতীক্ষা শেষে অপেক্ষার প্রহর আবার শুরু হয়।
শুভকামনা
বন্যা লিপি
জীবনের ব্যাকরন জীবনে নেমেই শিখতে হয়…….তবে মন্তব্যে অনুপ্রানিত ফু’ম্মা।
সুপর্ণা ফাল্গুনী
জীবন বহতায় কতকিছু দেখি, শুনি, চাই, পাই কিন্তু হিসাব মেলাতে গিয়ে সবকিছু শুভংকরের ফাঁকি হয়ে যায়।
প্রতীক্ষার প্রহর যেন শেষ ই হয়না একটা শেষ হলে আরেকটার অপেক্ষা শুরু হয়ে যায়। এইতো ব্যাকরণ জীবন নদীর। এক বাঁক থেকে আরেক বাঁকে ধাক্কা খেয়ে আবার নব উদ্যমে ছুটছে।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
বন্যা লিপি
এই তো জীবনের বহতা ব্যাকরনের ব্যাখ্যা। ভালো থাকবেন ছোটদিভাই।শুভ কামনা।