“আইয়ুব বাচ্চু” জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট , নাম যার পরিচয় হয়ে উঠেছিল । তিনি একদিন বনের ‘ময়না’র’ দিকে তাকিয়ে ‘রক্তগোলাপ’ হাতে নিয়ে বলেছিলেন – ” ‘প্রেম তুমি কি!’ শুধু কি ‘দুটি মন’ এর নাকি এতো মানুষের ‘জীবনে’র !!” । আকাশ থেকে ‘রিমঝিম বৃষ্টি’ ঝরে পরছিল তিনি ভাবছিলেন – ” ‘একা’ একা ‘কাফেলা’য় চলে যাওয়া থেকে মানুষের ভীরে ‘জীবনের গল্প’ লেখাই ভালো , কাউকে ‘বলিনি কখনো’ ‘ প্রেম প্রেমের মতো’ কিন্তু আসলে প্রেম কী ! কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়ে যাবো একদিন ভালোবাসা কি ! ।
তারপর তিনি সব ‘কষ্ট’ ফেলে ‘সময়’ নষ্ট না করে ‘সাউন্ড অব সাইলেন্স’ এ শুরু করে দিলেন ‘ভাটির টানে মাটির গানে’ ‘ পথের গান ‘।
( একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর একক অ্যালবাম গুলোর নাম)
‘রুপালি গিটার’ হাতে ‘রাত জাগা পাখি হয়ে’ তিনি গাইলেন ‘এখন অনেক রাত’ । কিন্তু ‘বারো মাস’ যত্নের পর যখন তার ‘মাধবী’ লতার মৃত্যু হয় তখন তিনি ধরলেন -“আমি ‘কষ্ট পেতে ভালোবাসি’ এবং ‘সেই তুমি কেনো অচেনা হলে’ ” । তিনি দিন কাটাতে শুরু করেন হাজার হাজার মানুষের ভালোবাসায় এবং দিন শেষে ‘ঘুমন্ত শহরে’র রাত ‘ এক আকাশের তারা’র সাথে ।
হঠাৎ ‘একদিন ঘুম ভাঙা শহরে’ তার ‘ফেরারী মন’ অজান্তেই বলে উঠেছিল-” ‘মেয়ে ও মেয়ে’ ‘কবিতা’র সুখ ওড়াও! আর আমায় ‘হাসতে দেখো’ , আমি কিন্তু ‘উড়াল দেবো আকাশে’ । আজও কেউ জানতে পারেনি কাকে উদ্দেশ্য করে বা কি কারণে তিনি এ কথা বলেছিলেন ।
(একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর গাওয়া সেরা গান গুলোর নাম)
বিভিন্ন দল ঘুরে ঘুরে তিনি মায়ায় গঠন করলেন ব্যান্ড ‘এলআরবি’ , ছড়িয়ে দিলেন ‘সুখ’ আর নিজে ‘যুদ্ধ’ ভুলে দেখলেন ‘স্বপ্ন’ । ‘ঘুমন্ত শহরে’ ‘আমাদের বিস্ময়’ করতে থাকে তার একের পর এক গান , তার গান শুনে আমরা ‘অচেনা জীবন’ এ বুঝতে পারি ‘মন চাইলে মন পাবে’ এবং তার গান শুনে বেড়ে উঠা আমাদের ।
‘মনে আছে নাকি নেই’ তার ‘ফেরারী মন’ এর কথা , আমাদের ভালোবাসা কি সেই মনকে ‘স্পর্শ’ করতে পেরেছিল !!!
হয়তো পরেছিল তাই আমাদের মাঝে এতো এতো ভালোবাসা ছড়িয়ে ছিলেন ; ‘তবুও’ তিনি আজ ২০১৮ সাল ১৮ অক্টোবর সকাল ৯টায় আমাদের সবাইকে ফাঁকি দিয়ে উড়াল দিয়ে চলে গেলেন না ফেরার দেশে ।
(একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর ব্যান্ড অ্যালবাম গুলোর নাম)
এভাবে ফাঁকি দিতে হয় না কিন্তু ভালোবাসার মানুষ গুলো এক সময় ভুলে যায় এ কথা , তারা ঠিকিই নির্মম ভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যায় ।
আইয়ুব বাচ্চু স্যার চলে গেছে, বড্ড দূরে চলে গেছে কিন্তু তার গাওয়া গান গুলো আমাদের কাছে আছে তাই তিনি আমাদের মাঝে ছিলেন, আছেন , অপরিবর্তনীয় ভালোবাসায় থাকবেন ।
৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তাঁর গানেই তাঁকে মানুষ স্বরন করবে। অনেক অনেক অনেক……………………
জিসান শা ইকরাম
তিনি চলে যাওয়াতে খুবই মন খারাপ ছিল অন্য সবার মত আমারো,
তাঁর প্রতি অনেক শ্রদ্ধাঞ্জলী ও ভালবাসা।
তিনি বেঁচে থাকবেন তাঁর কন্ঠের মাঝে।
তৌহিদ ইসলাম
গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র হাড়িয়ে গেলো। কিন্তু তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।