মায়াবতী ললনা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ এপ্রিল ২০২১, বুধবার, ১২:০৭:৪৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  1. একদিন সুবর্ণরেখা গ্রামের পথে,
  2. দৃপ্ত পায়ে পুলকিত মনে হাঁটতে হাঁটতে,
  3. পূর্ব প্রান্তে তাকিয়ে দেখতে পেলাম,
  4. আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছে
  5. এক মায়াবতী ললনা।
  6. দীঘল কালো কেশ, যার নয়ন ভরা স্বপ্ন,
  7. বদনখানিতে লেগে আছে হাসিররেখা ।
  8. যার মুখনিঃসৃত বাণী বকুল গাছটার নিচে দাঁড়িয়ে শ্রবণ করলাম,
  9. শ্রুতি থেকে অতি শ্রুতিমধুর বাণী গুলো।
  10. যা একজন পথযাত্রী শ্রবণ করলে,
  11. শ্যেনদৃষ্টিতে বদনখানি চেয়ে দেখবে।
  12. যা তার কাছে চির চেনা সুর হয়ে রবে,
  13. জন্ম জন্মান্তর।
  14. সুবর্ণরেখা গ্রামটি ছবির ন্যায় ততটা সুন্দর নয়,
  15. যতটা সুন্দর ঐ আলতা রাঙা পায়ে ললনাটা।
  16. যে তাকে এক বার দেখবে সে তার প্রেমে না পড়ে,
  17. কাটাতে পারবে না একটি প্রহর।
  18. হাজারো প্রেমিক মায়াবতী ললনার দিকে তাকিয়ে থাকবে,
  19. ততক্ষণে কেটে যাবে দিবার দৈর্ঘ্য খানি,
  20. তবু সেই সৌন্দর্যের ঘোর শেষ হবে না প্রেমিকের।
  21. আমারও সেই দিনে ঠিক তেমনি অনুভূতি হয়েছিল।
৯৩৪জন ৭০১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ