মনির হোসেন মমি(মা মাটি দেশ) মে ১১, ২০১৭ at ৪:৩৬ অপরাহ্ন আমার খুব ইচ্ছে করে হাত বাড়িয়ে, মৃত্যুর মতো নিথর এই সন্ধ্যা টুকু ছুই। সবাই চলে যায়, নিজস্ব গন্তব্যে, আমিই শুধু ধূলোয় পরে রই। অপূর্ব কথা মালা।যার জন্ম দিন হউক সে অনেক ভাগ্যবান হবেন এত সুন্দর কবিতা পেয়ে।বরাবরের মতো ভাল লাগা জানিয়ে গেলাম। -{@
নীহারিকা মে ১১, ২০১৭ at ৮:২৫ অপরাহ্ন বিভাগ খেলাধুলা দেখে ভেতরে এসে মাথা আউলায়া গেলো। এত কঠিন লাগে কেন লেখা?
আগুন রঙের শিমুল মে ১২, ২০১৭ at ১:৩৪ পূর্বাহ্ন বেশী কঠিন হয়ে গেছে?!! 🙁 ভালোলাগার লাইনগুলো এক করে নিবেদন, কঠিন হইলে কবিদের দোষ 😀
৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার খুব ইচ্ছে করে হাত বাড়িয়ে,
মৃত্যুর মতো নিথর এই সন্ধ্যা টুকু ছুই।
সবাই চলে যায়, নিজস্ব গন্তব্যে,
আমিই শুধু ধূলোয় পরে রই।
অপূর্ব কথা মালা।যার জন্ম দিন হউক সে অনেক ভাগ্যবান হবেন এত সুন্দর কবিতা পেয়ে।বরাবরের মতো ভাল লাগা জানিয়ে গেলাম। -{@
আগুন রঙের শিমুল
মনির ভাই অসংখ্য ধন্যবাদ (3
নীহারিকা
বিভাগ খেলাধুলা দেখে ভেতরে এসে মাথা আউলায়া গেলো। এত কঠিন লাগে কেন লেখা?
আগুন রঙের শিমুল
বেশী কঠিন হয়ে গেছে?!! 🙁
ভালোলাগার লাইনগুলো এক করে নিবেদন, কঠিন হইলে কবিদের দোষ 😀