একজন ধর্ষিত নারী ধর্ষণের ফলে শারীরিক ও মানসিকভাবে যখন সম্পূর্ণ ভেঙ্গে পড়ে, ঠিক তখনই আদালতে তাকে ‘Two-finger Test’ নামক অপমানজনক পরীক্ষা দিতে হয় নগ্ন হয়ে কতোগুলো পুরুষ চিকিৎসকদের সামনে।
আমাদের দেশে একজন ধর্ষিত নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা যাচাই করার জন্য আদালতে ‘Two-finger Test’ করানো হয়। এই টেস্ট করানোর জন্য কি দেশে নারী চিকিৎসক নেই, তাদের দ্বারা কি এই টেস্ট করানো যায়না? কেন পুরুষ চিকিৎসকদের সামনেই একজন নারীকে নগ্ন করতে হবে?
এই পদ্ধতিটা কতোটা কার্যকর বা যুক্তিযুক্ত? ধর্ষণের ফলে ধর্ষিত নারী কুমারীত্ব বা সতীত্ব হারিয়েছেন কিনা তা যাচাই করা হয় এই টেস্টের মাধ্যমে। কুমারীত্ব বা সতীত্ব শব্দগুলো পুরুষতান্ত্রিক সমাজের সৃষ্টি করা। একজন নারী অনেক ভাবেই কুমারীত্ব হারাতে পারেন, ধর্ষণ ছাড়াও। কোনো দুর্ঘটনা, বা পূর্বে সে ধর্ষিত হয়েছিল, বা সে স্বেচ্ছায় কারো সাথে মিলিত হয়েছিল, অথবা সে বিবাহিত। এক্ষেত্রে কি এই ‘Two-finger Test’ দ্বারা তার সুবিচার নিশ্চিত করা যাবে? এসব ক্ষেত্রে ফলাফল আসবে যে তার কুমারীত্ব আগেই নষ্ট হয়েছে, এবং তাকে প্রতিপক্ষের আইনজীবিরা ধর্ষককে নির্দোষ প্রমাণ করে ফেলেন সহজেই। যার কুমারীত্ব নেই, সে কি তাহলে বেশ্যা নাকি?
সম্প্রতি উচ্চ আদালতে ধর্ষণ পরীক্ষার আপত্তিকর, ত্রুটিপূর্ণ, নারীর প্রতি অবমাননাকর এই মেডিক্যাল টেস্ট বাতিলের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের নির্দেশ জারি করা হয়েছে। উচ্চ-আদালতের এই সুবিবাচনাপ্রসূত নির্দেশকে আমরা মনে-প্রাণে স্বাগত জানাই। নারী হোক অথবা পুরুষ, সকলের মানুষ হিসেবে প্রাপ্য সম্মান ও সুবিচার নিশ্চিত করা প্রত্যেকের মানবিক দায়িত্ব।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রাপ্য সম্মান অবশ্যই সুনিশ্চিত করতে হবে ।
অনেক অনেক দিন পরে এলেন !
ফাহিমা কানিজ লাভা
অনেকদিন পরই বটে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
এটি খুবই অপমানের
অমানবিক
এসব অপমান এবং অমানবিক সিস্টেমের কারনে একজন নারীকে ধর্ষণ পরবর্তী তীব্র মানসিক অত্যাচার সহ্য করতে হয়।
বাতিল করে দেয়া উচিৎ এই পরীক্ষা পদ্ধতি।
ভালো লেখা।
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।
স্বপ্ন
সমাজ সচেতনতা মুলক লেখা । এই অবস্থার অবসান চাই ।
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ। আমরা সকলেই এর অবসান চাই।
খসড়া
একজন নারীর টু ফিঙ্গার টেস্ট এবং নাবালিকা কিনা এই দুটি টেস্ট অত্যান্ত অপমান জনক, এটি আর একটি অইনগত ধর্ষন।
ফাহিমা কানিজ লাভা
নিঃসন্দেহে এটা আইনগত ধর্ষণ। এই অপমানজনক পরীক্ষা বাতিল এখন সময়ের দাবি।
শুন্য শুন্যালয়
হুম, অনেক দেশেই এটি আইন করে নিষিদ্ধ করা হয়েছে, আইন এর সত্যি প্রয়োগ টা চাই… সুন্দর পোস্ট আপু…
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ। আশা করি আমাদের দেশেও এই জঘণ্য আইনটি অচিরেই বাতিল হবে।
শিশির কনা
এসব নিয়ে কোন আন্দোলন করতে পারেন না , নারী নেতৃবৃন্দ ? (y)
ফাহিমা কানিজ লাভা
নারী নেতৃবৃন্দরা কি করেন কে জানে। তবে এ বিষয়ে নারী আইনজীবীরা এগিয়ে এসেছেন যথেষ্ট, সাধুবাদ জানাতেই হবে তাদের।
রাইসুল জজ্
আচ্ছা, আধুনিক কোন পদ্ধতি কি নেই ?
ফাহিমা কানিজ লাভা
google-এ সার্চ দিয়ে তো দেখলাম আরো অনেক টেস্ট আছে।
হতভাগ্য কবি
আমাদের কিছু করা উচিত , এইভাবে চলতে পারে না।
ফাহিমা কানিজ লাভা
নীতিমালা প্রণয়নের নির্দেশ জারি করা হয়েছে। দেখা যাক কি হয়।