গোধূলি বেলা ডুবে ভালবাসায়

স্বপ্ন নীলা ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার, ১২:০৪:১৭অপরাহ্ন বিবিধ ৩৪ মন্তব্য


কে বসে আছে হালকা নীল শাড়ী পড়ে, চোখ জোড়া ঢাকা আছে নীল ভারী চশমায়
বাতাস উড়ে যায় কাঁচা পাকা চুলে, গ্রীবা বেঁকে চেয়ে আছে দূর নীলিমায়
কেগো তুমি, বড্ড চেনা চেনা, বুকের ভেতর মোচর দিয়ে খোঁজে ভালবাসা।
হৃদয়ের অলি গলি সব খোঁজ হয়ে গেল বাকি কেবল জমানো চিঠির ভাঁজ
সেই কবে লেখা তার কাছে, সে কত কথা, কত স্মৃতি চমকে যায় মনের জানালায়-
একটু তাকালে ক্ষতি কি এতই বেশি, যদি হয় দেখা তার সাথে এই অবেলায়—!


সাদা পাঞ্জাবী গাঁয়ে বসে ভাবনায় মজেছো কোন সে পুরুষ তুমি, হৃদয়ে কেন বাজে শংকা
মনের ভেতর কেন বইছে উথাল পাতাল ঢেউ, অহ্ নাহ্, এটা কি করে হয়, ইদানিং শুধুই ভুল ভাবা হয়
চশমার পাওয়ার বদলাতেই হবে কাল কিংবা পরশু, কাজের মাঝে আরো ডুবিয়ে দিতে হবে মন
কবিতার পাতায় খুঁজে বেড়ায় কিছু কথা, সেই কবে লিখে দিয়েছিলে, ওসব কি আর মনে আছে বড় !!
কিন্তু কেন মন আনচান করে, কার তরে খুঁজে বেড়ায় কবিতার শব্দমালা, কার কথা মনে বাজে বারবার !!

হঠাৎ চোখ পড়ে যায় চোখে, এতো সেই নীলাঞ্জনা ! হাজারো প্রশ্ন হরহর করে বলে দেয় আকাশ
এই স্টেশনে তুমি !!! সেই তুমি  নীলা !! কেমন আছ !! কোথায় যাবে তুমি এই গোধূলি বেলায় !!
বড্ড বেশি রোগা হয়ে গেছ তুমি, চুলগুলোতে পাক ধরেছে, চোখ ঢেকেছো  ভারী চশমায়-
এখনো কি লেখা চলে রাত অবধি, খাওয়া দাওয়া চলেতো ঠিকঠাক! খুব অনিয়ম করতে তুমি!!

একরাশ দীর্ঘশ্বাস গড়িয়ে যায় বুকে, চেয়ে দেখে সেই চোখকে, যে চোখে হাজার প্রশ্ন খেলা করে
ঘুরে বসে নীলা, কখন ট্রেন আসবে!! বড্ড বেশি দেরী করে আজকাল, মনে ভিড় করে অভিমান
এত বছর পর কেন আজ দেখা হলো, বড়ই স্বার্থপর আকাশ, তবু কেন এত টান পড়ে মনে !!
চোখের কোনে গড়িয়ে পড়ে অশ্রুধারা, তবে কি এখনো কিছু বাকী আছে এই স্বার্থপরটার জন্যে !!
গ্রীবা বাকিয়ে বলে, হ্যা আমি প্রচন্ড ভাল আছি, রাত গড়িয়ে দিন আসে, দিন আর রাতে আসে মাস- বছর
কাজের ভীরে যন্ত্রনার খোঁচায় যেভাবে ভাল থাকা যায়, তার সবটাতেই আমি আছি, শুধুই আমি একা !!

প্রচন্ড জটিলতার মধ্যে বাস আমার প্রতি ক্ষণে, হার্টও আর কাজ করে না আগের মতন
হাত দিয়ে চমশা মুছে রুমালের ভাজে,  তারই ভালবাসা বসে আছে খুবই কাছে
নীলা! একার মাঝেই হয়তো বাস করে ভিন্ন কেউ, সেকি আমি নই !! বেদনার হাসি মিলিয়ে যায় দূরে

তুমি ঠিক আগের মতই আছো, এতটুকু বদলাও নাই, শীত পরেছে, গায়ে সুয়েটারটাও পর নাই !!
এভাবে কি আর জীবন চলে !! কষ্টকেও যত্ন করে রাখতে হয় বল, দেখ ! বকুলের তলা ছেয়ে গেছে ফুলে –
একটু পরেই সন্ধা নামবে, পাখিগুলো ফিরছে নীড়ে, দেখ ! সেই কত বছর পরে দেখা, এভাবে তো ভাবি নাই আমি !

দূরে হুইসেল বাজে !! ঝনঝন করে ট্রেন চলে আসে, এতটুকু সময় নেই দেরী, ট্রেনটা বড্ড তারাতারি এল আজ
চারচোখে পানি ছলছল !! পানি গড়িয়ে পড়ে দুটো গালে, ট্রেন এসে ভিড়ে পড়ন্ত বিকেলে !! বড্ড বেরসিক ট্রেন
উঠে দাঁড়ায় নীলা ! নীল আচলে চোখ মুছে বলে,“খুব ভাল থেক-যেমনটা তুমি থাকতে চেয়েছিল কতটা বছর আগে !!
আকাশ চেয়ে থাকে ভালবাসার দিকে, এত ভুলে ভরা জীবনে কেন টান এত বেশি! নীলা!! এতই কি শক্তি তোমার বেশি !
ট্রেনে উঠে নীলা নীল আচল উড়িয়ে, তাকিয়ে দেখে একটি মানুষের চোখে পানির ঝর্ণা, হাত তুলে ঠায় দাঁড়িয়ে আছে
জানালায় নীল শাড়ির আচল উড়িয়ে ট্রেন চলে যায়, আকাশ ভাবে আজকের চলে যাওয়া ট্রেনটি আমার হতে পারতো
ট্রেন চলে যায়, ভাবে আকাশ, হায় !! আজও দেওয়া হলো না একটিও বকুল !! দূরে সন্ধা নামে, ভালবাসা নামে ভাবনায় !!

১৪ জানুয়ারী,২০১৫

 

১৯২৯জন ১৯২৭জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ