১
কে বসে আছে হালকা নীল শাড়ী পড়ে, চোখ জোড়া ঢাকা আছে নীল ভারী চশমায়
বাতাস উড়ে যায় কাঁচা পাকা চুলে, গ্রীবা বেঁকে চেয়ে আছে দূর নীলিমায়
কেগো তুমি, বড্ড চেনা চেনা, বুকের ভেতর মোচর দিয়ে খোঁজে ভালবাসা।
হৃদয়ের অলি গলি সব খোঁজ হয়ে গেল বাকি কেবল জমানো চিঠির ভাঁজ
সেই কবে লেখা তার কাছে, সে কত কথা, কত স্মৃতি চমকে যায় মনের জানালায়-
একটু তাকালে ক্ষতি কি এতই বেশি, যদি হয় দেখা তার সাথে এই অবেলায়—!
২
সাদা পাঞ্জাবী গাঁয়ে বসে ভাবনায় মজেছো কোন সে পুরুষ তুমি, হৃদয়ে কেন বাজে শংকা
মনের ভেতর কেন বইছে উথাল পাতাল ঢেউ, অহ্ নাহ্, এটা কি করে হয়, ইদানিং শুধুই ভুল ভাবা হয়
চশমার পাওয়ার বদলাতেই হবে কাল কিংবা পরশু, কাজের মাঝে আরো ডুবিয়ে দিতে হবে মন
কবিতার পাতায় খুঁজে বেড়ায় কিছু কথা, সেই কবে লিখে দিয়েছিলে, ওসব কি আর মনে আছে বড় !!
কিন্তু কেন মন আনচান করে, কার তরে খুঁজে বেড়ায় কবিতার শব্দমালা, কার কথা মনে বাজে বারবার !!
৩
হঠাৎ চোখ পড়ে যায় চোখে, এতো সেই নীলাঞ্জনা ! হাজারো প্রশ্ন হরহর করে বলে দেয় আকাশ
এই স্টেশনে তুমি !!! সেই তুমি নীলা !! কেমন আছ !! কোথায় যাবে তুমি এই গোধূলি বেলায় !!
বড্ড বেশি রোগা হয়ে গেছ তুমি, চুলগুলোতে পাক ধরেছে, চোখ ঢেকেছো ভারী চশমায়-
এখনো কি লেখা চলে রাত অবধি, খাওয়া দাওয়া চলেতো ঠিকঠাক! খুব অনিয়ম করতে তুমি!!
৪
একরাশ দীর্ঘশ্বাস গড়িয়ে যায় বুকে, চেয়ে দেখে সেই চোখকে, যে চোখে হাজার প্রশ্ন খেলা করে
ঘুরে বসে নীলা, কখন ট্রেন আসবে!! বড্ড বেশি দেরী করে আজকাল, মনে ভিড় করে অভিমান
এত বছর পর কেন আজ দেখা হলো, বড়ই স্বার্থপর আকাশ, তবু কেন এত টান পড়ে মনে !!
চোখের কোনে গড়িয়ে পড়ে অশ্রুধারা, তবে কি এখনো কিছু বাকী আছে এই স্বার্থপরটার জন্যে !!
গ্রীবা বাকিয়ে বলে, হ্যা আমি প্রচন্ড ভাল আছি, রাত গড়িয়ে দিন আসে, দিন আর রাতে আসে মাস- বছর
কাজের ভীরে যন্ত্রনার খোঁচায় যেভাবে ভাল থাকা যায়, তার সবটাতেই আমি আছি, শুধুই আমি একা !!
৫
প্রচন্ড জটিলতার মধ্যে বাস আমার প্রতি ক্ষণে, হার্টও আর কাজ করে না আগের মতন
হাত দিয়ে চমশা মুছে রুমালের ভাজে, তারই ভালবাসা বসে আছে খুবই কাছে
নীলা! একার মাঝেই হয়তো বাস করে ভিন্ন কেউ, সেকি আমি নই !! বেদনার হাসি মিলিয়ে যায় দূরে
৬
তুমি ঠিক আগের মতই আছো, এতটুকু বদলাও নাই, শীত পরেছে, গায়ে সুয়েটারটাও পর নাই !!
এভাবে কি আর জীবন চলে !! কষ্টকেও যত্ন করে রাখতে হয় বল, দেখ ! বকুলের তলা ছেয়ে গেছে ফুলে –
একটু পরেই সন্ধা নামবে, পাখিগুলো ফিরছে নীড়ে, দেখ ! সেই কত বছর পরে দেখা, এভাবে তো ভাবি নাই আমি !
৭
দূরে হুইসেল বাজে !! ঝনঝন করে ট্রেন চলে আসে, এতটুকু সময় নেই দেরী, ট্রেনটা বড্ড তারাতারি এল আজ
চারচোখে পানি ছলছল !! পানি গড়িয়ে পড়ে দুটো গালে, ট্রেন এসে ভিড়ে পড়ন্ত বিকেলে !! বড্ড বেরসিক ট্রেন
উঠে দাঁড়ায় নীলা ! নীল আচলে চোখ মুছে বলে,“খুব ভাল থেক-যেমনটা তুমি থাকতে চেয়েছিল কতটা বছর আগে !!
আকাশ চেয়ে থাকে ভালবাসার দিকে, এত ভুলে ভরা জীবনে কেন টান এত বেশি! নীলা!! এতই কি শক্তি তোমার বেশি !
ট্রেনে উঠে নীলা নীল আচল উড়িয়ে, তাকিয়ে দেখে একটি মানুষের চোখে পানির ঝর্ণা, হাত তুলে ঠায় দাঁড়িয়ে আছে
জানালায় নীল শাড়ির আচল উড়িয়ে ট্রেন চলে যায়, আকাশ ভাবে আজকের চলে যাওয়া ট্রেনটি আমার হতে পারতো
ট্রেন চলে যায়, ভাবে আকাশ, হায় !! আজও দেওয়া হলো না একটিও বকুল !! দূরে সন্ধা নামে, ভালবাসা নামে ভাবনায় !!
১৪ জানুয়ারী,২০১৫
৩৪টি মন্তব্য
প্রহেলিকা
এই পোষ্টিকে বিজ্ঞ জনেরা কিভাবে মুল্যায়ন করে দেখতে চাঁই। কথা দিচ্ছি আবার আসবো ।
স্বপ্ন নীলা
হুমমম 🙁
হৃদয়ের স্পন্দন
বাহ, প্রথমত এটা কাব্য গল্প, দ্বিতীয়ত ট্রেন লেট আর তারাতারি আসা, তৃতীয় ট্রেন টা আজ আকাশ হতে পারত, চতুর্থ দেওয়া হলনা বকুল পঞ্চম আমি মুগ্ধ ষষ্ঠ এমন লেখা চাই আর সপ্তমে আকাশ নীলাপুর ভালোবাসা বেচেঁ থাক, বহুবছর পরে আরেকবার না হয় দেখা হোক বাস টার্মিনাল এ আপু ভালো লিখেছেন
স্বপ্ন নীলা
একটু লিখতে চেষ্টা করলাম হৃদয়ের স্পন্দন।
ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম
শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর একটা লেখা পড়লাম আপু। একার মাঝেই হয়তো বাস করে ভিন্ন কেউ। ভিন্ন ভিন্ন রূপ গুলো সময়ভেদে বেড়িয়ে আসে। স্মৃতি আছে বলেই বর্তমান সুন্দর, মাঝে মাঝে দেখা হয়ে গেলে কস্ট যদিও হয়, তবুও এই কস্টের প্রয়োজন আছে। অনেক সুন্দর লেখা।
স্বপ্ন নীলা
আপনার মন্তব্যে উৎসাহিত হলাম আপু—
ভাল থাকবেন সব সময়
জিসান শা ইকরাম
অনেক দিন পরে একটি ভালো লেখা পড়লাম প্রিয় ব্লগার।
শুভ কামনা।
স্বপ্ন নীলা
ভীষণ ভীষণভাবে উৎসাহিত হলাম জিসান ভাই—-
আপনার মন্তব্য পাওয়া ভাগ্যের ব্যাপার—- আপনার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রাশি রাশি
ছাইরাছ হেলাল
আপানার এই একটি লেখাই অনেক লেখা। যাক পুষিয়ে দিয়েছে উদার হাতে।
স্বপ্ন নীলা
হেলাল ভাই ! আজ ভাবছিলাম যে একটা লিখা সোনেলায় দিবই—তাই লিখতে বসলাম–একটু ভাবনা হতেই লেখা– কিন্তু আপনার মত করে যে লিখতে পারি না—গতকাল আপনার যে কবিতাটা পড়লাম–ওহ্ অসাধারণ !!!
শুভকামনা রইল আপনার জন্য
নুসরাত মৌরিন
গল্পের মত কবিতা।নাকি কবিতার মত গল্প।
লেখাটা কী দারুন…”দূরে সন্ধ্যা নামে…ভালবাসা নামে ভাবনায়”।
অনেক কিছুই ভাবালো এই লেখা… (y)
স্বপ্ন নীলা
একটু লিখতে চেষ্টা করলাম, আপনার ভাল লেগেছে যেনে আমার ভীষণ ভাল লাগলো
আপু ভাল থাকবেন সব সময়————–
খেয়ালী মেয়ে
দুজনই দুজনের ভাবনায় মগ্ন, অথচ মাঝখানে একিসের দূরত্ব—-
স্বপ্ন নীলা
হুমমম—–দুজনই দুজনকে নিয়ে ভাবে কিন্তু মাঝখানে শুন্যতা বিরাজ করে !!
ভাল থাকবেন আপু
শান্তনু শান্ত
ভাল লিখেছেন। (y)
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন সব সময়
মরুভূমির জলদস্যু
একেই কি বলে গদ্য-কবিতা?
স্বপ্ন নীলা
হুমমম—– এটা গদ্য কবিতা- একটু লিখতে চেষ্টা করলাম এই আর কি !!
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর
মেহেরী তাজ
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম আপু।
স্বপ্ন নীলা
আপনার ভাললাগাটা নিয়ে নিলাম, আর অনেকগুলো শুভকামনা দিয়ে গেলাম
ভাল থাকবেন সব সময়
ছারপোকা
বকুলের তলা ছেয়ে গেছে ফুলে –
একটু পরেই সন্ধা নামবে,
পাখিগুলো ফিরছে নীড়ে, দেখ ! সেই কত বছর পরে দেখা, এভাবে তো ভাবি নাই আমি ।
খুব ভাল লেগেছে এত ভাল হবে হয়তো নিজেই ভাবেন নাই ।
এই পর্যন্ত দুইবার পড়া হলো সামুতে ও দিয়েছিলেন ঐখানে ও কমেন্টস করেছিলাম “থার্ড পার্সন প্লুরাল” নিক এ ।
স্বপ্ন নীলা
হুমমম— প্রথমে লিখেছি আর কেটেছি, পরে ভাবলাম লিখেই ফেলি !! সামুতে আপনার মন্তব্য পেয়েছি এবং উত্তরও দিয়েছি—
ভাল থাকবেন নিরন্তর—–
ব্লগার সজীব
আপু গতকাল থেকেই পড়ছি আপনার পোষ্ট।এমন লেখা বার বার পড়লেও শেষ হয়না।প্রতিবার পঠনে ভিন্ন ভিন্ন ভাবে এসে যায় লেখাটি। এমন ম্যাজিক লেখা পোষ্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। -{@
স্বপ্ন নীলা
ভাই, পোস্টটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো—-।
মন হতে অনেক অনেক শুভকামনা রইল
অরণ্য
ভাল লাগলো লেখাটি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার মনে হচ্ছে আগে আমি কোথাও পড়েছি গল্পটা কিংবা লেখাটা। স্বপ্ন নীলা আপনি কি আমাকে হেল্প করতে পারেন? না কি জোর করে কোন কিছুর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছি আমি?
স্বপ্ন নীলা
আমি ফেবুতে লেখাটি দিয়েছি –ফেবুতে আমার নিক, লাইলী আরজুমান খানম লায়লা —–তাছাড়াও সামু ব্লগেও দিয়েছি—–। হয়তো কোথাও আমার লেখাটি পড়তে পারেন===
আমি হলফ করে বলতে পারি এই লেখা অন্য কোন লেখকের নয়– এটা আমার হৃদয় হতে লেখা—-
ভাল থাকবেন নিরন্তর
শিশির কনা
ভালো লেগেছে আপু.৫ তারকা দিলাম 🙂
স্বপ্ন নীলা
খুশি হলাম অনেক
ভাল থাকবেন সব সময়
বনলতা সেন
এ লেখায় মন্তব্য করা কঠিন। প্রতিটি লেখার জন্য মন্তব্য করতে পারলে ভাল হত।তাও সাহসে কুলাচ্ছে না।
তবে আপনি এখানে লেখা দিলেন বলেই আমরা পড়তে পারছি। আপনি বড় লিখিয়ে তা জানি।
এ জন্য বেশি বেশি পড়তে চাই। কিন্তু কপাল চওড়া না দেখতেই পাই।
আবার ও পড়ব।
স্বপ্ন নীলা
ওরে আপুরে— এত সুন্দর করে উৎসাহ পেলে আরো লিখতে ইচ্ছে করে—
অনেক অনেক ভাল থাকবেন সব সময়
প্রজন্ম ৭১
খুবই ভালো লেগেছে আপু।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়
ছারপোকা
আপনার লেখনী শক্তি কিন্তু খুব অসাধারন বলতেই হবে ।
আপনি ও ভাল থাকবেন অনেক ।আর কৃতজ্ঞতা জানবেন ।
স্বপ্ন নীলা
উৎসাহিত হলাম
আপনিও ভাল থাকবেন সব সময়