এইসব ভালোবাসা মিছে নয়

মুহম্মদ মাসুদ ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৯:১৫:২৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

শেষ নিশ্বাস বন্ধ হোক অদৃশ্য ছায়ায়।
আত্মাটুকু ভেসে যাক অতৃপ্ত মায়ায়।

শেষ পলক পড়ে যাক দুফোঁটা অশ্রু বেঁয়ে।
শেষ হাসিমুখ বিদায় হউক সুনজরে চেয়ে।

শেষ আকুতির অনুমতি হোক একটু আলিঙ্গন।
শেষ বিদায়ের অনুষ্ঠান হোক চিলতে চুম্বন ভোজন।

তবুও, তুমি রয়ে যাবে এই অভাগার
কল্পনায়।
আমৃত্যু স্মৃতিপথে আর শেষ প্রহরের
প্রার্থনায়।

৫২৯জন ৪৫৯জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ