শেষ নিশ্বাস বন্ধ হোক অদৃশ্য ছায়ায়।
আত্মাটুকু ভেসে যাক অতৃপ্ত মায়ায়।
শেষ পলক পড়ে যাক দুফোঁটা অশ্রু বেঁয়ে।
শেষ হাসিমুখ বিদায় হউক সুনজরে চেয়ে।
শেষ আকুতির অনুমতি হোক একটু আলিঙ্গন।
শেষ বিদায়ের অনুষ্ঠান হোক চিলতে চুম্বন ভোজন।
তবুও, তুমি রয়ে যাবে এই অভাগার
কল্পনায়।
আমৃত্যু স্মৃতিপথে আর শেষ প্রহরের
প্রার্থনায়।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কল্পনা থেকে বাস্তবে ধরা দিক এই কামনা রইলো। কি প্রেম মরনেও এত আকুলতা সে কি বৃথা যেতে পারে? ভালো থাকুন সবসময় শুভ কামনা
নৃ মাসুদ রানা
আসলেই, প্রকৃত প্রেম কখনোই বৃথা যায়না…
সাবিনা ইয়াসমিন
এতো আদর-যত্নের ভালোবাসা মিছে হতেই পারে না। চাওয়া গুলো পূর্ণ হোক।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
ইনশাআল্লাহ, দোয়া করুন…
হালিম নজরুল
বাহ! ভাল লাগল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর…
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“তবুও, তুমি রয়ে যাবে এই অভাগার
কল্পনায়।
আমৃত্যু স্মৃতিপথে আর শেষ প্রহরের
প্রার্থনায়।“
ভালবাসার সার্থক রুপায়ন
শুভ কামনা।
ইঞ্জা
অসাধারণ লিখলেন ভাই, কিন্তু অল্প এই লেখাতে কি মন ভরে, ব্লগে যত বড় লিখবেন ততই ভালো, আপনি তো ভালো গল্প লেখেন, দেননা ব্লগে, পড়ি। 😁
নৃ মাসুদ রানা
হুমম অবশ্যই।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই। 😊