
এখন কাক ডাকা ভোর।
চতুর্দিকে কাকদের কা কা আর,
পাখিদের কিচিরমিচির কোলাহল।
ঘুটঘুটে অন্ধকার সারা শহরময়;
নির্জন নিস্তব্ধতার চাদরে আবৃত।
এই অন্ধকারের বুক চিড়ে
মাথা চাড়া দিয়ে ওঠা ল্যাম্পপোস্ট গুলোর-
মস্তকে জ্বলজ্বল করছে এক পসলা নিয়ন বাতির আলো।
এখন এই রাত্রির শেষভাগে ক্ষণে ক্ষণে-
ডেকে উঠছে রাস্তার বেয়ারিশ কুকুর গুলো,
যেনো আপনজন/প্রিয়জনের শূন্যতার ভার
সইতে না পেরে বিকট শব্দের আহাজারি!
এমন এক শূন্যতা আমাকেও কুরে কুরে খাচ্ছে
কালবৈশাখীর তাণ্ডব চলছে বক্ষ জুড়ে
দুচোখ ফেটে বেরিয়ে আসছে রক্তের ফুয়ারা
হায়! এই বিদগ্ধ যন্ত্রণা যার জন্যে
সে যে আমারই প্রাণান্ত প্রিয় আমার সোনেলা।
সে কি আমারই মতো আমার শূন্যতা অনুভব করছে-
নাকি আমাকে ভুলে প্রিয়জনদের সাথে নিয়ে
গল্পে গানে শব্দে ছন্দে মেতে আছে!
~সুরাইয়া পারভীন
উৎসর্গ-প্রাণপ্রিয় সোনেলা ব্লগ
একদিন সমস্ত শেকল কেটে
আবার আসবো ফিরে তোমার নীড়ে।
যতোই জুটুক নাস্তিকতার সনদ কপালে।
তবুও আসবো আসবোই ফিরে
***—————————————————————————-**
সোনেলায় ব্লগারের অভাব নেই। কিন্তু সোনেলা অন্তপ্রান ব্লগার হাতে গোণা। তাদেরই একজন সোনালি, আমাদের সুরাইয়া। অনেকের ভীড়ে অল্প সময়ের মধ্যে দ্রুত নিজের অবস্থান প্রকাশ করার গুণ আছে ওর।
আমি সব সময়েই বলি, সুরাইয়া একজন জাত-লেখক।
শব্দ-বর্ণ নিয়ে অবিরাম খেলতে পারে। একটা থীম আর পাঁচ মিনিট সময় যদি ওকে দেয়া হয় তাহলে ও ঐ পাঁচ মিনিটে একই থীমে পাঁচটা লেখা নামিয়ে দিতে পারবে।
সুরাইয়া সোনেলার সবচেয়ে প্রানবন্ত এক পাখির নাম, যার গুঞ্জনে সোনেলার আঙিনা সারাক্ষণ মুখরিত হতো।
ব্যস্ততার নিষ্পেষণে ও আজ উঠোনের বাইরে, কিন্তু ভুলেনি আমাদের, ভুলেনি তার ব্লগবাড়ির আঙিনা। সোনেলায় প্রেরিত ওর বার্তা আজ এখানে তুলে রাখলাম।
❝তুমি ফিরবে জানি, তোমার শূন্যস্থান তোমাতেই পূর্ণ হবে…..তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায়-সোনেলা❞
৩৭টি মন্তব্য
আরজু মুক্তা
সুরাইয়া আপুর ফিরে বসার অপেক্ষায়। আপু, সুন্দর গল্পগুলো মিস করছি। আর আপনাকে তো অবশ্যই।
শুভ কামনা সবসময়
সাবিনা ইয়াসমিন
তার লেখা মিস করি।
সে এক সময় ফিরে আসবে এটাই প্রত্যাশা করি।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
সোনেলাতে আমাকে যে ফিরতেই হতো। আপনাদের এতো এতো ভালোবাসা উপেক্ষা করে দূরে থাকা যায় না
অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সে সোনেলা-অন্ত-প্রাণ ব্লগার, সোনেলা তাঁকে মনে রাখে,
ফিরবে সে আমাদের ই মাঝে। আমাদের সোনেলায়।
আপনাকেও ধন্যবাদ, তাঁকে স্মরণ করার জন্য।
সাবিনা ইয়াসমিন
সোনেলা তাকে ভুলবেনা। আমরাও না।
ধন্যবাদ মহারাজ, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ফিরে এলাম ভাইয়া। আপনাদের থেকে দূরে থাকা যায় না তবুও পরিস্থিতির কারণে দূরে থাকতে হয়েছে। যা পুরোনো দিন মনে করতে চাই না। এখন আবার নতুন উদ্যমে সাহিত্য চর্চা করতে চাই।
দোয়া করবেন আমার জন্য
ভালো থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
সত্যিই উনি ভালো লিখেন।
বেশ কদিন যাবৎ উনার লেখা পড়তে পারছিনা।
আশাকরি আমাদের মাঝে আবার লেখা নিয়ে ফিরবেন।
.
আপনার সুনিপুণ লেখনীতে তাঁকে যে পত্র উৎসর্গ করেছেন তা অসাধারণ ব্যক্ত প্রকাশ।
ভালো থাকুন, দিদি।
সাবিনা ইয়াসমিন
এই লেখার মাঝ বরাবর একটি লাইন টানা হয়েছে। লাইনের উপরের লেখা গুলো সুরাইয়া লিখেছে সোনেলাকে উৎসর্গ করে। লাইনের নীচের অংশ গুলো আমার জবাব।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দাদা
এখন থেকে রেগুলার লেখা পোস্ট করার ইচ্ছে আছে
সবার এতো এতো ভালোবাসা পেয়ে ধন্য আমি
রোকসানা খন্দকার রুকু
আমরা আপনাকে ভীষন মিস্ করছি। বাঁধা পেরিয়ে ফিরে আসেন❤️❤️😍😍।
সাবিনা ইয়াসমিন
তিনি ফিরে আসবেন এমন প্রত্যাশাই করি।
শুভ কামনা আপনার জন্য 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি ভীষণ মিস করেছি আপনাদের সবাইকে। তাইতো আর থাকতে পারলাম না দূরে। চলেই এলাম
অনেক অনেক ভালোবাসা আপু
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর লেখা
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সোনেলা ওনাকে আর ওনার লেখাকে সবসময়ই মনে রাখবে। আমরা পাঠকরাও কখনো ভুলতে পারবো না প্রিয় আপু টিকে। ফিরে আসুক সেই পুরানো শানবাঁধানো সোনেলার আঙ্গিনায়। যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। সাবিনা আপু আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অবিরত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
যতটুকু মনে পড়ে, আপনি আর সুরাইয়া প্রায় একই সময়ে সোনেলায় এসেছিলেন। সেই থেকে আজ অব্দি আপনারা নিজেদেরকে সোনেলা অন্ত-প্রাণ ব্লগারে পরিনত করেছেন।
পোস্ট,কমেন্ট আর দায়িত্ব নিয়ে আপনি আমাদের সাথেই আছেন, কিন্তু অবস্থার প্রেক্ষিতে সুরাইয়া সাময়িক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে ফিরে আসবেন তার ভালোবাসার আঙিনায়, এমনই প্রত্যাশা রাখি।
আপনিও ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
সবার এতো এতো ভালোবাসা উপেক্ষা করা যায় না গো দিদিভাই। তাই তো চলেই এলাম আবার। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। ভালো থাকুন সবসময়
কামাল উদ্দিন
আমি সোনেলার একজন সদস্য, কিন্তু লেখক হওয়াটা যে অন্য রকম একটা গুনের দরকার হয় সেটা আমার মাঝে নেই। আর সোনেলায় সময়ও দিতে পারিনা, কিন্তু গুণী লেখকদের প্রতি শ্রদ্ধাবোধ আছে ষোল আনা।
সব শেষে আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাইঃ–
একদিন সমস্ত শেকল কেটে
আবার আসবো ফিরে তোমার নীড়ে।
যতোই জুটুক নাস্তিকতার সনদ কপালে।
তবুও আসবো আসবোই ফিরে
***—————————————————————————-**
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ কামাল ভাই। আপনিও আমাদের মাঝে নিজ গুণে বিদ্যমান। আপনার পোস্ট আর কমেন্ট দুটোই আমাদের কাছে ভালো লাগার। শত ব্যস্ততার মাঝে যখনই সময় পাচ্ছেন, এখানে আসেন। এটা আপনার আন্তরিক মনোভাবের পরিচয় দেয়।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
সবাই এমন করে ডাকলে দূরে থাকা যায় নাকি। তাইতো ফিরে এলাম আবার প্রিয় সোনেলায়। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া। ভালো থাকুন সবসময়
রেজওয়ানা কবির
ফিরে আসুক এই কামনা, এত সুন্দর চিঠি উৎসর্গ করেছেন সে না ফিরে পারবেই না।।।।
সাবিনা ইয়াসমিন
চিঠি/উৎসর্গ বার্তাটি লিখেছেন ব্লগার সুরাইয়া।
তিনি ফিরে আসবেন এমনই প্রত্যাশা আমাদের।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ফিরে এসেছে আপু। আপনাদের ভালোবাসার টানে
ভালো থাকুন সবসময়
হালিমা আক্তার
প্রিয়জনের ডাক উপেক্ষা করা যায় না। ফিরে আসুন। সুরাইয়া আপু আপনার লেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আমাদের ডাক তিনি অবশ্যই শুনতে পাচ্ছেন, জানি না এই ডাকে তার কী হাল!
অনেক ধন্যবাদ আপনাকে। নতুন এসেছেন, হয়তো সুরাইয়ার লেখা আপনার পড়া হয়নি, সে আপনার পোস্টে আসেননি, তবুও তার প্রতি আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম।
ভালো থাকুন, শুভ কামনা অবারিত 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি সত্যিই বিস্মিত অভিভূত আপনাদের এই সব ভালোবাসা পেয়ে। জানি এ ভালোবাসা পাবার যোগ্য কি না আমি
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু
ভালো থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
ব্লগার সুরাইয়া পারভী একজন গুনী লেখক। সোনেলার প্রায় প্রতিটি বিভাগেই তার লেখা রয়েছে। ব্যক্তিগত কারণে তিনি লেখা থেকে দূরে আছেন হয়তো, তবে মনেপ্রাণে চাই তিনি আবার ফিরে আসুন লেখালেখির জগতে।
অনেক ধন্যবাদ আপনাকে সাবিনা আপু লেখার মাধ্যমে তার কথা মনে করিয়ে দিলেন। শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
আসলেই তৌহিদ ভাই, অনেক মিস করি তাকে, তার লেখা, ব্লগে তার সদা হাস্যমুখ বিচরণ, সব কিছুই মিস করি। সকল প্রতিকূলতা পাড়ি দিয়ে ও লেখালেখিতে ফিরুক এটাই কামনা করি। ওর মতো মেধাবী লেখক অবস্থাগত কারণে নিজেকে হারিয়ে ফেলুক এটা চাই না।
আপনিও ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আবার ফিরে এলাম কিছু ধরাবাঁধা নিয়ম মেনে নিয়ে। যদিও সাহিত্যকে কোনো ভাবেই নিয়মে শৃঙ্খলে আবদ্ধ করা যায় না। তবুও মেনে নিয়ে ফিরে এলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সবসময় ভাইয়া
পপি তালুকদার
এতো সুন্দর আকুতি তে ডাকলে কেউ না এসে পারে!
আমরাও চাই সুরাইয়া আপু ফিরে আসুক সোনেলা উঠানে।তার আগমনে আবারও আন্দোলিত হোক আমাদের এই সোনেলা পরিবার।
সাবিনা ইয়াসমিন
এই লেখার মাঝ বরাবর একটি লাইন টানা হয়েছে। লাইনের উপরের লেখা গুলো সুরাইয়া লিখেছে সোনেলাকে উৎসর্গ করে। লাইনের নীচের অংশ গুলো আমার জবাব।
আমাদের ডাক উপেক্ষা করতে পারেনা বলেই এত সুন্দর করে লিখেছেন। সোনেলার প্রতি তার অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তার পাঠানো বার্তায়।
ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো পপি আপু
আপনাদের ভালোবাসার টানে ঠিকই ফিরে এলাম
ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
সুরাইয়া পারভীন একজন সোনেলা অন্ত প্রান ব্লগার ছিলেন।
অতি অল্প সময়েই তিনি সোনেলার নিয়মিত ব্লগারদের আপনজন হয়ে উঠেছিলেন।
যে কোনো বিষয়ে তিনি অত্যন্ত দ্রুততার সাথে লিখতে পারতেন।
আমি সহ সোনেলার সবাই তাঁকে মিস করি।
তিনি আবার নিয়মিত লিখতে থাকুন, এই আশা করি।
ফিরে আসুক সোনেলার সোনালী মেয়ে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
যেকোনো থীমে অতি দ্রুত লিখতে পারার দক্ষতা তার আছে, আপনার সাথে সহমত।
সোনেলার সোনালী মেয়ে অবশ্যই ফিরবে, তার বার্তার মাঝে তিনি জানিয়েছেন।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আপনাদের এমন ডাক উপেক্ষা করার সামর্থ্য আমার নেই। তাই আবার ফিরে এলাম আমার প্রিয় উঠানে
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
সুরাইয়া পারভীন
সত্যিই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই আপু। আপনার পোস্ট দেখে আপনাদের সবার মন্তব্য দেখে আমি অঝরে কেঁদেছিলাম সেদিন। আপনাদের এতো এতো ভালোবাসার প্রতিদান কিভাবে দেবো সেটাই ভাবছি
লাভ ইউ সো মাচ আপু♥️♥️
সাবিনা ইয়াসমিন
প্রতিদান তো দিয়েই দিয়েছেন! এই যে সবার ডাকে ছুটে এলেন, এতেই সব শোধবোধ হয়ে গেছে 🙂
এখন থেকে যেন চিঠি দিয়ে ডাকাডাকি করা না লাগে। মনে রাখবেন, সোনেলা ব্লগ আপনারও। সোনেলাকে ধরে রাখতে, গড়ে তুলতে এবং এগিয়ে নিয়ে যেতে আপনাকে লাগবে।
ভালোবাসা অবিরাম ❤️❤️