ঢাকা চট্টগ্রাম মহা সড়কের কাছে (ভিক্টরীয়া মাজারগেইট, অলংকার পাহাড়তলী) আমাদের কিছু দোকান আছে , আমার বাবা মারা যাওযার পর এই দোকান গুলোই আমাদের বেচে থাকার একমাত্র অবলম্বন, এ ছাড়া আমাদের আর কোন সোর্স অফ ইনকাম নেই – এ দোকান গুলোর একজন ভাড়াটিয়া চাচ্ছে দোকান গুলোর ভাড়া না বাড়ানোর াজুহাত উঠিয়ে তা জোরকরে দখল করতে চাচ্ছে, আমাদেরকে দোকানের কাছে যেতে দেয় না এবং আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলে ভাড়া চাইতে আসলে মেরে ফেলবো
এই ব্যাপারে দোকান মালিক সমিতিকে আমরা অবহিত করি তারাও আমাদের পক্ষে রায় দেয়, কিন্ত উক্ত ভাড়াটিয়া দোকান মালিক সমিতির রায় মানে না, বিষয়টি আমরা থানায় জানাই থানার কোন সিদ্ধান্তও সে মানছেন না – কারন তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন তিনি মন্ত্রী আবসারুল আমীন এবং হাসান মাহমুদের নিকট আন্তীয়, আর এই আন্তীয়তার খুটুর জোরে সে আমাদের দোকান গুলো দখলের চেষ্টা করছেন, থানার পুলিশ, নেতা সবাই তাদের ভক্ত, আর তাদের টাকার জোরও অনেক, আমাদের টাকাও নেই ক্ষমতাও নেই – আমরা এতিম, আর দোকানের ভাড়া না পাওযায় আমরা অনির্চয়তা এবং গভীয় সঙকটের মধ্যে আছি, কেহ আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারে না, মন্ত্রী আন্তীয়দের পরিচয় দানকারী এই ভাড়াটিয়ার ভয়ে, কথায় বলে জোর যার মুল্লুক তার, আমরা কী মঘের মুল্লুকে বসবাস করছি?
আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় আমরা কিছু করতে বা বুঝতে পারছি না, তাদের পক্ষে স্থানীয় ২ জন মন্ত্রী এবং আদের ভাই, আন্থীয় স্বজন, নেতারা ভাড়াটিয়ার পক্ষ নেয়ায় আমরা আরো বিপদের মধ্যে আছি, আমরা জানি না আমরা এখন কি করবো?
ফোরামে লিখে সাংবাদিক এবং আইন বুঝে এমন লোকের সাহায্য চাইতে – তাই আমি সকলের উপদেশ চাই – এখানে কোন সাংবাদিক থাকেন তবে আমি তার সাহায্য চাই-বিষয়টি প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করাতে চাচ্ছি- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি
৬টি মন্তব্য
লীলাবতী
বড় ঝামেলায় পরেছেন ভাই । কোন ভাল উকিলের পরামর্ষ নিন ।
নীহারিকা
ঠিকই বলেছেন…জোর যার মুল্লুক তার।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রভাবশালীদের খপ্পর থেকে নিরীহ মানুষদের সম্পদ রক্ষা করাটা খুব কঠিন।
স্থানীয়ভাবে সমঝোতা করতে পারলে ভালো হয়,
নইলে দীর্ঘ আইনি লড়াইয়ে নামতে হবে।
যা যা করতে পারেন , আমি কিছু পরামর্শ দেব আপনাকে , সময় করে নেই।
ভালো থাকুন ।
খসড়া
আপনাদের অনেক ঝামেলা হবে। জিসান ভাই পরামর্শ দিন। তবে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে প্রশাসনের সাহায্য পাবেন।
প্রিন্স মাহমুদ
প্রশাসনের সাহায্য ছাড়া গতি হবে বলে মনে হয়না । ভাই আশা ছাড়বেন না । এই পৃথিবীতে তাদের দখল অধিকার যতটুকু , আপনার ততটুকু । আপনার অবস্থায় একসময় আমার ফেমেলি ও পড়েছিল ।
প্রিন্স মাহমুদ
পরিবেশ ও বন প্রতিমন্ত্রি হাসান মাহমুদের সাথে দেখা করুন , উনি মানুষ সৎ যতটুকু জানি , উনার এক ভাতিজার সাথে আমার একটু পরিচয় ছিল টা দেখেই বুঝেছি । হাসান মাহমুদ অন্যায়কে প্রশ্রয় দেন না বলে জানি , তাঁর কানে লাগান ।
আফসারুল আমিন ভাতিজা আমার সাথে পড়তো , সেই ভাতিজা চাচার পাওয়ারে কতো কিছুই করলো , উনার কাছে যাবেন না ।